![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সময় বয়ে যায়, ক্ষয়ে যায় জীবন, মন, সৃষ্টি, ক্লেদের গ্লানি জমা হোল যত যথাপি ঝরে যায় বৃষ্টি।
পৃথিবীর পথে।
আমি পৃথিবীর পথ ধরে বহুদূর পথ হেটে এসেছি
আমি সময়ের কাছে কৈশোর যৌবন ফেলে এসেছি।
আমি দেখেছি তোমরা সকলে মিলে
হেটে চল দলে দলে হাটে মাঠে বিলে ঝিলে,
সেদিন পদ্দ্ব হাসে, দীঘির জলে রাজহংসী ভাসে
আমিও ছিলাম সেদিন তবে একাকী কেও নেই চারিপাশে।
আবার তোমরা যেদিন মৌ বনে মধু নিতে
শ্বাপদ সংকুল পথ নির্ভয়ে পাড়ি দিতে,
তোমরা সমবেত হয়ে মধুপান শেষে মোচন ক্ষয়ে
পরের অভিযানের ছক কষে আবেশে মত্ত হয়ে,
ঘোষণা দিতে জনারণ্যে অমিত বজ্র গর্জন
একাকী চেয়ে আমি দেখে যেতাম তোমাদের যত অর্জন।
আমি কখনো কাওকে বলিনি কিছু
কেঁদেছি কেবল আড়ালে পিছু পিছু,
দু:খের লোনা জলে দিনে দিনে মোর চোখে গলে
নিয়তি নয়তো কি! ভেঙে চলে মোর দিন ছলে বলে।
আমি ছাড়িনি কখনো হাল
আশায় যদি লাগে হাওয়া ছেড়া পাল,
আমিও চেয়েছি কত মনে মনে
সময় কাটে যেমনে জনে জনে।
আবার যখন সুনামি হবে
জলে স্থলে অন্ত:রীক্ষে গর্জন যবে,
আমিও সামিল হবো নিজেরে এলিয়ে দিবো
না পাওয়া কড়ি জরী মিথুন সব মিলিয়ে নিবো।
সেদিন ফেলে দিতে কেও পারবেনা আমায়
শিঙ্গার ফুত্কারে পারবেনা কেও কাতার থেকে নামায়
কেও নামাতে পারবেনা আমায়।
২৪ শে ফেব্রুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৭:৫১
সামাইশি বলেছেন: আন্তরিক ধন্যবাদ।
©somewhere in net ltd.
১|
২৩ শে ফেব্রুয়ারি, ২০১৮ দুপুর ২:২৭
রাজীব নুর বলেছেন: ভালো।
তবে আরও ভালো করতে হবে।