![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সময় বয়ে যায়, ক্ষয়ে যায় জীবন, মন, সৃষ্টি, ক্লেদের গ্লানি জমা হোল যত যথাপি ঝরে যায় বৃষ্টি।
চাতকী ময়না, (বাংলা গীত)
কোন দেশেতে বাড়ি গো তোমার চাতকী ময়না রে,
কি গান গাও তুমি মোর আঙ্গিনায় বলোনা না রে!
কি কারণে আসছো ময়না আমার আঙ্গিনায়
কে তোমারে পাঠায়েছে কও না আমায়,
তুমি কেন গাওরে ময়না বৈরাগীর গান
সুরে সুরে কি জানাইলা কান্দে যে মোর প্রাণ।
তুমি কেন কান্দরে ময়না বুঝিতে না পারি
কোথা হইতে আসছো তুমি না জানে এই আনাড়ি,
আসছো যখন ওগো ময়না আমার কথা শুইনো
আমার দুক্ষের কথা দিয়া তোমার গীত বুইনো।
ওরে ও চাতকী ময়না দুক্ষে আমার অঙ্গ জার জার
তোর মনেও কি তাইরে ময়না সাধের জীবন ছারখার।
শিশুকালে হায়রে ময়না চাইলাম হইতে তোর সাথী
অপঘাতে ডানা কাটলো হইলাম না আর পাখি,
তরুণ কালে ওগো ময়না চাইলাম দুনিয়া পানে
ঘূর্ণি বায়ুতে ময়না অঙ্গ হানি হইলো বুজলামনা মানে।
বসন্তকালেরে ময়না, মন আমার প্রেমের গান গায়
সুখ আমার টিকলো নারে ময়না পরান জ্বলে যায়।
বুঝতে আমি পারছি গো ময়না আসছো কেন তুমি
আমারে শেষ ঘুম পাড়াইতে পাঠায়েছেন তিনি অন্তর্যামী।
২৮ শে ফেব্রুয়ারি, ২০১৮ রাত ৩:২০
সামাইশি বলেছেন: অনেক অনেক ধন্যবাদ।
২| ২৬ শে ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ১০:৪৯
বিজন রয় বলেছেন: কেমন আছেন? অনেক দিন পর আপনার লেখা পড়লাম।
ভাললাগা জানিয়ে গেলাম।
২৮ শে ফেব্রুয়ারি, ২০১৮ রাত ৩:২২
সামাইশি বলেছেন: আমি ভালো আছি ভাই। আপনি ভালো আছেন। আন্তরিক ধন্যবাদ।
©somewhere in net ltd.
১|
২৬ শে ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ১০:১১
স্বার্থহীন বলেছেন: সুন্দর লিখেছেন ভাইয়া। ময়না তাহলে শেষ ঘুমটা পাড়াইয়া ছাড়লো।