![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সময় বয়ে যায়, ক্ষয়ে যায় জীবন, মন, সৃষ্টি, ক্লেদের গ্লানি জমা হোল যত যথাপি ঝরে যায় বৃষ্টি।
হে নারী ক্ষমা কর।
ক্ষমা কর মোরে হে নারী মা বোন প্রেয়সী
তোমারে করিনু মলিন ধর্মের সে হিতৈষী,
নারী তুমি মা, করিছ জঠরে দশ মাস ধারণ
নিজের নাড়ি দিয়ে তিল তিল রক্ত সিঞ্চন।
গড়িছ জীবন দিয়ে রক্ত মাংসের অবয়ব
প্রক্রিয়াটি যেমন প্রকৃতির আরোপিত স্বভাব,
নারী তুমি প্রেয়সী সাথীর মিলনে পিয়াসী
যুগে যুগে কালে কালে জীবনের বেশি বেশি।
নারী যে ভগ্নী কভু অগ্নি, প্রীতলতা ওয়াদ্দেদার
ঘর সমাজ দেশ করিছ মহান বলে ধর্মাবতার,
তোমারে করি সালাম নারী রূপে বলে কোরান
স্বর্গের চাবি চক্ষুষ্মান যদি বসবাসে মায়ের পদতান।
ক্ষমা কর মোরে কন্যা জায়া জননী ভগিনী
তোমারে দিল গঞ্জনা সেই সব সাধু হৃষি মুনি,
ততোধিক দিল প্রলেপ আঁকিয়ে সনাতন যুবক
কূপমন্ডকতায় স্তবকে যৌন হয়রানির ছবক।
হে নারী প্রশংসা করি তোমারি বর্ণনে কোরানে
তথাপি এখনো যাতাকলে তুমি কত কথা পুরানে।
০১ লা মার্চ, ২০১৮ রাত ৩:৪৯
সামাইশি বলেছেন: অনাকাঙ্খিত ও অনভিপ্রেত মন্তব্য। ভালো থাকবেন।
২| ২৮ শে ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ১০:৫৬
কামরুননাহার কলি বলেছেন: রাজীব ভাইয়া নারী ক্ষমা করলেই বেহেস্তে যেতে পারবেন। না হলে না।
কারণটা জানতে চান না? বলছি। মায়ের সাথে যদি জীবনে একবার কোন অন্যয় করেন আর মা যদি সেটা ক্ষমা না করেন তাহলে সারাজীবনেও জান্নাত চোখে দেখবেন না, এটা আল্লাহ নিজেই বলে দিয়েছেন। মায়ের কাছ থেকে জান্নাতের তালাটা খুলেই তবেই যেতে পারবেন জান্নাতে। নামাজ হচ্ছে বেহেস্তর চাবি । চাবি হাতে পেলেও জান্নাত হাতে পাবেন না। কারণ মায়ের পায়ের নিচেই জান্নাত সন্তানের।
০১ লা মার্চ, ২০১৮ রাত ৩:৫১
সামাইশি বলেছেন: আপনার মন্তব্যের সাথে একাত্বতা পোষণ করছি আপু।
৩| ২৮ শে ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ১০:৫৭
কামরুননাহার কলি বলেছেন: ভাইয়া আপনার কবিতা অনেক সুন্দর হয়েছে।
০১ লা মার্চ, ২০১৮ রাত ৩:৫২
সামাইশি বলেছেন: আপনাকে অন্তরের অন্ত:স্থল থেকে ধন্যবাদ।
৪| ২৮ শে ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ১১:৪৮
নূর-ই-হাফসা বলেছেন: নারীদের প্রতি শ্রদ্ধা রাখলে এতো সমস্যা হতো না , যে কোন সম্পর্ক এ শ্রদ্ধা গুরুত্বপূর্ন ।
পুরুষ কখনো সম্পর্ক ভুলে নারীকে পন্য সামগ্রী কিংবা ভোগ বিলাস ভেবে বসেন , সেও একজন মানুষ মনেই থাকে না ।
ক্ষমা চেয়ে কি হবে যদি মানসিকতা না বদলায় ।
কবিতা ভালো লাগলো
০১ লা মার্চ, ২০১৮ রাত ৩:৫৪
সামাইশি বলেছেন: মানসিকতা বদলানোর জন্যইতো কবিতার মাধ্যমে আবেদন জানানো হয়েছে। আপনাকে অনেক ধন্যবাদ মন্তব্যের জন্য।
৫| ২৮ শে ফেব্রুয়ারি, ২০১৮ দুপুর ১২:২০
সেলিম আনোয়ার বলেছেন: নারীবাদ বলবো না মানবতাবাদী কবিতা।
০১ লা মার্চ, ২০১৮ রাত ৩:৫৫
সামাইশি বলেছেন: আন্তরিক ধন্যবাদ।
৬| ২৮ শে ফেব্রুয়ারি, ২০১৮ দুপুর ১:১৭
সুমন কর বলেছেন: ভালো লিখেছেন।
০১ লা মার্চ, ২০১৮ রাত ৩:৫৭
সামাইশি বলেছেন: অনেক অনেক ধন্যবাদ।
৭| ০১ লা মার্চ, ২০১৮ দুপুর ১২:০১
বারিধারা ২ বলেছেন: মানুষের কাছে কোন অপরাধ করলে ইসলামের রীতি হচ্ছে মানুষের কাছেই ক্ষমা চেয়ে নেয়া - আল্লাহ ক্ষমা করার মালিক হলেও উনার ফিতরাতে এটা নেই। তাই মানুষের হক মেরে আল্লাহ্র কাছে ক্ষমা চাইলে কোন লাভ হবেনা।
০১ লা মার্চ, ২০১৮ বিকাল ৪:২৮
সামাইশি বলেছেন: আপনার সাথে আমি সম্পূর্ণ একমত। আন্তরিক ধন্যবাদ।
©somewhere in net ltd.
১|
২৮ শে ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ১০:১২
রাজীব নুর বলেছেন: নারীর কাছে ক্ষ,আ না চেয়ে আল্লাহর কাছে ক্ষমা চাওয়া উত্তম।