![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সময় বয়ে যায়, ক্ষয়ে যায় জীবন, মন, সৃষ্টি, ক্লেদের গ্লানি জমা হোল যত যথাপি ঝরে যায় বৃষ্টি।
হাজার বছরে লেখা শুধু মাত্র একটি কবিতা।
একটি কবিতা লেখা হবে
তার জন্য সহস্র বছরের অপেক্ষা,
আবির্ভাব হয়নাতো কবির।
পাল লক্ষণ সেন চন্দ্রগুপ্ত বিক্রমাদিত্য
টুকরো টুকরো পংক্তি গেঁথে
আশা জাগিয়ে সময়ের কোনে
খোদাই হয় পরাধীনতা।
বর্গী লুটেরা তস্করের খড়গে কবিতার চরণ ছিন্ন ভিন্ন,
ইতিহাস কি মুখ ফিরিয়ে নিবে পলি ভেজা সীমারেখা থেকে
তখতে সমাসীন শতকের পর শতক গাড়ল চারণ।
স্তবক আর হয় নাকো যোগ গুটি কতক ব্যতিরেকে,
আম্র কাননে পলাশী নামান্তরে সলতেয় শেষ টান পড়ে
তবে কি আসবেনা না আর কবি!
যতিচ্ছেদ পড়ে সূচনা পংতিগুলোয় মাত্র দুই শতাব্দী
এরই মাঝে জাগরণ প্রেম সাম্যের কথা মালা গেঁথে
আবির্ভাব প্রথিতযশা কবিসমূহের।
তথাপি প্রাণ খুলে শ্বাস নেয়া দায়
মায়ের ভাষায় কথা বলা দায়
সর্বোপরি শোষণে নিষ্পেষণে পেটের দায়।
কিন্তু কোথায় সেই কবি
এই বাংলায় কি আসবেনা নরসিংহের প্রতিভূ
লিখবেন ভাষা সীমা উদর পূর্তির অধিকারের চরণ।
অলখে ইতিহাস কালের কোন মুচকি হাসে
সবুজের নিভৃত কাননে মধুমতির যৌবন আন্দোলিত করে
কপালে গাঢ় বড় কালো তিলক এঁকে এক খোকার পদচারণ।
মধুমতির যৌবন ঢেউএ দোলে, দোয়েল করে গান
সুদূরের বনানীতে শার্দুল জানায় সম্ভাষণ জোস্না রাতে নৌকায় রুপালি ঝিলিক
ফুল ফল পাখি গান এর মৌ মৌ গন্ধে সূচনা কবিতার চরণ।
হাজার বছরের সূচনায় এর মাত্র তেইশ বছরেই কবিতার পূর্ণতা
পংক্তি সাজানো একুশে ছয়ে ঊনসত্তর একাত্তুর
অবশেষে সেই মাহেন্দ্রক্ষণ সাত ই মার্চ
কবি পূর্ণতা দিলেন কবিতা খানির।
স্বাধীনতার সমার্থক অমর পংতি গুলি
মাত্র আঠারো মিনিটে পাঠ হলো চির অমলিন কবিতাখানি
হাজার বছরের তপস্যায় বর্গী লুটেরা তস্করের রক্ত লীলা মাড়িয়ে
একটি শুধু মাত্র একটি কবিতা
বিশ্বসভায় খোদিত ইতিহাসের পাতায় চিরস্থায়ী।
০৬/০৩/২০১৮ইং.
০৮ ই মার্চ, ২০১৮ রাত ১২:৫১
সামাইশি বলেছেন: আপনাকে অন্তরের অন্ত:স্থল থেকে ধন্যবাদ।
২| ০৭ ই মার্চ, ২০১৮ বিকাল ৫:০২
রাজীব নুর বলেছেন: ছবি সব সময় উপরে দিবেন।
৩| ০৮ ই মার্চ, ২০১৮ রাত ১২:৫৩
সামাইশি বলেছেন: তাই করবো, ধন্যবাদ।
©somewhere in net ltd.
১|
০৭ ই মার্চ, ২০১৮ বিকাল ৪:০৮
মোঃ গালিব মেহেদী খাঁন বলেছেন: খুব সুন্দর! কবির প্রতি রইল শুভকামনা।