![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সময় বয়ে যায়, ক্ষয়ে যায় জীবন, মন, সৃষ্টি, ক্লেদের গ্লানি জমা হোল যত যথাপি ঝরে যায় বৃষ্টি।
বালিকার প্রথম প্রেম।
বালিকার প্রথমা প্রেম সর্বগ্রাসী
গর্ভমুণ্ডে ধারণে তৈরী সে ঋতুবতী,
হায় হায় রব মুখ খোলা অশুচি
বালিকা নীরব রোদনে করে নিকুচি।
বয়:সন্ধিতে বালিকা জীবনের আধার
উপচানো গ্রন্থিরস টই টম্বুর মায়ার,
বালিকার প্রথম প্রেমের ডালা ভরপুর
পরিবেশ প্রতিবেশ ঘর কোথায় কতদূর।
আপত্য স্নেহ মায়া আদর যাঁচে সন্নিবেশ
ছায়া যদি প্রতিকূলে ভাবে রিপুর আবেশ,
স্থান কাল পাত্র লজ্জা নিমিষে ওজন শূন্য
আদিগন্ত জগতে প্রথম প্রথমাই যেন পুন্য।
অশুচি বলে বালিকারে দিলে দূরে ঠেলে অবেহেলে
একাকী সে গোলমেলে রসাতলে ঘোর অতলে,
বেশী কিছু চায়নি বালিকা ঋতুর স্বীকার
মায়ার আদর দিয়ে বেস্টিযে তাকে সবার।
ঋতুময়ী বালিকার প্রথমায় অবকাশ পবিত্র ভালবাসা
জননী ভগ্নি মেয়ে বন্ধু রূপেও হরমোনের আশা,
সর্বগ্রাসিতায় সুদূরের সতী সাধ্বী পটে আঁকা
সহজেই স্খলন যদি দেখা হয় চিরন্তন ক্রিয়া চোখে বাঁকা।
১০ ই মার্চ, ২০১৮ সকাল ৭:০২
সামাইশি বলেছেন: অপ মানসিকতার অপ মন্তব্য। সুস্থ থাকুন।
২| ০৯ ই মার্চ, ২০১৮ রাত ১০:০১
রূপক বিধৌত সাধু বলেছেন: একই শিরোনামে সমরেশ মজুমদারের একটা উপন্যাস পড়া হয়েছিলো। লেখাটায় অনেককিছুই নিঁখুতভাবে ফুটিয়ে তুলেছেন। ভালো হয়েছে।
১০ ই মার্চ, ২০১৮ সকাল ৭:০৪
সামাইশি বলেছেন: আপনাকে অন্তরের অন্ত:স্থল থেকে ধন্যবাদ।
৩| ০৯ ই মার্চ, ২০১৮ রাত ১০:০৮
সৈয়দ ইসলাম বলেছেন:
পদ্য তো! ভাল হয়েছে।
১০ ই মার্চ, ২০১৮ সকাল ৭:০৫
সামাইশি বলেছেন: আপনাকে আন্তরিক ধন্যবাদ।
৪| ০৯ ই মার্চ, ২০১৮ রাত ১০:১৭
দেশী পোলা বলেছেন: অশ্লীল হইছে
১০ ই মার্চ, ২০১৮ সকাল ৭:০৬
সামাইশি বলেছেন: অশ্লীল চিন্তার ধারকের অশ্লীল মন্তব্য। খোদা আপনার সহায় হউন।
৫| ১০ ই মার্চ, ২০১৮ দুপুর ১:৩৬
আকিব হাসান জাভেদ বলেছেন: বালিকার প্রেম । সর্বগ্রাসী তো হবেই । বাক্য গঠনে মৌলিক শব্দ উঠে এসেছে। সুন্দর।
১৪ ই মার্চ, ২০১৮ সকাল ৭:০২
সামাইশি বলেছেন: আপনাকে অন্তরের অন্ত:স্থল থেকে ধন্যবাদ।
©somewhere in net ltd.
১|
০৯ ই মার্চ, ২০১৮ রাত ৮:৩৯
চাঁদগাজী বলেছেন:
অপ-পদ্য