![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সময় বয়ে যায়, ক্ষয়ে যায় জীবন, মন, সৃষ্টি, ক্লেদের গ্লানি জমা হোল যত যথাপি ঝরে যায় বৃষ্টি।
বাংলা গান।
গীতিকার: মোকাই।
তুমি কেমন গান বান্ধ
আমি বইসা ভাবি,
চোখ থাকিতেও আমি অন্ধ
কিরণ বিলায় রবি।
তুমি কোথায় পাও যত
মন খা খা করা ভাব,
কে তোমারে দেয় অত
ভাবনার ভাব সাব।
কোথায় তোমার পাঠশালা
ওগো কোথায় তোমার ঘর,
আমার ঘরে নাই জানালা
সব থাকিতেও আমি পর।
আমি কেমনে আঁকবো অত
জীবন গল্পের ছবি যত,
গাঁথেন তিনি মনের মত
ভাবনার রকম শত শত।
নাটাই হোল তার কাছে
আমরা নাচি তার পাচ্ছে,
সেজদা যদি করি তারে
হয়তো পার পর পারে।
কোথা থেকে আসছো তুমি
শেষে কোথায় চলে যাবে,
সৃষ্টি তোমার হইতে ভূমি
আখেরাতে টের পাবে।
কোন মোহে বান্ধ ঘর
ক্ষনিকের দুনিয়ার পর,
দুনিয়া যে ক্ষনিকের খেলা
গুনাহয় গুনাহয় যাচ্ছে বেলা।
আহার নিদ্রা দিন রাত্রি কে দেয়
আচানক সব কে কেড়ে নেয়,
তার কথা কি ভাবছো কভু
সময় যে তোমার নিভু নিভু ।
১৭ ই মার্চ, ২০১৮ ভোর ৬:৫১
সামাইশি বলেছেন: আপনাকে আন্তরিক ধন্যবাদ।
২| ১৬ ই মার্চ, ২০১৮ সকাল ১০:৪৯
পদাতিক চৌধুরি বলেছেন: অনুভবে,বাংলাগান ভাল লাগলো।
শুভেচ্ছা রইল অনন্ত।
১৭ ই মার্চ, ২০১৮ ভোর ৬:৫১
সামাইশি বলেছেন: আপনাকে অনেক অনেক ধন্যবাদ।
©somewhere in net ltd.
১|
১৬ ই মার্চ, ২০১৮ সকাল ৯:০৬
সোহাগ তানভীর সাকিব বলেছেন: "আমার ঘরে নাই জানাল
সব থাকিতেও আমি পর"
বড়ই অদ্ভত কথা। এই কথাই মৃত্যু পরবর্তি কবরের কথা মনে করিয়ে দেয়।