![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সময় বয়ে যায়, ক্ষয়ে যায় জীবন, মন, সৃষ্টি, ক্লেদের গ্লানি জমা হোল যত যথাপি ঝরে যায় বৃষ্টি।
বিরহের কবিতা।
তোমারে রেখেছি আমি মনের অতলে
পুষেছি আমি তিল তিল ভালবাসার রক্তবিন্দু দিয়ে,
আর তুমি হয়ত তোমার মনের আকাশে শকুন চড়িয়ে দিয়ে
আমাকে তাড়িয়ে দিয়েছ বিস্মৃতির অতলে।
আমিতো আমিই
আমার মত করে সাজিয়ে নিয়েছি
আমার মনের বাগান,
হায়,তুমি যদি চিনতে!
লৌকিকতার মুখোশ ভেদ করে
আমার মনের বাগানে প্রবেশ করতে,
সমস্ত পৃথিবীকে এক পাশে সরিয়ে রেখে
আমি তোমারি করি যতন,হৃদয়ে ধারণ
তুমি জানো কি তা!
আমি উদ্বাহু বাড়িয়ে অপেক্ষায় থাকি
যদি কোনদিন ডুবুরী হয়ে
আমার হৃদয় সাগর সেচে
জয় করতে সেই যতন মনি,
চাতক পাখির ন্যায় অপেক্ষায় থাকি
মহাসমুদ্রের এক চিলতে কিনারায়।
আদিগন্ত বাতাসে ছড়িয়ে দিই
আমার ভালবাসার সৌরভ,
তোমার বিরহ কাতরতা স্বাক্ষী!
উত্তরের মৃদু হিমেল বাতাসের পরশে
তোমার চোখের পাপড়ি নেচে উঠেছিল
রোমকূপ শিহরণে জেগেছিল অস্ফুট আবেগে,
অথচ তুমি বুজতেও পারলেনা
আমাকে ছুয়ে গেলে তুমি।
যোজন যোজন দুরত্ব নিমিষে ঘুচে গেল
হংস মিথুনের বন্ধনে টলমলে চোখের সরোবরে
হ্যা,আমিই অশ্রু হয়ে ঝরি তোমার চোখের মনি থেকে।
হায়,দুর্ভাগা আমিও তো কম নই!
শরতের রঙ্গে সেজে আমার হৃদয় তলে
শুকিয়ে চূর্ণ হয়ে দুমড়ে মুচড়ে কালশিটে
তোমার হৃদয় নিবেদন,
হয়ত হৃদয়াহত হয়ে আমি বিলাপ করে চলছিলাম
জানতেও পারলামনা প্রতিনিয়ত
তোমার স্পর্শে আমাকে ক্ষয়ে যাও,
ক্ষয়ে যেতে যেতে হয়ত আমরা দুজনেই পৌছে যাব
নি:শেষের শেষ সীমায়
যেথায় আর কোনদিন আমরা লিখবনা বিরহের কবিতা।
০৩ রা এপ্রিল, ২০১৮ ভোর ৬:০০
সামাইশি বলেছেন: আপনাকে অনেক ধন্যবাদ।
২| ০২ রা এপ্রিল, ২০১৮ সকাল ৭:০১
সৈয়দ তাজুল বলেছেন: মনোবিজ্ঞানের মতে,
এমন জিনিষ ভুলে যাওয়া শ্রেয়
যেগুলো বারবার কষ্ট দেয়।
অন্য কিছু নিয়ে কবিতা লেখুন।
আপনার কবিতা লেখার হাত ভাল।
০৩ রা এপ্রিল, ২০১৮ ভোর ৬:০১
সামাইশি বলেছেন: আপনার উপদেশ পালনের চেষ্টা করবো। আন্তরিক ধন্যবাদ।
৩| ০২ রা এপ্রিল, ২০১৮ সকাল ৭:০৭
দিবা রুমি বলেছেন: কবি তোমার কবিতা ভাল হয়েছে।
বিরহ ভুলে যাও।
০৩ রা এপ্রিল, ২০১৮ ভোর ৬:০২
সামাইশি বলেছেন: আন্তরিক ধন্যবাদ।
৪| ০২ রা এপ্রিল, ২০১৮ সকাল ৮:৪৪
আকিব হাসান জাভেদ বলেছেন: বিরহ ভুলা যায় না। বারবার তাড়া দেয়। মনে হয় আবার বুঝি ছায়ানটে হবে আড্ডা । আবার বুঝি তুমি ডেকে মোরে নিয়ে যাবে সেই চেনা সাগর তীরে । তারপরে ও বিরহ ভুলে যান । মনের খাচা থেকে নিজেকে মুক্ত করে খোলা আকাশে একাই হাটেন । আকাশের দিকে তাকান ।দেখবেন আকাশটা অনেক বড়।
০৩ রা এপ্রিল, ২০১৮ ভোর ৬:০৩
সামাইশি বলেছেন: আপনার অনুভূতির সাথে একমত। আন্তরিক ধন্যবাদ।
৫| ০২ রা এপ্রিল, ২০১৮ সকাল ৯:৪০
আকতার আর হোসাইন বলেছেন: হে কবি, ভালো লাগল আপনার বিরহের কবিতাটি...
০৩ রা এপ্রিল, ২০১৮ ভোর ৬:০৪
সামাইশি বলেছেন: আন্তরিক ধন্যবাদ।
৬| ০২ রা এপ্রিল, ২০১৮ সকাল ১০:৫১
পদাতিক চৌধুরি বলেছেন: বিরহ বড় যাতনাময়। যাকে চেনালেন এখানে।
শুভেচ্ছা অনন্ত।
০৩ রা এপ্রিল, ২০১৮ ভোর ৬:০৪
সামাইশি বলেছেন: আন্তরিক ধন্যবাদ।
৭| ০২ রা এপ্রিল, ২০১৮ বিকাল ৩:৪১
নীহার দত্ত বলেছেন:
বিরহ ছুঁয়েছে মন
০৩ রা এপ্রিল, ২০১৮ ভোর ৬:১০
সামাইশি বলেছেন: বিরহ ছুঁয়েছে মন
জ্বালায় যে অনুক্ষণ।
খা খা কাশবন
কোথায় সে জন,
ভালবাসার ধন
ভাঙ্গনের খেলা রণ।
ধন্যবাদ আপনাকে।
©somewhere in net ltd.
১|
০২ রা এপ্রিল, ২০১৮ ভোর ৬:৫৭
ব্লগ সার্চম্যান বলেছেন: ভালো লাগল কবিতা।