![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সময় বয়ে যায়, ক্ষয়ে যায় জীবন, মন, সৃষ্টি, ক্লেদের গ্লানি জমা হোল যত যথাপি ঝরে যায় বৃষ্টি।
প্রলায়ন্ধ।
সময় বয়ে যায়, সময় কুড়ে কুড়ে খায়
আমার দেহ মন আনাচ কানাচ অলি গলি।
চোখের জ্যোতিতে টান পড়ে
ভ্রুক্ষেপে উন্মুক্ত রাজপথে অনাচারের লীলায়,
চোখ মুদে থাকি সম্ভোগের নেশায়
একটা রাত না বৃথা হয়ে যায়
কামসুত্রের নব আসনের অধ্যায়।
দিনের আলোয় অঙ্গ বসনে চুল চেরা পরিপাটি
দেহের রন্ধ্রে রন্ধ্রে আঁতরের সুবাসে মাতোয়ারা,
ছুটে চলা মোকাম, বন্দর, শহর, মেকিয়াভ্যালি।
সময়ে সময় নিয়ে জমে যত কালো মুনাফার ভেট,
কড়া সুগন্ধির অতলে হারিয়ে যায়
চক্রবৃদ্ধি হারে জমা যত উপজাতের উত্কট বোঁটা গন্ধ।
ফিরে আসা ডেরায় "স্বর্ণ কমল" প্রাসাদে,
আধারের চোখে খোজা হেরেমের পথ
বাঈজীর সুডৌল নিটোল স্তনের চূড়ায়
স্থির গোটা পৃথিবী।
চোখের জ্যোতি হারাবার আর ভয় নেই
সময়ের মহাপ্রলয়ের মায়া সভ্যতায়।
১১ ই এপ্রিল, ২০১৮ সকাল ৭:২৯
সামাইশি বলেছেন: আন্তরিক ধন্যবাদ।
©somewhere in net ltd.
১|
১০ ই এপ্রিল, ২০১৮ সকাল ১০:১৫
রাজীব নুর বলেছেন: ভালো লাগলো।