![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সময় বয়ে যায়, ক্ষয়ে যায় জীবন, মন, সৃষ্টি, ক্লেদের গ্লানি জমা হোল যত যথাপি ঝরে যায় বৃষ্টি।
বাংলা ছবির গান,গীতিকার:মোকাই
তোমারে দেখিবারে মনে চায়
বন্ধুরে দাওনা দেখা আমায়,
মনের যত দু:খ আমি কইতাম তোমায়।
মনের দুক্ষে ঘর ছাড়িলাম রইলাম নিরালায়
তোমারে ডাকিয়া যাই আমি ঘরেরই কোনায়।
দু:খের কথা কি আর কইবো সাগরও শুকায়,
কোন পাপে দেহ ভাঙ্গলো মন নাই দেহের আগায়
যারে তুমি জীবন দিলা মারলা তার মন দুনিয়ায়।
যাইবার কোনো জায়গা রে আর কোথায়
যদি আমায় নিয়া যাইতা অচেনা সে বাসায়,
যত খুশি শাস্তি দিও অন্ধকার সে কোঠায়
আর পারিনা মন চলেনা যেমন চলে সবায়।
তাড়াতাড়ি লইয়া যাও আমায় তোমার ঠিকানায়
মনে লয় আমার অন্তর জুড়াইতো তোমারে দেখায়
তোমারে দেখিবারে মনে চায়
বন্ধুরে দাওনা দেখা আমায়,
মনের যত দু:খ আমি কইতাম তোমায়।
১৩ ই এপ্রিল, ২০১৮ ভোর ৬:৩২
সামাইশি বলেছেন: আপনাকে অনেক অনেক ধন্যবাদ। বানান ঠিক করে নিয়েছি। আবারো ধন্যবাদ ও শুভ কামনা।
২| ১২ ই এপ্রিল, ২০১৮ সকাল ৭:৪৪
এখওয়ানআখী বলেছেন: মারেফতের গানরে ভাই বুঝবার শক্তি নাই।
১৩ ই এপ্রিল, ২০১৮ ভোর ৬:৩৩
সামাইশি বলেছেন: খুব সহজ সরল ভাষায় লেখা ভায়া। আন্তরিক ধন্যবাদ।
৩| ১২ ই এপ্রিল, ২০১৮ সকাল ৯:২১
রাজীব নুর বলেছেন: সুন্দর।
১৩ ই এপ্রিল, ২০১৮ ভোর ৬:৩৩
সামাইশি বলেছেন: আন্তরিক ধন্যবাদ।
৪| ১২ ই এপ্রিল, ২০১৮ সকাল ৯:২৩
হাফিজ বিন শামসী বলেছেন: চালিয়ে যান। বেশ হয়েছে।
১৩ ই এপ্রিল, ২০১৮ ভোর ৬:৩৪
সামাইশি বলেছেন: হুম, পাশে থাকবেন এই আশা করি। শুভ কামনা।
©somewhere in net ltd.
১|
১২ ই এপ্রিল, ২০১৮ সকাল ৭:১৯
দিবা রুমি বলেছেন: পদ্য খুব ভাল হয়েছে।
আপনার আফসোস পূর্ণ হোক।
বানানের দিকে একটু নজর বুলিয়ে নেন