![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সময় বয়ে যায়, ক্ষয়ে যায় জীবন, মন, সৃষ্টি, ক্লেদের গ্লানি জমা হোল যত যথাপি ঝরে যায় বৃষ্টি।
উচাটন মন।
কেন এলাম এই ধরাতে,
আমি অবিরাম ভেবে যাই
আর ভেবে ভেবে কেঁদে যাই,
কি পেল ধরা আমার জীবন চরিতে!
তোমরা দ্যাখো যে সুনীল আকাশ,
আমি দেখি আধারের ওপার
আধার শেষে কখনো হয়নাকো ভোর
ওঠেনা সুর্য জীবন আধারে মোর,
পৃথিবী তোমারে চায়না বলে দখিনা বাতাস৷
আমি খুঁজে যাই লজ্জায় মাতা নত,
নাই নাই কি যে নাই, হাহাকারে মন উচাটন,
ব্যর্থ সাধা, অন্তরে বিবমিষা নাচন,
ক্রীড়নক আমি নিয়তির, প্রতিকুল শত৷
কেমন করে মুখে রং মেখে থাকে সবাই,
হাসি আর সুখ শান্তির ফল্গু অবিরত
ক্লান্ত চরণে মোর মুখে অমানিশা যত,
রঙ্গশালার নিপুন কলায় আমিও পেতে চাই৷
১৪ ই এপ্রিল, ২০১৮ ভোর ৬:৪২
সামাইশি বলেছেন: আপনাকে অনেক অনেক ধন্যবাদ।
©somewhere in net ltd.
১|
১৩ ই এপ্রিল, ২০১৮ দুপুর ১২:১৩
রাজীব নুর বলেছেন: সুন্দর।