![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সময় বয়ে যায়, ক্ষয়ে যায় জীবন, মন, সৃষ্টি, ক্লেদের গ্লানি জমা হোল যত যথাপি ঝরে যায় বৃষ্টি।
উর্বানা সেই নারীটি।
আমি এক নারী উর্বানাকে ভালোবেসেছিলাম
সে বলেছিলো আমি নষ্ট সভ্যতা থেকে উঠে আসিনি।
ঝলমলে বর্ণে রং চঙে গালিচায় অঙ্কশায়িনী
সমাজের উচু দেয়ালের আড়ালে শ্বেত মহলায়
পারিজাত গন্ধমের মিথুন লীলায় একই জীবন কনিকায়
বালিকা, কিশোরী, নারীর মহিমায় উদ্ভাসিত।
তার রঙের ঝলসানিতে আমার হৃদয় বন্দর
প্রেমের সুউচ্চ সুনামিতে তলিয়ে গ্যালো।
সেই নারী উর্বানাকে আমি আমার প্রতিটি মুহুর্ত দিয়ে ভালোবেসেছিলাম
আমি শ্বাস নিতাম তাকে, চিন্তা করতাম তাকে, ঘুমাতাম তাকে সাথে নিয়ে
কিন্তু অলক্ষ্যে দৃশ্যপট বদলে গেল গন্ধমের বিষক্রিয়ায়!
নারী তার মানবীয় রূপ খুঁজে পেতে চাইলো
প্রেমিকা দেবীর আসন তার উঠলো নড়বড়িয়ে।
একটু একটু করে নারীর চোখ দুটো আমি দেখতে পেলাম
তার অতল গহব্বরে আমি হারিয়ে যাই
আমার ভালবাসার সম্রাজ্যের দুর্গসমূহের পতন দেখতে দেখতে,
চেনা অচেনা সব পুরুষের আনাগোনা
কেওবা ভাই, কেওবা বন্ধু, কেওবা বাবা অথবা স্তাবকের বেশে
আসলে রিপুর সুড় সুড়ির সুখ মেহনের তরে
আমার পুরুষ বৈশিষ্টের ওই গুন সমূহ সংকুচিত অবশেষে।
আমার ভালবাসার অনেক মুহূর্তই শুন্যে মিলিয়ে গ্যালো
নারী ওই মুহুর্তগুলো বিলিয়ে দিলো তার স্তাবক কুলের মাঝে
আমি আবির্ভূত হলাম শাসক, স্বামী, আধিপত্যবাদি কাপুরুষ রূপে।
হায়রে নারী! প্রেমের দেবী ভেবে আমি ভুল করেছিলাম, রঙের জৌলুষে
তাই তার চোখের দিকে তাকিয়ে দেখিনি।
"কোন নারীকে যদি তুমি ভালোবাসো
তবে তার চোখের দিকে তুমি তাকিও
কেননা চোখ হচ্ছে তার মনের আয়না" ।
১৮ ই এপ্রিল, ২০১৮ রাত ২:০০
সামাইশি বলেছেন: যাক নারী হয়েও আপনার সহমত পেলাম বলে সন্তুষ্টি অনুভব করছি। দাওয়াত দিয়ে তো জিভে জল এনে দিলেন। আপনার আন্তরিকতার জন্য অশেষ ধন্যবাদ।
২| ১৭ ই এপ্রিল, ২০১৮ সকাল ৯:৩২
চাঁদগাজী বলেছেন:
কবিতার শুরুটা সুন্দর ছিলো, বেশী লম্বা হয়ে গেছে
১৮ ই এপ্রিল, ২০১৮ রাত ২:০২
সামাইশি বলেছেন: আপনার দৃষ্টিভঙ্গির অনুধাবন করার চেষ্টা থাকবে আগামীতে। মন্তব্যের জন্য ধন্যবাদ।
৩| ১৭ ই এপ্রিল, ২০১৮ সকাল ৯:৪৪
রাজীব নুর বলেছেন: খুব সুন্দর।
১৮ ই এপ্রিল, ২০১৮ রাত ২:০৩
সামাইশি বলেছেন: অশেষ ধন্যবাদ।
৪| ১৭ ই এপ্রিল, ২০১৮ সকাল ১০:৫২
পদাতিক চৌধুরি বলেছেন: একটু বড় হয়েছে,তবে ভাল লাগলো।
শুভ কামনা রইল।
১৮ ই এপ্রিল, ২০১৮ রাত ২:০৪
সামাইশি বলেছেন: ভালো লেগেছে জেনে প্রীত হলাম। আন্তরিক ধন্যবাদ।
©somewhere in net ltd.
১|
১৭ ই এপ্রিল, ২০১৮ সকাল ৭:৫৪
দিবা রুমি বলেছেন:
"কোন নারীকে যদি তুমি ভালোবাস
তবে তার চোখের দিকে তাকিও
কেননা চোখ হচ্ছে তার মনের আয়না" __কবিতাংশ কার জানা নেই! তবে কবি একেবারে সত্য কথা বলে দিয়েছেন।
আপনার ব্যথিত মনে শান্তি আসুক..
কবিতা ভাল হয়েছে।
♥শুভ নববর্ষ ১৪২৫♥
এবারের বৈশাখে নিজের হাতে তৈরি পান্তা, ইলিশ ও সপ্তপদী ভর্তা নিয়ে এলাম সবার জন্য
আপনাকেও দাওয়াত
ইলিশ ভাজা
বেগুন ভাজা
ধনেপাতা ভর্তা