![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সময় বয়ে যায়, ক্ষয়ে যায় জীবন, মন, সৃষ্টি, ক্লেদের গ্লানি জমা হোল যত যথাপি ঝরে যায় বৃষ্টি।
অন্তর - বাহির।
আমারে যে আকার দিলো বিধাতায়
ধরার বুকে হাটিবার কালে দেখা যায়,
মাখন ছানা ননিতে নাদুস নুদুস হইলো তায়
বৃহদান্ত্র যদিও সবেরে রাখিবারে না চায়।
রসের তাড়নায় তথাপি সাইলো ভরিয়া পায়
মারামারি কাড়াকাড়িতে জাগে ভাব মানজাতুর আশায়,
সাথে করে নিয়ে বড় বপু ততোধিক রিপু হায়
যত্রতত্র ছিটায়ে নির্যাস নিষিদ্ধ যত কামনায়।
নোংরা গলি অথবা চেরির তলায় মখমলের বিছানায়
তথাপি কখনই আকারে দেখিতে পাইলোনা দয়িতায়,
যদিও অন্তরের ভিতরে গাথিয়া গিয়াছে সব আলপনায়
সুনিপুন অভিনয়ে চাপিয়া যাই যেমনে করে সবায়।
কে মোরে বলিবে লুম্পেন, ঢাল মোর যত মিথ্যায়
সাধ্যি কি কার চিড়িয়া দেখে অন্তরের সব কালিমায়,
জীবন চলার পথ যে দিন শেষ হইবে এই আঙ্গিনায়
পাপের বোঝা আর বইতে হইবে না আমার অন্তরায়।
২২ শে এপ্রিল, ২০১৮ রাত ১১:০২
সামাইশি বলেছেন: আপনাকে অন্তরের অন্ত:স্থল থেকে ধন্যবাদ।
২| ২২ শে এপ্রিল, ২০১৮ সকাল ৯:৩৭
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: সুন্দর কবিতা।
২২ শে এপ্রিল, ২০১৮ রাত ১১:০৩
সামাইশি বলেছেন: আপনাকে অন্তর থেকে ধন্যবাদ।
৩| ২২ শে এপ্রিল, ২০১৮ সকাল ১০:৫০
রাজীব নুর বলেছেন: খুব সুন্দর হয়েছে।
২২ শে এপ্রিল, ২০১৮ রাত ১১:০৩
সামাইশি বলেছেন: আপনাকে অন্তরের অন্ত:স্থল থেকে ধন্যবাদ।
©somewhere in net ltd.
১|
২২ শে এপ্রিল, ২০১৮ ভোর ৬:৪৭
সৈয়দ তাজুল বলেছেন: পদ্যটি ভাল লাগলো কবি!
প্লাস+++++