![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সময় বয়ে যায়, ক্ষয়ে যায় জীবন, মন, সৃষ্টি, ক্লেদের গ্লানি জমা হোল যত যথাপি ঝরে যায় বৃষ্টি।
লাগ ভেল্কি লাগ।
লাগ ভেল্কি লাগ,আম জনতার চোখে মুখে লাগ
বেয়াদপ শিশুরা সব রাস্তা থেকে ভাগ,
হীরক রাজার দেশে দ্যাখো ভেল্কি এবার
কেমন মজা দেখ বন্ধ পরিবহন কারবার।
মিছে কথা দেশে চালু ডিজিটাল সিসটেম
অাসলে তা তূঘলকি কর পোষ্ট মরটেম,
আমজনতা চূলায় যাক খমতায় থাকা চাই
খমতা গেলে গায়ের ছালের রক্ষা নাই।
চোখ থাকতেও অন্ধ তারা তাকাও না বিশ্ব পানে
নামই কেবল ফোর জি বোঝোনা মানে,
পৃথিবীটা এখন জেনো ছোট্ট গ্রামিন বিশ্ব
ঘরে বসেই এক খোচায় গোটা দূনিয়া স্বচ্ছ।
ছল চাতুরি করে পার পাবেনা আর
সময় এলে আমজনতা করে দেবে ছারখার,
মরতে মরতে মরনে ভয় নাই আরো কার
সকল মানুষ বের হলে পথ নাই পালাবার।
০৪ ঠা আগস্ট, ২০১৮ রাত ১১:৪৮
সামাইশি বলেছেন: ধন্যবাদ আপনাকে।
২| ০৪ ঠা আগস্ট, ২০১৮ সকাল ৮:১৯
ঈশ্বরকণা বলেছেন: সুন্দর হয়েছে কবিতা I
০৪ ঠা আগস্ট, ২০১৮ রাত ১১:৪৯
সামাইশি বলেছেন: ধন্যবাদ আপনাকে।
৩| ০৪ ঠা আগস্ট, ২০১৮ সকাল ৮:৫৭
বিদ্রোহী ভৃগু বলেছেন:
লাগ ভৈল্কি লাগ
চক্ষে মোখে লাগ
৪০ বছর পরে আবার
জাগ বাঙালী জাগ
লাগ ভেল্কি লাগ
++
০৪ ঠা আগস্ট, ২০১৮ রাত ১১:৫০
সামাইশি বলেছেন: ধন্যবাদ।
৪| ০৪ ঠা আগস্ট, ২০১৮ সকাল ৯:৫০
রাজীব নুর বলেছেন: সুন্দর কবিতা।
০৪ ঠা আগস্ট, ২০১৮ রাত ১১:৫০
সামাইশি বলেছেন: ধন্যবাদ আপনাকে।
৫| ০৪ ঠা আগস্ট, ২০১৮ সকাল ৯:৫৮
মলাসইলমুইনা বলেছেন: টাইমলি !
০৪ ঠা আগস্ট, ২০১৮ রাত ১১:৫১
সামাইশি বলেছেন: ধন্যবাদ।
৬| ০৪ ঠা আগস্ট, ২০১৮ সকাল ১০:২০
জগতারন বলেছেন:
দুর্নীতি অভায়াশ্রম শাজাহান খান, ওকে বিদায় করা ছাড়া হাছিনার আর কোন সৎ ও ভালো উপায় নাই।
শাজাহান খান এখন ডাইপার (diapers) ছাড়া আর কিছুই না।
শুধুই দুর্গন্ধ আর দুর্গন্ধ।
এই হারামীকে সরানো এখন সময়ের ব্যাপার মাত্র।
৭| ০৪ ঠা আগস্ট, ২০১৮ সকাল ১১:৪৪
স্রাঞ্জি সে বলেছেন:
কবিতায় মুগ্ধতা
০৪ ঠা আগস্ট, ২০১৮ রাত ১১:৫১
সামাইশি বলেছেন: ধন্যবাদ আপনাকে।
©somewhere in net ltd.
১|
০৪ ঠা আগস্ট, ২০১৮ সকাল ৮:১৫
মুনিরেভ সুপ্রকাশ বলেছেন: সুন্দর!