![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সময় বয়ে যায়, ক্ষয়ে যায় জীবন, মন, সৃষ্টি, ক্লেদের গ্লানি জমা হোল যত যথাপি ঝরে যায় বৃষ্টি।
প্রজার স্বর্গ।
সমবেত কিশোর কিশোরী ছাত্র ছাত্রী বৃন্দ
আমি বাংলাদেশ প্রজাতন্ত্রের স্বরাষ্ট্র উজির
আজ লজ্জায় অধ:বনত চিত্তে তোমাদের কাছে নিবেদন
বাংলায় পারদর্শী কেও আমাকে বলে দাও প্রজাতন্ত্রের অর্থ।
আমার মেরুদন্ডের কশুরেকার ঘাটতিতে আমি অন্ধ ছিলাম
প্রজাতন্ত্রের মানে আমি বুজতাম প্রজার উপর পুলিশ তন্ত্র,
মহান মোর রাজ্যে পুলিশ যা খুশি তাই করতে পারবে
"সবার উপরে পুলিশ সত্য তাহার উপরে নাই" তাই সাত খুন মাফ।
তাদের অর্পিত দায়িত্ব "ছিনতাই, ডাকাতি, চাঁদাবাজি, ঘুষ, ইয়াবা
চোরাচালান" সুচারু রূপে পালন,
"এমন দেশটি কোথায় খুঁজে পাবে নাকো কেও"
মোদের পুলিশের মত মহান যেও।
কিন্তু দূর অতীতের এক "গোয়ার" নেতা বঙ্গবন্ধু
আর অন্তর্জাল মিলে মিশে একাকার,
আর প্রজা সকলের জয় জয়কার
"ওদের সন্মান করে কথা বল"
আমি তোমাদের নিকট মাথা নত করে কথা দিচ্ছি
এখন থেকে রাজ্যের পেয়াদারা হবে সকল প্রজার বন্ধু,
সবার উপরে আইন সত্য তাহার উপরে নাই
দুর্নীতির হবে আস্তাকুড়ে ঠাঁই।
সমবেত ছাত্র ছাত্রী ভাই ও বোনেরা
এখানে আমার সহকর্মী পরিবহন নাজির ও উপস্থিত,
সমবেত সকল আমি স্বরাষ্ট্র উজিরের ন্যায় অন্ধ ছিলাম না
চক্ষু খুলিয়া হাটিয়া রাস্তা ঘাট পথে প্রান্তরে ঘুরিয়া বেড়াইয়াছি,
কিন্তু আমি বুজিতে পারি নাই ঘরে বসিয়াই সিস্টেম
কাজ করিতেছে কিনা দেখিতে হইতো।
এখন আমি বুজিতে পারিয়াছি আমার হাঁটা পন্ডশ্রম হইয়াছে
মনে করেছিলাম স্বাধীন দেশে যে যেমন খুশি তেমন পরিবহন চালাবে
নিয়ম কানুন আইন লাইসেন্সের আবার বালাই কি,
"ওসবের জন্য কি পাকিস্তানিদের কাছ থেকে স্বাধীন হয়েছি"।
কিন্তু আমি বোকার স্বর্গে বাশ করেছি
এদেশের লক্ষ কোটি কিশোর কিশোরী তোমরা
অনিয়মের নৃশংস মৃত্যতে মরতে মরতে কখন যে
বঙ্গবন্ধুর "খোকার" আদর্শ ধারণ করে একেকজন
ইস্পাত দৃঢ় বঙ্গবন্ধু হয়ে উঠেছো।
আমরা তোমাদের কাছে করজোরে ক্ষমা প্রার্থনা করছি
আমরা আর মেরুদন্ডহীন হয়ে দায়িত্ব পালন করবোনা,
তোমরা আমাদের শৃঙ্খলার যে পথ দেখিয়েছো
আমরা সর্বোচ্চ চেষ্টা করে তা পালন করবো।
এই আঠারোতে হায় যদি পেতো মোর দেশ হ্যামিলনের বাঁশিওয়ালা
ফাঁসিয়া গিয়াছে উজির নাজির, কৈশোরের গভীর আবেগের বেলা।
অতি আবেগের মত্ততা বয়ে আনে নিজ নিজ দুর্ভোগ
আদর সোহাগে শাসনে ক্ষোভ অভিমান শেষে জলযোগ ,
এখুনি কেচে গণ্ডুষ করিয়া দেখো রাজন্য বর্গ
ক্ষোভের কারণ সকল ঘুচিয়ে গড়ে তোল প্রজার স্বর্গ।
০৪/০৮/২০১৮ইং
০৭ ই আগস্ট, ২০১৮ ভোর ৫:১৪
সামাইশি বলেছেন: রূপক অর্থে।
২| ০৫ ই আগস্ট, ২০১৮ সকাল ১১:২৬
রাজীব নুর বলেছেন: মনোমুগ্ধকর।
০৭ ই আগস্ট, ২০১৮ ভোর ৫:১৫
সামাইশি বলেছেন: আপনাকে অশেষ ধন্যবাদ।
৩| ০৫ ই আগস্ট, ২০১৮ সকাল ১১:২৬
বিদ্রোহী ভৃগু বলেছেন:
প্রজাতন্ত্রের অর্থ শেখাবে
কোথা সেই পন্ডিত
সকলেই গায় স্তুতি
গায় অন্ধ স্তাবক গীত!!
ভাল লাগল কবিতা!
+++
০৭ ই আগস্ট, ২০১৮ ভোর ৫:১৬
সামাইশি বলেছেন: অসংখ্য ধন্যবাদ।
©somewhere in net ltd.
১|
০৫ ই আগস্ট, ২০১৮ সকাল ১১:২৩
মোঃ ফখরুল ইসলাম ফখরুল বলেছেন: স্বর্গ