![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সময় বয়ে যায়, ক্ষয়ে যায় জীবন, মন, সৃষ্টি, ক্লেদের গ্লানি জমা হোল যত যথাপি ঝরে যায় বৃষ্টি।
উপরে স্থান খালি নাই হে শয়তান।
"হে রব আপনি আমাকে আগুন থেকে বানিয়েছন
আর আদমকে গন্ধযুক্ত কর্দমের শুস্ক ঠনঠনা মাটি থেকে,
আমি তাকে সেজদা করবোনা।
যাও তুমি বিতাড়িত হও এখন থেকে,
আমি আপনার বান্দাদেরকে পথভষ্ট্র করবোই
আপনি আমাকে অবকাশ দিন,
যাও তুমি অবকাশপ্রাপ্তদের অন্তর্ভুক্ত হলে" !
হে রব আমি আপনার বান্দাদেরকে
ডানে বামে সামনে পিছনে থেকে আক্রমণ করবো
তাদেরকে অনবরত বিভ্রান্ত করতেই থাকবো।
"হে আল্লাহ বিতাড়িত শয়তান থেকে আমাদের রক্ষা কর"
শয়তানে বেষ্টনী থেকে বের হওয়া বড়ই কষ্টকর,
আপনি তাকে অবকাশ দিয়েছে যে!
হে আমার বান্দারা, বিনীত ও বিশুদ্ধ চিত্তে
তোমরা আমাকে স্মরণ কর,
সাহায্য তোমাদের সন্নিকটে
নিশ্চয়ই আমি সত্কর্মপরায়নদের কর্মফল দিয়া থাকি।
কিন্তু শয়তান তো প্রতিনিয়ত সব রূপেই প্রতিস্থাপিত হয়
তাকে কি করে কলব থেকে বিতাড়িত করবো,
চিন্তা করোনা তোমরা
তোমাদের জন্য আমি উপরের উর্ধাকাশে
আমার আরশ খোলা রেখেছি
তাই তোমরাই জয়ী হবেই।
কেননা উপরে, ঊর্ধ্বলোকে শয়তানের স্থান নেই
অতএব উপরে স্থান খালি নেই হে শয়তান।
০৪ ঠা অক্টোবর, ২০১৮ ভোর ৬:৫০
সামাইশি বলেছেন: আপনাকে আন্তরিক ধন্যবাদ ও শুভ কামনা।
২| ০৪ ঠা অক্টোবর, ২০১৮ সকাল ৮:৪৩
বিদ্রোহী ভৃগু বলেছেন: দারুন হয়েছে ভায়া
উত্তম বাক্য তাঁরই জন্য যে সত্যানুসন্ধান করে
যে মুক্তি চায়
যে বাঁচতে চায়
যে পথসন্ধানী
+++
০৫ ই অক্টোবর, ২০১৮ সকাল ৭:৩৩
সামাইশি বলেছেন: আপনাকে অন্তরের অন্ত:স্থল থেকে মোবারকবাদ।
৩| ০৪ ঠা অক্টোবর, ২০১৮ সকাল ৮:৪৩
আকিব হাসান জাভেদ বলেছেন: শয়তানের কোন প্রাপ্তি নেই যদি আমার নেক চিন্তা থাকে । সুন্দর কাব্য উপস্থাপনা । ভালো লাগলো ।
০৫ ই অক্টোবর, ২০১৮ সকাল ৭:৩৫
সামাইশি বলেছেন: আপনাকে আন্তরিক ধন্যবাদ। আর হ্যা আপনি একদম ঠিক বলেছেন।
৪| ০৪ ঠা অক্টোবর, ২০১৮ সকাল ৯:২০
রাজীব নুর বলেছেন: বাহ!!!
ভালো কবিতা।
০৫ ই অক্টোবর, ২০১৮ সকাল ৭:৩৫
সামাইশি বলেছেন: ভালোবাসা আপনাকে।
৫| ০৪ ঠা অক্টোবর, ২০১৮ সকাল ৯:২৮
কানিজ রিনা বলেছেন: অসাধারন, শিরোনামটা ভাল হয়েছে ধন্যবাদ।
০৫ ই অক্টোবর, ২০১৮ সকাল ৭:৩৬
সামাইশি বলেছেন: আন্তরিক ধন্যবাদ, শুভেচ্ছা ও শুভ কামনা।
©somewhere in net ltd.
১|
০৪ ঠা অক্টোবর, ২০১৮ ভোর ৬:৪৮
তোমার জন্য মিনতি বলেছেন: বাহ!'সুন্দর লিখেছেন কবিতা , ভালো লাগলো