নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

উননুর

সামাইশি

সময় বয়ে যায়, ক্ষয়ে যায় জীবন, মন, সৃষ্টি, ক্লেদের গ্লানি জমা হোল যত যথাপি ঝরে যায় বৃষ্টি।

সামাইশি › বিস্তারিত পোস্টঃ

মন কান্দে।

১০ ই অক্টোবর, ২০১৮ সকাল ৭:২১




মন কান্দে।

বাসার পাশে ম্যাপল গাছে রোজ সকাল সন্ধ্যায়
পাখিরে তুই কেন ডাকিস কি তোর মনের খাচায়?
নাম না জানা পাখি ওরে বড় সাধ তোরে দেখি
বড় মিষ্টি মধুর স্বর তোর হয়তোবা ম্যাগপি!

পাখিরে তুই দখিনা বাতাসে করিস কি বিচরণ?
মোহিনী স্বরে ছড়িয়ে দিতি যদি আমার বিষাদ সমীরণ!
সময় পেলে পাখি যেও নদীর মোহনায় ওরে
সফেন উর্মিমালায় দ্যাখো খোজ করে কি কেও মোরে?

অচিন দেশে অচিন আকাশ মন খা খা করে
টিনের চালে হেথায় কভু বারিধা না ঝরে,
রাখল বালক কোথায় বাজায় বাশি মহিষের পিঠে?
পূবালী বাতাসে হেথা মাঝি আসে নাকো নাইওর নিতে।

বৃথাই হেথা খুঁজে মরি রুপালি নদী জল টলমল
আহা! পাকা আমের মধুর স্বৃতি চোখ করে ছলছল,
তোমার ডাকে মোর বাংলা গ্রাম মনের মধ্যে ভাসে
তুমি আমার দোয়েল সোনা অচিন পরিবেশে।

মন্তব্য ১০ টি রেটিং +১/-০

মন্তব্য (১০) মন্তব্য লিখুন

১| ১০ ই অক্টোবর, ২০১৮ সকাল ৭:৩১

চাঙ্কু বলেছেন: ছবিগুলো সুন্দর আছে!

১২ ই অক্টোবর, ২০১৮ ভোর ৫:০৬

সামাইশি বলেছেন: . ধন্যবাদ।

২| ১০ ই অক্টোবর, ২০১৮ সকাল ৮:৩২

আকিব হাসান জাভেদ বলেছেন: কবিতায় মুগ্ধতা । সুন্দর কবিতা ।

১২ ই অক্টোবর, ২০১৮ ভোর ৫:০৭

সামাইশি বলেছেন: আপনাকে আন্তরিক ধন্যবাদ ও শুভ কামনা।

৩| ১০ ই অক্টোবর, ২০১৮ সকাল ৯:২৩

রাজীব নুর বলেছেন:
মনোমুগ্ধকর।

১২ ই অক্টোবর, ২০১৮ ভোর ৫:০৮

সামাইশি বলেছেন: আপনাকে আন্তরিক ধন্যবাদ।

৪| ১০ ই অক্টোবর, ২০১৮ সকাল ৯:৩২

সাদা মনের মানুষ বলেছেন: ছবিতা আর কবিতা জাক্কাস অইছে :)

১২ ই অক্টোবর, ২০১৮ ভোর ৫:০৮

সামাইশি বলেছেন: আন্তরিক ধন্যবাদ ও শুভ কামনা।

৫| ১০ ই অক্টোবর, ২০১৮ সকাল ১০:৪৬

পদাতিক চৌধুরি বলেছেন: সুন্দর কথামালা। মন সত্যিই কেন্দে গেছে।

শুভেচ্ছা নিয়েন কবিভাই।

১২ ই অক্টোবর, ২০১৮ ভোর ৫:০৯

সামাইশি বলেছেন: হৃদয় নিংড়ানো ভালোবাসা ও শুভকামনা।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.