নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

উননুর

সামাইশি

সময় বয়ে যায়, ক্ষয়ে যায় জীবন, মন, সৃষ্টি, ক্লেদের গ্লানি জমা হোল যত যথাপি ঝরে যায় বৃষ্টি।

সামাইশি › বিস্তারিত পোস্টঃ

কবি হতে চাই।

১৪ ই অক্টোবর, ২০১৮ সকাল ৭:১২




কবি হতে চাই।

আজকাল আর কবিতা লেখা হয়না
কেউ আর বলে না লেখাটা হৃদয়গ্রাহী,
আশে পাশে কোনো ঘটনা নেই বলে
ঘটলেও তা নিজের করে নিতে পারিনা।

অথচ এক সময় ছিলো যখন
অনায়াসে পাশের ঘটনা নিজের করে নিতাম,
বড়ই সহজ নিখুত বর্ণনায়
কেননা কেবল দেখে দেখে লেখার পারদর্শিতা।

ব্রেইন স্ট্রর্ মিং তা তাহলে হচ্ছে না ঠিক মত
না ভুল হলো, ব্রেইন টা ছিলো
স্ট্রর্ মিং টা ছিলো না কোনো কালে।

কিন্তু আমারতো কবি হওয়ার প্রচন্ড ইচ্ছা
এবং এ যাবত তো লিখেছি ও ভূড়ি ভূড়ি।

যদি ও মুচির ন্যায় শল্যবিদ
কোত্থেকে উড়ে আসলো ডকটর গার্স্ট।

এখন লিখতে গেলেই কাপুনি আসে
কিছু কিছু লেখা হয়েও যায়,
তা দেখে নিজের ই বমি এসে যায়
লজ্জায়, পাঠকেরা চোখ উল্টায় নীরবে
তবে কি আমি কবি হতে পারবনা!

মন্তব্য ১৪ টি রেটিং +০/-০

মন্তব্য (১৪) মন্তব্য লিখুন

১| ১৪ ই অক্টোবর, ২০১৮ সকাল ৮:৩০

বলেছেন: আপনি জাত কবি।
শুভ কামনা

১৫ ই অক্টোবর, ২০১৮ ভোর ৫:৫২

সামাইশি বলেছেন: হৃদয় নিংড়ানো ভালোবাসা। আপনাকেও শুভ কামনা।

২| ১৪ ই অক্টোবর, ২০১৮ সকাল ৮:৩৬

রাজীব নুর বলেছেন: আমি কবি হতে চাই না।

১৫ ই অক্টোবর, ২০১৮ ভোর ৫:৫৪

সামাইশি বলেছেন: কেও আমাকে কবি বলুক তা আমি চাইনা। তবে লিখতে চাই অনবরত। ধন্যবাদ।

৩| ১৪ ই অক্টোবর, ২০১৮ সকাল ১১:৫৯

কিরমানী লিটন বলেছেন: আপনি কবিই ...
নান্দনিক চাওয়ার জয় হোক ।

১৫ ই অক্টোবর, ২০১৮ ভোর ৬:০৩

সামাইশি বলেছেন: আন্তরিক ভালোবাসা ও শুভ কামনা।

৪| ১৪ ই অক্টোবর, ২০১৮ দুপুর ১:০৪

বাকপ্রবাস বলেছেন: আসে - আশে (টাইপু মনে হয়)

আপনার কবিতা ভাল লেগেছে, সুন্দর। বিনয় আছে লেখায়, নিজেকে তুচ্ছ করে ঠিকই উচ্চাঙ্গে জায়গা দখল করার কবিতা এটা হা হা হা

১৫ ই অক্টোবর, ২০১৮ ভোর ৬:০৫

সামাইশি বলেছেন: আপনাকে অসংখ্য ধন্যবাদ ও শুভ কামনা। সংশোধন করে নিয়েছি।

৫| ১৪ ই অক্টোবর, ২০১৮ দুপুর ১:৩১

আকিব হাসান জাভেদ বলেছেন: আকাশ, বাতাস, সাগর , নদী , প্রেম , ভালোবাসা , ছ্যাকা কবিদের কবিতার উৎস । আপনি আগে থেকেই নামজাত কবি । শুধু ভাবটা প্রকাশ করেন না ।
সুন্দর কবিতা । ভালো লাগলো ।

১৫ ই অক্টোবর, ২০১৮ ভোর ৬:১০

সামাইশি বলেছেন: আপনার সাথে পুরো সহমত লেখনীর উত্সের ব্যাপারে। ভালো থাকুন, সুস্থ থাকুন ও সুন্দর থাকুন এই কামনা করি।

৬| ১৪ ই অক্টোবর, ২০১৮ বিকাল ৫:৫১

সাইন বোর্ড বলেছেন: সাধনার কোন বিকল্প নাই ।

১৫ ই অক্টোবর, ২০১৮ ভোর ৬:১৫

সামাইশি বলেছেন: জানার কোন শেষ নাই জানার চেষ্টা বৃথা তাই, হা.................................হা...........................................হা..............................................
ভালো থাকবেন।

৭| ১৪ ই অক্টোবর, ২০১৮ সন্ধ্যা ৬:২০

ব্লগার_প্রান্ত বলেছেন: ৫০ বছর কবিতা লেখা শেষ করে জানাইয়েন

১৫ ই অক্টোবর, ২০১৮ ভোর ৬:১৮

সামাইশি বলেছেন: আলহামদুলিল্লাহ। ততদিনে নিশ্চয়ই কবরে থাকবো আল্লাহ চাহেতো। আমার কবরে গিয়ে একটু দোআ করবেন প্লিজ।
ধন্যবাদ নিবেন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.