![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সময় বয়ে যায়, ক্ষয়ে যায় জীবন, মন, সৃষ্টি, ক্লেদের গ্লানি জমা হোল যত যথাপি ঝরে যায় বৃষ্টি।
সূর্যস্নান।
আবার অঝোরে বৃষ্টি ভিজিয়ে দিল মোর তান।
অথচ আমি সুর্যস্নানে লয় বাধতে চাইছিলাম।
মনের অলিন্দে, আমার জীবন আয়নায়
আমার তার ছেড়া হৃদ মাজারে, আমি জানিনা
বৃষ্টির রাগে হৃদয়ের ভৈরবী কল্যানের বেসুর
সুর খুঁজে পাবে কি না!
কনিষ্ঠা, অনামিকায় তাল মেলাতে পারিনা
এলোমেলো হয়ে যায় জীবন তারের ঝংকার।
অথৈ বৃষ্টিই কি আমার সারা জীবন ভাসিয়ে দিল!
রাশি রাশি সুর্যের আলো আমার জীবন থেকে কেড়ে নিয়ে,
আমি কি ঈশ্বর কর্তৃক অভিশপ্ত!
আমিতো আমার স্বত্তায় উদ্ভাসিত হতে চাই,
কিন্তু বৃষ্টিই কি তাতে বাগড়া দিয়ে যাচ্ছে!
হয়তোবা তাই, হয়তোবা না বৃষ্টির শৃঙ্গারে
ঘন কালো আধারে ছেয়ে যাওয়া আমার পৃথিবী,
আমার স্বপ্ন গুলোকে মিলিয়ে দিচ্ছে।
একটার পর একটা স্বপ্ন সাজিয়ে,
যে জীবন আমি গড়তে চেয়েছিলাম।
২৫ শে অক্টোবর, ২০১৮ রাত ১০:৪৯
সামাইশি বলেছেন: আপনার মন্তব্যে আমিই তো গোলক ধাঁধায় পড়ে গেলাম। আন্তরিক ধন্যবাদ।
২| ২৫ শে অক্টোবর, ২০১৮ সকাল ৮:৫৮
সুলতানা শিরীন সাজি বলেছেন: সূর্য স্নান এর প্রত্যাশা সবারই থাকে।
তবে বৃষ্টিস্নাত হতে কখনো কখনো তার চেয়েও বেশি ভালো লাগে।।।
আমাদের সবার চাওয়ার নিজস্বতা থাকে বলেই এমন সব লেখার জন্ম হয়।
শুভেচ্ছা রইলো।
২৫ শে অক্টোবর, ২০১৮ রাত ১০:৫১
সামাইশি বলেছেন: একদম ঠিক বলেছেন। মানুষের মন বড় বিচিত্র, কার যে কি ভালো লাগে। ধন্যবাদ ও শুভ কামনা।
৩| ২৫ শে অক্টোবর, ২০১৮ সকাল ৯:০০
হাবিব বলেছেন: "আমি তো আমার সত্তায় উদ্ভাসিত হতে চাই,
কিন্তু বৃষ্টি কি তাতে বাগরা দিয়ে যাচ্ছে।"
ভালো লাগলো কবিতা++
২৫ শে অক্টোবর, ২০১৮ রাত ১০:৫১
সামাইশি বলেছেন: আন্তরিক ধন্যবাদ।
৪| ২৫ শে অক্টোবর, ২০১৮ সকাল ১০:১৪
মাহবুবুল আজাদ বলেছেন: চমৎকার লেখা ।
২৫ শে অক্টোবর, ২০১৮ রাত ১০:৫২
সামাইশি বলেছেন: হৃদয় নিংড়ানো ধন্যবাদ।
৫| ২৫ শে অক্টোবর, ২০১৮ সকাল ১০:২৯
বিজন রয় বলেছেন: গুরু, সূর্যস্নান শব্দটি একসাথে হবে না?
২৫ শে অক্টোবর, ২০১৮ রাত ১০:৫২
সামাইশি বলেছেন: ঠিক করে নিয়েছি দাদা।অসংখ্য ধন্যবাদ।
©somewhere in net ltd.
১|
২৫ শে অক্টোবর, ২০১৮ সকাল ৭:৫২
রাজীব নুর বলেছেন: গোলক ধাঁধাঁর মত নয় তার চাইতেও কঠিন কিছু,
এ যেন এক রহস্যের শুরু কিন্তু যার কোন শেষ নেই ...