![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সময় বয়ে যায়, ক্ষয়ে যায় জীবন, মন, সৃষ্টি, ক্লেদের গ্লানি জমা হোল যত যথাপি ঝরে যায় বৃষ্টি।
গান: গীতিকার মোকাই
দেহের মধ্যে মন খান
নিদয়া নিঠুর ও পাষান
দেহ বলে মন বলেনা
না বলেনা। ..........
আমি নীরবে করি প্রার্থনা
তবুও দেহ মন মিলেনা
তখন কি যে যন্ত্রনা
রে যন্ত্রনা। .............
মন খোঁজে মনের মতন
মনে মনে হয় আকর্ষণ
ভুলিতে চাইলেও কভু ভুলেনা
না ভুলেনা। ..............
আমি কি করি বলোনা
আর যে ভালো লাগেনা
পারিনা করিতে ছলনা
রে ছলনা। ................
তবু ও আছি আশায় বসে
যদি মনের মধ্যে মন আসে
তখন কি তারে পাবোনা
কি পাবোনা। ..............
(ভাবান্তর)
২| ২৮ শে অক্টোবর, ২০১৮ সকাল ৭:৩৪
সামাইশি বলেছেন: Thank You Very Much
©somewhere in net ltd.
১|
২৬ শে অক্টোবর, ২০১৮ দুপুর ১:৩৩
রাজীব নুর বলেছেন: খুব সুন্দর।