নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

উননুর

সামাইশি

সময় বয়ে যায়, ক্ষয়ে যায় জীবন, মন, সৃষ্টি, ক্লেদের গ্লানি জমা হোল যত যথাপি ঝরে যায় বৃষ্টি।

সামাইশি › বিস্তারিত পোস্টঃ

খামোশ।

১৫ ই ডিসেম্বর, ২০১৮ সকাল ৯:১৯




খামোশ। (লেখাটি বাংলা ভাষার পবিত্র সংস্করণ "পাকে কামেল " এ লিখিত)

খামোশ জোয়ান লাড়কা বাংলাদেশ
কিতনা পয়সা খ্যায়া
লাখো শহীদছে, মিরপুরকা গোরছে,
বেত্তমিজ পাকিস্তানছে আগে বাড়তে চাহো
বহুত বাড় গিয়া তুম লোগোনে পাকিস্তানছে।

নাউযুবিল্লাহ পাকিস্তানছে আবাদি কমা দিয়া
"মালাউনকা" মদদছে ফ্যামিলি প্লানিং কিয়া
ক্যায়ছে ক্যায়ছে জিডিপি হর বরস ৭/৭.৫ কিয়া
বেত্তমিজ বাঙালি ইতনা তাগদ ক্যায়ছে?
ক্যায়ছে হর সোশ্যাল ইনডেক্স পে আগে বাঙালি
রিজার্ভ পাকিস্তানছে বহুত জ্যায়দা
আওর এক্সপোর্ট ভি বহুত আগে পেয়ারা পাকিস্তানছে
বাঙাল মুলুককা এক টাকা মে পাকিস্তানী দো রুপাইয়া মিলতে হ্যায়।

হায় হায় মর যাউঙ্গা ম্যায়
বহুত ভুল কিয়া পাকিস্তানছে আলাগ হো কার
আওর আগে মাত বাড়ো।

আও মেরে পেয়ারে জামাতি বদরী রাজাকারি শামসী
আও এক সাথ মেরে সাথ
তোম লোগ, জো লোগকো মারা চৌদা ডিসেম্বরমে
গোরমে উস লোককো দিল ঠান্ডা করকে আও চালি।

কৌন বলা বাঙাল পাকিস্তানছে আগে হ্যায়
পেয়ারা পাকিস্তান মুলুককা জান্নাত হ্যায়
ম্যায় "মামুন খান্না" (মান্না) বোল রাহা হু।
শালা গাধে আদমি সব গাধে কি জ্যায়ছে মরা
পাকিস্তানী রুপাইয়া ঘাকে চৌদা ডিসেম্বরমে
বলতে হ্যায় ম্যায় "গোবর কন্দ হায় " (গয়েশ্বর চন্দ)
আর তুম লগ সব গাধে, গাধে কি তরফ
উস লোককো গোর পে মাতম করতে হো।

বহুত হো গিয়া আর নেহি থামো আভি
ফের পাকিস্তান মানায়ঙে হাম লোগ
আইয়ুব কে ভাই ইয়াহিয়াকা মামু টিক্কা কা জানি দোস্ত নিয়াজীকে সিপাহী
হাম লোগকো ডর দেখাতা হো।

ক্যায়া নাম হ্যায় তোমহারা বাতাও
যব পাকিস্তান হো জায়েঙ্গে
তোমকো ফাঁসিপে চড়াউঙ্গা।

জানতে হো মেরে আঙ্গুলি পে
তুমহারা মুলুককা আইন বানায়া ম্যায়নে
বেশরম কাহিকা।

হে তিরিশ লক্ষ্য শহীদ ধর্ষিতা মা বোন জাহানারা ইমাম
শহীদ রুমি বীর শ্রেষ্ঠর দল
তোমরা আমাদের অর্থ দাও পয়সা দাও
তোমাদের হন্তারকের দোসরদের আমরা প্রশ্ন করবো
বাংলা মায়ের সম্ভ্রম নষ্টকারী মুক্তিযুদ্ধের পরাজিত শক্তি
হায়নাদের দোসরদের সাথে কেন কি তাদের আঁতাত
স্বাধীনতার জন্য স্বাধীন দেশের জন্য এত মূল্য চুকিয়েও
আজ পঞ্চাশ বছর পরে ঠুনকো পয়সা লাগে
পরাজিত শক্তির সাথে কেন আঁতাত প্রশ্ন করতে।

শহীদের রক্তে নয় মা বোনের ধর্ষণের বিনিময়ে নয় বুকের তাজা রক্তে নয়
"পয়সা দিয়ে মোরা দেশ স্বাধীন করেছি" ধিক তোদের জ্ঞান পাপীদের
নব্য পাকিস্তানী দোসরদের।

হে তরুণ হে নবীন হে জোয়ান বাংলাদেশ
তোমাদের নাই কোন ভয়
একাত্তরেই পাকি হায়েনা ও তার দোসরদের করেছি জয়
কালের সন্ধি:ক্ষনে মুক্তিযুদ্ধের আরেক রূপ
তোমরা মাথা নোয়াবার নয়
"আল্লার ওয়াস্তে হামকো পাকিস্তান নেহি বাংলাদেশ বানা দো
( ইয়ে হামারা নেহি পাকিস্তানী কা বাত হ্যায় )
বাংলাদেশের উন্নতি সমৃদ্ধির নাহি নাহি ক্ষয়।

আইয়ুবী ভুট্টো টিক্কা নিয়াজী ঠ্যাডা মালেইক্কা খামোশি
আমাদের দাবায়ে রাখতে পারেনি
নব্য কামালী খামোশি ও
আমাদের দাবায়ে রাখতে পারবেনা ইনশাল্লাহ।

স্বাধীনতার পঞ্চাশ বছর পরে প্রিয় বাংলায় মুক্তিযুদ্ধের রূপ ভিন্ন রূপে উপস্থিত। যাদেরকে আমরা একাত্তুরে হারিয়েছি, তারা
৭৫-৯৫ এ অবৈধ বংশ বিস্তার করে দলে ভারী হয়েছে অপ্রিয় সত্য। হে নতুন তরুণ নবীন সুবর্ণ সুযোগ তোমাদের সামনে
আরেক মুক্তিযুদ্ধের ভোট যুদ্ধ রূপে। তোমাদের ভোটের হাতিয়ার গর্জে উঠুক ভোট কেন্দ্রে গিয়ে, বঙ্গবন্ধুর নৌকা মার্কায় ভোট দিয়ে।

১৪/১২/২০১৮ইং.

মন্তব্য ১৩ টি রেটিং +২/-০

মন্তব্য (১৩) মন্তব্য লিখুন

১| ১৫ ই ডিসেম্বর, ২০১৮ সকাল ৯:৫২

পবিত্র হোসাইন বলেছেন: শ্রদ্ধা সকল শহীদদের প্রতি ।

১৭ ই ডিসেম্বর, ২০১৮ ভোর ৬:৩৪

সামাইশি বলেছেন: আপনাকে আন্তরিক ধন্যবাদ ও শুভেচ্ছা।

২| ১৫ ই ডিসেম্বর, ২০১৮ সকাল ৯:৫২

রাজীব নুর বলেছেন: অনেক আগাছা পরগাছারা মুক্তিযুদ্ধের অর্জনটাকে খেয়ে ফেলেছে। এ মুহূর্তে তরুণ প্রজন্মের জন্য মুক্তিযুদ্ধের চেতনা কী? এ মুহূর্তে তরুণ প্রজন্মের জন্য মুক্তিযুদ্ধের চেতনা মোটা দাগে দুটি- শিক্ষা ও অর্থনৈতিক উন্নতির ভেতর দিয়ে দেশ ও সমাজকে এগিয়ে নেয়া। স্বাধীনতা, মুক্তিযুদ্ধ, মুক্তিযোদ্ধা নিয়ে তাই বর্তমান প্রজন্মের কোন ভালোবাসা নেই, লোক দেখানো কিছু ছাড়া।

১৭ ই ডিসেম্বর, ২০১৮ ভোর ৬:৪৩

সামাইশি বলেছেন: আপনার মন্তব্যটি স্ববিরোধী। আমাদের নিজেদের জানতে হবে চিনতে হবে। মন্তব্যটি দ্বারা মন্তব্যকারী কিরূপ পরিবেশে বেড়ে উঠেছেন তার আঁচ পাওয়া যায়। স্বাধীনতা, মুক্তিযুদ্ধ, মুক্তিযোদ্ধাকে ভালোবেসেই শিক্ষা ও অর্থনৈতিক উন্নতির ভেতর দিয়ে দেশ ও সমাজকে এগিয়ে নেয়া যাবে। অন্যথায় পাকিস্তানের পরিণতি বহন করতে হবে। মন্তব্যের শেষের বাক্যটি হঠকারী। দেশপ্রেমের নূন্যতম ও প্রকাশ নেই.শুভ বুদ্ধির উদয় হউক.শুভ কামনা।

৩| ১৫ ই ডিসেম্বর, ২০১৮ সকাল ১০:৫৫

স্বামী বিশুদ্ধানন্দ বলেছেন: বর্তমানে রাজনৈতিক মঞ্চে বিএনপি আওয়ামী নট নটীদের যে নাটক চলছে তা হালুয়ারুটির জন্য কামড়াকামড়ি ছাড়া আর কিছুই নয় | আর মুক্তিযুদ্ধকে আমরা এখন পণ্য বানিয়ে ফেলেছি, নিজের স্বার্থ উদ্ধারের জন্য অনেকেই মুক্তিযুদ্ধের মায়াকন্যা করে দেশোদ্ধার করে ফেলছে | খুঁজে দেখলে তার চৌদ্দ পুরুষেও একজন প্রকৃত মুক্তিযোদ্ধা খুঁজে পাওয়া যাবে না | কেউ যদি দেশকে যদি সত্যি ভালোবাসে তবে সে আর যাই হোক সম্পদ লুটে, দুর্নীতি করে দেশের জনসাধারণের চরম দুঃখের কারণ হতে পারে না |

১৭ ই ডিসেম্বর, ২০১৮ ভোর ৬:৪৫

সামাইশি বলেছেন: এ ধরণের মন্তব্য চরম সুবিধাবাদের পরিচায়ক।

৪| ১৫ ই ডিসেম্বর, ২০১৮ সকাল ১১:৫৮

রাফা বলেছেন: রিভার্স গেম খেলতেছে জনৈক ব্লগার ,সব পোষ্টে একই কমেন্ট।বাশের কেল্লা আর সোনার বাংলা ব্লগের প্রোডাক্ট মনে হয়।এদেরকে কিন্তু শুধুই গদাম দিতে হয়।

ধন্যবাদ,সামাইশি।

১৭ ই ডিসেম্বর, ২০১৮ ভোর ৬:৪৬

সামাইশি বলেছেন: আপনাকেও ধন্যবাদ।

৫| ১৫ ই ডিসেম্বর, ২০১৮ দুপুর ১২:২৪

স্বপ্নের শঙ্খচিল বলেছেন: হে নতুন তরুণ নবীন সুবর্ণ সুযোগ তোমাদের সামনে আরেক মুক্তিযুদ্ধের ভোট যুদ্ধ
...................................................................................................................
জীবন যুদ্দে বাধা আসবে, তারপরও এগিয়ে যেতে হবে নতুন প্রজন্ম কে ।

১৭ ই ডিসেম্বর, ২০১৮ ভোর ৬:৪৮

সামাইশি বলেছেন: আপনার সাথে সম্পূর্ণ সহমত। শুভ কামনা রইলো।

৬| ১৫ ই ডিসেম্বর, ২০১৮ দুপুর ১২:৩৯

গন বলেছেন: মুক্তিযুদ্ধ মানে বিনা ভোটে যাওয়াকে সমর্থনের বিষয় হতে পারে না। মুক্তিযুদ্ধ মানে মানুষ গুম করার কোন ক্ষমতা হতে পারে না। মুক্তিযুদ্ধ মানে মানুষকে কথা বলতে না দেওয়ার বিষয় না। মুক্তিযুদ্ধ মানে একটি দলকে সমর্থন না করার কারনে রাজাকার গালি দেওয়ার বৈধ কোন লাইসেন্স না। মুক্তিযুদ্ধ মানে আদালতকে দখল করা না। কিংবা বিচারপতিকে দেশ ছাড়া করার কোন বিষয় না।

১৭ ই ডিসেম্বর, ২০১৮ সকাল ৭:২৪

সামাইশি বলেছেন: আপনার মন্তব্যটি কালের ঘটনাচক্রের পরবর্তী ঘাত প্রতিঘাত কে প্রতিভাত করে। ধরেন একজন পুরুষ ও মহিলা বিয়ে করে
সংসার শুরু করার পরে জীবনের চলমান ঘটনা প্রবাহ। সবই কিন্তু মসৃন গতিতে চলবে তা কিন্তু নয়। তাই বলে বিয়ে
সন্তান সন্তদি প্রতিভাত সত্য। অর্থাত কোন কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে গেলে কি অস্বীকার করা যাবে তারা বিয়ে করেনি
সন্তান সন্তদি আকাশ থেকে পড়েছে এবং পরিবারটির সামনে এগিয়ে যাওয়া বন্ধ। বিষয়টি অনেকটা cause and
effect এর মতো। মুক্তিযুদ্ধের পর আমরা effect এর মধ্যে দিয়ে যাচ্ছি।
আপনার মন্তব্যটির উত্তর অনেক বড় পরিসরে দেয়ার দাবি রাখে। কিন্তু সীমাবদ্ধতার (সময়) কারণে সংক্ষেপে দিতে হচ্ছে।
আপনি যা উল্লেখ করেছেন তার চেয়ে ভয়াবহ যুগ আমরা পার করে এসেছি। ৭৫ এর পট পরিবর্তনের পর সামরিক শাসক
জিয়াউর রহমান কত হাজার হাজার সৈনিক কে কয়েক মিনিটের কলমের খোঁচায় ফাঁসিতে ঝুলিয়েছে ক্ষমতায় টিকে থাকার জন্য।
আপনি জানেনকি জিয়াউর রহমানের সময় ১৯ বার অভুথ্যানের চেষ্টা হয়েছে উত্খাতের জন্য এবং প্রতিবারই কত শত
লোকর প্রাণ হরণ করা হয়েছে। বর্তমানের আপনার কথিত উদাহরণ সমূহ জিয়ার সূচনার ধারাবাহিক পরিণতি। আপনি যা বলেছেন তা আমি অস্বীকার করবোনা তবে ধীরে ধীরে আমরা একটা গণতান্ত্রিক রাজনৈতিক স্থিতিশীলতার দিকে ক্রমান্বয়ে ধাবিত হচ্ছি যা অনেক আগেই হওয়া উচিত ছিল সময়ের হিসেবে বিশ /পঁচিশ বছর।
কিন্তু ৭৫ এর হত্যাযজ্ঞের রাজনীতি শুরু হওয়ার কারণে দ্বিগুন পঞ্চাশ বছর লাগলো আপাত শান্তিপূর্ণ অবস্থায় আসতে।
এবং আমি আশাবাদী ক্রমান্বয়ে তা আরো ভালো থেকে ভালোতর হবে সামনে বড় দুই দলের যেই ই ক্ষমতায় আসুক না কেন.
ইনশাল্লাহ অতি দ্রুতই সে সুদিন আসবে আশা করি।

৭| ০১ লা জানুয়ারি, ২০১৯ রাত ১০:৪২

দিশেহারা রাজপুত্র বলেছেন: খামোশরে অযথাই গ্লোরিফাই করছেন। আওয়ামীলীগের প্রার্থিতা পাইছে এমন অন্তত বিশ জনের নাম আপনি নেটে পাবেন যারা বিভিন্ন সময়ে মানবাতা বিরোধী কার্যকলাপ চালাইছে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.