নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

উননুর

সামাইশি

সময় বয়ে যায়, ক্ষয়ে যায় জীবন, মন, সৃষ্টি, ক্লেদের গ্লানি জমা হোল যত যথাপি ঝরে যায় বৃষ্টি।

সামাইশি › বিস্তারিত পোস্টঃ

বাঙালি বধ।

২৩ শে ডিসেম্বর, ২০১৮ সকাল ৭:৪৫


বাঙালি বধ।

জেগেছে জেগেছে বাঙালি বায়ান্নে
ক্রমে ক্রমে পাক শাসনের অপরাহ্নে,
চুয়ান্ন ছেষট্টি ঊনসত্তর একাত্তুর
উবে গেলো বাংলায় পাকি ন্যায় কর্পূর।

বাঙালির বিজয় গাঁথা মহানায়ক নির্ভর
বাঙালি বাংলাদেশ বঙ্গবন্ধু কান্ডারির পর।

অসুরের নির্মমতায় মহানায়ক বধ
শাহেনশাহের ছড়ির খোঁচায় বাঙালি রদ,
হাজার হাজার বছরের বাঙালির কৃষ্টি সংস্কৃতি
৭৫-৯৫ এ বিজাতীয় পাকিস্তান প্রীতি।

হে তরুণ হে নবীন হে জোয়ান বাংলাদেশ
দ্যাখো অন্তর্জালে গরণ বয়ানের রেশ,
বি এন পি'র গঠনতন্ত্র খুঁজে খুঁজে দ্যাখো
বাঙালি জাতীয়তাবাদ তারা স্বীকার করে নাকো।

বৃদ্ধ বয়সে তারা করছে মিথ্যাচারের বেসাতি
নিজেকে নিজেই ঘোষণা দিয়ে সাজে নৃপতি,
জনগণ ভালোবেসে বানায়েছিলো কান্ডারি
নেতা দিলো উপহার বাংলাদেশ বিশ্বে বাহারি।

কাজেই বাংলা বাঙালি বাংলাদেশ মোদের অহংকার
আবহমান কাল থেকেই নৌকায় রক্ষা তার আকার।

হে তরুণ হে নবীন হে জোয়ান বাংলাদেশ তোমরা বৃদ্ধ বয়সের মিথ্যাচারীদের মিথ্যাচারে বিভ্রান্ত হয়োনা। যারা বাঙালি বলে তোমাদের ডাক দিচ্ছে, তারা বাঙালি জাতীয়তাবাদের বিশ্বাস করেনা। বি যেন পি'র ঘটনতন্ত্রে কোথাও বাঙালি জাতীয়তাবাদের কথা নাই বর্তমানের গ্রামীণ বিশ্বের তথ্য প্রযুক্তির যুগে কোনো তথ্যই কঠিন নয় খুঁজে বের করা। নিজেকে নিজেই কান্ডারি ঘোষণা দিলেই জনতার নায়ক হওয়া যায়না, বড় জোর পীরে কামেল হওয়া যায় এক শ্রেণীর লোকের কাছে বাংলাদেশে। কাজেই সৃষ্টিকর্তা যে তোমাকে অপরিসীম ক্ষমতা দিয়েছে সঠিক বিবেচনার, তার সুষ্ঠু প্রয়োগ কর আসন্ন মুক্তিযুদ্ধের আরেক রূপ ভোট যুদ্ধে।

২২/১২/২০১৮ইং.

মন্তব্য ১৩ টি রেটিং +২/-০

মন্তব্য (১৩) মন্তব্য লিখুন

১| ২৩ শে ডিসেম্বর, ২০১৮ সকাল ৭:৫১

হাবিব বলেছেন: কবিতায় ++

২৫ শে ডিসেম্বর, ২০১৮ রাত ১:৪২

সামাইশি বলেছেন: আন্তরিক ধন্যবাদ।

২| ২৩ শে ডিসেম্বর, ২০১৮ সকাল ৭:৫৯

রাজীব নুর বলেছেন: দূর্দান্ত কবিতা ।

২৫ শে ডিসেম্বর, ২০১৮ রাত ১:৪৩

সামাইশি বলেছেন: ভালোবাসা অবিরাম।

৩| ২৩ শে ডিসেম্বর, ২০১৮ সকাল ৯:২০

রাজীব নুর বলেছেন: ব্লগে বেশির ভাগ লোকজন সস্তা প্রেম ভালোবাসার পুতুপুতু টাইপ কবিতা লিখে- যা যথেষ্ঠ বিরক্তকর।

২৫ শে ডিসেম্বর, ২০১৮ রাত ১:৪৫

সামাইশি বলেছেন: চিন্তার পরিপক্কতা আসলে বহুমুখী লেখনী পাওয়া যাবে তাদেরই কাছ থেকে। মন্তব্যের জন্য ধন্যবাদ।

৪| ২৩ শে ডিসেম্বর, ২০১৮ সকাল ১০:০০

রাফা বলেছেন: চমৎকার কবিতায় সত্যিকারের মেসেজ দেওয়ার জন্য ধন্যবাদ,সামাইশি।

বর্তমান প্রজন্মের হাতে এত সুযোগ সুবিধা থাকার পরও কি করে এত বিভ্রান্ত হয় ,সেটা ভেবেই আমি অবাক হই।

https://youtu.be/sZIgCnnFNBA

২৫ শে ডিসেম্বর, ২০১৮ রাত ১:৪৬

সামাইশি বলেছেন: আপনার সাথে সম্পূর্ণ সহমত। শুভ কামনা।

৫| ২৩ শে ডিসেম্বর, ২০১৮ সকাল ১০:০২

রাফা বলেছেন: never forget them...

২৫ শে ডিসেম্বর, ২০১৮ রাত ১:৪৭

সামাইশি বলেছেন: we should .Thanks

৬| ২৩ শে ডিসেম্বর, ২০১৮ সকাল ১১:১০

মোঃ মাইদুল সরকার বলেছেন:
কবিতা পাঠে ভাললাগা।

২৫ শে ডিসেম্বর, ২০১৮ রাত ১:৪৮

সামাইশি বলেছেন: আন্তরিক ধন্যবাদ।

৭| ২৩ শে ডিসেম্বর, ২০১৮ সকাল ১১:৪৪

টুনটুনি০৪ বলেছেন: সুন্দর কবিতা।

২৫ শে ডিসেম্বর, ২০১৮ রাত ১:৪৯

সামাইশি বলেছেন: অফুরন্ত ধন্যবাদ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.