![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সময় বয়ে যায়, ক্ষয়ে যায় জীবন, মন, সৃষ্টি, ক্লেদের গ্লানি জমা হোল যত যথাপি ঝরে যায় বৃষ্টি।
কাল প্রেম।
আমি অসময়ে সময়ের প্রেমে পড়েছি
সময়ে অসময়ের কাছে আমি হেরেছি,
সময় আর ধরা দেয় নাকো আমায়
পলকে চমকে চকিতে পালিয়ে বেড়ায়।
সময়ের পীনোন্নতবক্ষায় বিলোল কটাক্ষে করেছি অবজ্ঞা
ব্যর্থতা বিষাদ অবসাদ সব আমার বিরুদ্ধে মেনেছে আজ্ঞা,
সময়কে ছুড়ে ফেলেছি ফানুসীয় নেশায় গড্ডালিকায়
সময় নিয়েছে প্রতিশোধ নির্মম মর্ম যাতনায়।
এখন আমি হাতড়ে পাতড়ে খুঁজে বেড়াই সুচরিতা সময়কে
করাল গ্রীবায় ঢেউ তুলে তনু তরঙ্গায়িত হাসি দেয় আমাকে,
আমি উদ্বাহু বাড়িয়ে তাহারে নিবিড় আলিঙ্গনে উদ্যত
হৃদয়ে রক্তক্ষরণ বাড়িয়ে মরীচিকাসম সে অপ:সৃত।
এখন আমার কুসুম সময়ে কলা, ক্রীড়া, দর্শন যত সুকুমারের আয়োজন
নূহের আয়ুতে প্রেমময়ী ক্ষণ মোচনের সময়ের বড়ই প্রয়োজন,
সৌরের খেলায় দিবস রাত্রি রৌদ্র বৃষ্টি, কাম, রিজিক, বৃদ্ধি অনুক্ষণ
কি জানি কি মোরে নিয়ে খেলছে সে কোন খেলা সারাক্ষন।
২৮/০৫/২০১৯ইং.
০১ লা জুন, ২০১৯ রাত ২:০৩
সামাইশি বলেছেন: অনেক ধন্যবাদ।
২| ২৯ শে মে, ২০১৯ সকাল ১০:১৯
পদাতিক চৌধুরি বলেছেন: বাহ চমৎকার! ++
শুভকামনা প্রিয় কবি ভাইকে।
০১ লা জুন, ২০১৯ রাত ২:০৪
সামাইশি বলেছেন: আপনাকে অসংখ্য ধন্যবাদ।
৩| ২৯ শে মে, ২০১৯ সকাল ১১:৪২
কাজী ফাতেমা ছবি বলেছেন: খুবই সুন্দর কবিতা
ভালো লেগেছে +
০১ লা জুন, ২০১৯ রাত ২:০৫
সামাইশি বলেছেন: ধন্যবাদ ও শুভ কামনা।
৪| ২৯ শে মে, ২০১৯ দুপুর ১:১৩
রাজীব নুর বলেছেন: চমৎকার কবিতা।
০১ লা জুন, ২০১৯ রাত ২:০৬
সামাইশি বলেছেন: অসংখ্য ধন্যবাদ।
©somewhere in net ltd.
১|
২৯ শে মে, ২০১৯ সকাল ৮:৪৪
চাঙ্কু বলেছেন: প্রেম এর খেলা!! হুমম