নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

উননুর

সামাইশি

সময় বয়ে যায়, ক্ষয়ে যায় জীবন, মন, সৃষ্টি, ক্লেদের গ্লানি জমা হোল যত যথাপি ঝরে যায় বৃষ্টি।

সামাইশি › বিস্তারিত পোস্টঃ

একাকী জীবন।

২৮ শে জুন, ২০১৯ রাত ৯:৫৪


একাকী জীবন।

পাহাড় আমার ভালো লাগেনা
মনে হয় জগদ্দল পাথরের মত চেপে বসে আছে আমার জীবনের উপর,
তবে ভালো লাগে যদি থাকে সেথায় নিম্নদেশে প্রবাহিত নহর
জীবন গড়িয়ে অবগাহনে রোমকূপ দিয়ে খাদ নি:সরে
ছড়িয়ে দিতাম জীবনের রেনু স্রোতের আগে সঙ্গম ভাঁজে।

সমুদ্র আমার বড় ভালো লাগে
ভালো লাগে তার বিশালতা, পাড়ি দেয়ার নেশা
স্রোত কেটে যন্ত্রচালিতে পারিজাত মোচনে মোচনে তটের নিবিড় আলিঙ্গনে
জীবনের মোহনীয় সেলুলয়েড উদ্ভাসিত, জীবন কালের বহুমাত্রিক অভিযোজন
অপেক্ষায় অনাঘ্রাত বিমোহি সময়ের চর, নয়কো খেলাঘর।

আকাশ নিয়ে আমার বড়ই দ্বিধা দ্বন্ধ
বিচিত্র আমার মননে সংকীর্ণ উদারতার গন্ধ,
অসীম শূন্যতায় মনের ভিতর কেবলই অনুভূত হয় খা খা হাহাকার
চিরতরে নিজেকে হারিয়ে ফেলার পাইনা কোন মানে
তার, উপর তল খুঁজতে যাওয়া বৃথা বোকামি, সকল গোমড় অন্তর্যামী জানে।

একাকী জীবন আমার মধুর লাগে
একাকিত্ব আমি উপভোগ করতে শিখে নিয়েছি,
একাকী জীবনে সময় আমার চরম শত্রু আবার পরম মিত্র
কেননা মধুর করিয়া নিতে অঢেল গোলা বারুদ রসদ সামন্ত,
ফলশ্রুতিতে মধুরতর জীবন বয়ে চলে অতি দ্রুত
স্থির করিয়া তাহারে রাখিতে পারিতাম যদি ধরে,
জীবনের রূপ রস নিংড়ে নিতাম সন্তরনের নহরে আলিঙ্গন করে।

২৮/০৬/২০১৯ইং.

মন্তব্য ১ টি রেটিং +০/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ২৯ শে জুন, ২০১৯ সকাল ৮:০২

রাজীব নুর বলেছেন: খুব সুন্দর কবিতা।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.