![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
একেকটা ফেসবুক আইডির পেছনে লুকিয়ে থাকে অনেক সুখ-দুঃখ-অভিমান-খুনসুটি হতাশা।
আমার মতো অনেকের কাছেই এই ভার্চুয়াল দুনিয়াটা-ই অন্য একটা দুনিয়ায় রূপ পেয়ে গেছে।
.
কিন্তু আমরা যে ভার্চুয়াল রিলেশন যেমন ধরুন ভার্চুয়াল ভাই-বোন-চাচা-ফুফু কখনো কখনো আত্মার আত্মীয়/আত্মীয়াদেরকে নিয়েই আপনজনের তালিকা ভরে ফেলছি তারা আসলে আমাদের কতটুকুই বা আপন?
.
মানুষ আবেগপ্রবণ প্রাণী।আমাদের বাঙালীদের মধ্যে আবেগটা সম্ভবত একটু বেশি-ই।কারণ আমরা যেভাবে ফেসবুককে ব্যবহার করছি,পৃথিবীর অন্য কোনো জাতি ফেসবুককে এরকমভাবে ব্যবহার করেনা (Garrunted)। আমি বলছিনা যে ফেসবুকের আপনজনদের সাথে আমাদের কানেকশনটা খুব ঠুনকো।তবে অতোটা গভীরও না।
.
একবার কল্পণা করুন তো হঠাথ করে সড়ক দূর্ঘটনায় বা যেকোনোভাবে আপনার মৃত্যু হলো।তখন আপনার এই এত আপন (!) ফেসবুক ফ্রেন্ডরা কি করবে?
.
শুনতে হয়তোবা খারাপ লাগবে।
তবে সত্যিটা হলো...আপনাকে না পেয়ে এরা বড়জোর দু'দিন নক করবে।তারপরের দু'দিন চেক করবে মেসেজ সীন হলো কিনা।কেউ কেউ আপনাকে নিয়ে বড়জোর একটা কয়েকলাইনের নিঁখোজ সংবাদ টাইপ স্ট্যাটাস দিলেও দিতে পারে।
এর মাসখানেক পরেই আপনার আত্মার আত্মীয়রা তাদের ফ্রেন্ডলিস্ট খালি করার উদ্দেশ্যে পরিচালিত "আনফ্রেন্ড মিশন" এর ইনেক্টিভ দমনের অংশ হিসেবে ছেঁটে দেবে।ব্যস...
.
আর যদি কোনোভাবে আপনার মরার খবরটা একবার অনলাইনে ছড়িয়ে দেয়া যায় তাহলেই কেল্লাফতে।আপনার টাইমলাইনের ট্যাগিং এ্যাপ্রোভাল অন করা থাকলে তো কথাই নেই!
ফ্রেন্ডলিস্টের আমের বাটি-ছোলারবাটি টাইপের ফ্রেন্ডরা রবীন্দ্রসরোবর কিংবা শাহবাগের টিএসসিতে আপনার সঙ্গে কাটানো আধাঘন্টা বা তিরিশ মিনিট টাইপ শিরোনামের স্ট্যাটাস মেরে মেরে (হয়তোবা বাস্তবে এদেরকে দেখা তো দূরের কথা ওই ব্যক্তির সাথে হাই-হ্যালো পর্যন্ত হয়নি) আপনার টাইমলাইনের এমন অবস্থা করবে যে আপনার টাইমলাইনে আপনার পোস্ট খুঁজে পাওয়াই দায় হয়ে পড়বে!
আবার দু-একজন অতিউৎসাহী ভদ্রলোক তো স্মৃতিসংঘ-মেমোরিসংঘ নামে গ্রুপ খুলে আপনার দেখা অথবা না দেখা স্বপ্নের বাস্তবায়নে উঠে পড়ে লেগে যাবে।
........এইসব বজরঙ্গী ভাইজান দেখে টিস্যুর স্তূপ বানানো মানুষগুলোর চোখে যে আপনার জন্য ও দুএক ফোঁটা জল বরাদ্দ আছে সেরকম আশা করা একেবারেই বোকামি।
....হয়তো বা আপনার মৃত্যুর কথা কেউ জানতেও পারবেনা কিংবা হয়তোবা আপনার উপরে ভর করেই কোনো নয়া ফেইসবুক সেলিব্রিটির জন্ম হবে।
আবার হয়তোবা আপনার ফেইসবুক আইডিটাও এই সুযোগে লাইক-কমেন্ট-শেয়ার আর ফলোয়ারদের ঘাড়ে ভর দিয়ে সুপার ফেমাস হয়ে উঠতে পারে।
.
গতকাল বাসে নড়াইল যাওয়ার সময় ভাঙা রাস্তায় বাসের গতি এতটাই বাড়িয়েছিল যে আমি মৃত্যু নিয়ে নতুন করে চিন্তাভাবনা করতে বাধ্য হলাম।
.
ভাবছি আমার আইডি-পাসওয়ার্ড-ভেরিফিকেশনের কোডগুলো সব একজনের হাতে দিয়ে যাবো।কারণ বলা তো যায় না, জন্ম -মৃত্যু -বিয়ে সব-ই বিধাতার হাতে।
.
.
"যখন পড়বে না মোর পায়ের চিহ্ন এই বাটে,
আমি বাইবো ন
আমি বাইবো না আর খেয়া তরী এই ঘাটে,---
তখন আমায় নাই-বা মনে রাখলে।।"
.
.
...।। নিরাপদ সড়ক চাই ।।...
©somewhere in net ltd.