নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মাতাল ঋত্বিক আমি, প্রেমকথা আমার ঋগ্বেদ

আরণ্যক রাখাল

মাতাল ঋত্বিক আমি, প্রেমকথা আমার ঋগ্বেদ

আরণ্যক রাখাল › বিস্তারিত পোস্টঃ

পালক(কবিতা)

১৩ ই অক্টোবর, ২০১৫ রাত ১১:০৩

আমার বিছানায়, পাখির পালক এসে
পড়ে কোথ্থেকে, হয়তো বাতাসে ভেসে
ভেসে-আমি তার ঘ্রাণ নেই|
উড়িয়ে দেই হৃদয়ে ঘাটে উল্লাসে-
জানি, এখনও সব যায়নি থাবার
নিচে রাক্ষসের, থেকে থেকে গেয়ে ওঠে
কোন মায়াকোকিলের কণ্ঠ, সুমধুর,আবার
শুরু করা যায় সব অনায়াসে|
এক্ষুনি জানি পুড়বে না ক্ষত হৃদয়ের
ইথিয়পিয়াতে আহত হয়ে পড়ে ছিল কিছুকাল,
মানি, পূর্ণিমা ঢেকে এগিয়ে আসছে অন্ধকার,
সতত! আকাল তার লোমশ হাত বাড়িয়ে দেয়, দাঁত দেখায়!
জানি, এখনও বিছানো কাঁটা পথে গোলাপের-নাবাল
জমিতে জায়গা নেই আর|
তবুও পাখির পালক একটা উড়ে আসে বিছানায়;
অনাহত ফুলের রেণু আজও মৌমাছির পাখায়-
করে আলাপন-এখনও ফিকে হয়নি সব আসবাব
পৃথিবীর| সন্ধ্যা এখনও বিধুর ভুলে সব হিসাব-
জানি, কাজল তার হারায়নি স্থান কোনদিন; মরুপথে
দেখি উদ্ধত বেদুঈন, পান করে অঁজলা ভরা জল!

মন্তব্য ৪৬ টি রেটিং +৮/-০

মন্তব্য (৪৬) মন্তব্য লিখুন

১| ১৩ ই অক্টোবর, ২০১৫ রাত ১১:১২

স্পর্শিয়া বলেছেন: খুব ভালো লাগলো।

১৩ ই অক্টোবর, ২০১৫ রাত ১১:২৬

আরণ্যক রাখাল বলেছেন: অনেক ধন্যবাদ, স্পর্শিয়া| স্পর্শিয়া নামটা অপু তানভীরের একটা গল্পে পেয়েছিলাম| গল্পটার নাম ঠিক মনে পড়ছে না| তার গল্পের লিস্ট ধরে খুঁজুন| পেয়ে যাবেন

২| ১৩ ই অক্টোবর, ২০১৫ রাত ১১:১৪

গেম চেঞ্জার বলেছেন: কাব্য ঠিক আছে। বানানগুলো খেয়াল রাখলে বেটার হতো আরণ্যক ভায়া।- আমি যেগুলো পাইলামঃ

আমার বিছানায়, পাখির পালক এসে
পড়ে কোথ্থেকে, হয়তো বাতাসে ভেসে
ভেসে-আমি তার ঘ্রাণ নেই|
উড়িয়ে দেই হৃদয়ে ঘাটে উল্লাসে-
জানি, এখনও সব যায়নি থাবার
নিচে রাক্ষসের, থেকে থেকে গেয়ে ওঠে
কোন মায়াকোকিলের কণ্ঠ, সুমধুর,আবার
শুরু করা যায় সব অনায়াসে|
এক্ষুনি জানি পুড়বে না ক্ষত হৃদয়ের
ইথিয়পিয়াতে আহত হয়ে পড়ে ছিল কিছুকাল,
মানি, পূর্ণিমা ঢেকে এগিয়ে আসছে অন্ধকার,
সতত! আকাল তার লোমশ হাত বাড়িয়ে দেয়, দাঁত দেখায়!
জানি, এখনও বিছানো কাঁটা পথে গোলাপের-নাবাল
জমিতে জায়গা নেই আর|
তবুও পাখির পালক একটা উড়ে আসে বিছানায়;
অনাহত ফুলের রেণু আজও মৌমাছির পাখায়-
করে আলাপন-এখনও ফিকে হয়নি সব আসবাব
পৃথিবীর| সন্ধ্যা এখনও বিধুর ভুলে সব হিসাব-
জানি, কাজল তার হারায়নি স্থান কোনদিন; মরুপথে
দেখি উদ্ধত বেদুঈন, পান করে অঁজলা ভরা জল!

১৩ ই অক্টোবর, ২০১৫ রাত ১১:২৮

আরণ্যক রাখাল বলেছেন: ঠিক করে নিচ্ছি

৩| ১৩ ই অক্টোবর, ২০১৫ রাত ১১:৪৯

হাসান মাহবুব বলেছেন: চমৎকার। পুরাই আহামরি।

১৪ ই অক্টোবর, ২০১৫ রাত ১২:০৩

আরণ্যক রাখাল বলেছেন: হে হে হে| এম্নেই চালু হবে শব্দটা| আমিও ব্যবহার করব এখন থেকে

৪| ১৪ ই অক্টোবর, ২০১৫ রাত ১২:০৬

সুমন কর বলেছেন: ভালোই হয়েছে। +।

১৪ ই অক্টোবর, ২০১৫ রাত ১:০৩

আরণ্যক রাখাল বলেছেন: ধন্যবাদ

৫| ১৪ ই অক্টোবর, ২০১৫ রাত ৯:৩৭

মাহমুদ০০৭ বলেছেন: কবিতা কম বুঝি , লাগছে মোটামুটি

২৪ শে অক্টোবর, ২০১৫ রাত ৮:২৪

আরণ্যক রাখাল বলেছেন: পড়েছেন তাতেই আমি খুশী| কবিতা তো কেউ পড়েই না| তার উপর এরকম হলে তো, আরো না :)

৬| ১৭ ই অক্টোবর, ২০১৫ সন্ধ্যা ৭:১১

রূপক বিধৌত সাধু বলেছেন: কথামালায় একটা মাদকতা অাছে । ভালো লাগলো ।

২৭ শে অক্টোবর, ২০১৫ দুপুর ১২:২২

আরণ্যক রাখাল বলেছেন: ধন্যবাদ

৭| ১৮ ই অক্টোবর, ২০১৫ সকাল ৯:২৭

চাঁদগাজী বলেছেন:


প্রান্জল

২৭ শে অক্টোবর, ২০১৫ দুপুর ১২:২৩

আরণ্যক রাখাল বলেছেন: ধন্যবাদ

৮| ১৯ শে অক্টোবর, ২০১৫ রাত ৯:৪৬

প্রামানিক বলেছেন: চমৎকার কথামালা। ধন্যবাদ

২৭ শে অক্টোবর, ২০১৫ দুপুর ১২:২৩

আরণ্যক রাখাল বলেছেন: ধন্যবাদ

৯| ২৩ শে অক্টোবর, ২০১৫ দুপুর ২:৩৯

আহমেদ জী এস বলেছেন: আরণ্যক রাখাল ,



গোলাপের-নাবাল
জমিতে জায়গা নেই আর

সে কারনেই এই সব
হৃদয়ী কবিতার
ভাত নেই আজকাল !

খুব সুন্দর কবিতার ভাবটি ।

০২ রা নভেম্বর, ২০১৫ বিকাল ৫:৫৩

আরণ্যক রাখাল বলেছেন: হা হা হা।

১০| ২৪ শে অক্টোবর, ২০১৫ দুপুর ১২:০৭

শায়মা বলেছেন: এত পিচ্চুপাচ্চিরা এমন কঠিন সব কবিতা লিখে কেমনে? ভাবছি!!!!!!!!!!


অনেক অনেক সুন্দর ভাইয়া।

০২ রা নভেম্বর, ২০১৫ বিকাল ৫:৫৪

আরণ্যক রাখাল বলেছেন: ইগোতে হার্ট করবেন না বলে দিলাম

১১| ২৪ শে অক্টোবর, ২০১৫ বিকাল ৩:৪৭

দর্পণ বলেছেন: ৩. ১৩ ই অক্টোবর, ২০১৫ রাত ১১:৪৯ ০
হাসান মাহবুব বলেছেন: চমৎকার। পুরাই আহামরি।

০২ রা নভেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:৫৭

আরণ্যক রাখাল বলেছেন: লেখক বলেছেন: হে হে হে| এম্নেই চালু হবে শব্দটা| আমিও ব্যবহার করব এখন থেকে

১২| ২৫ শে অক্টোবর, ২০১৫ বিকাল ৩:০০

ঈপ্সিতা চৌধুরী বলেছেন: কঠিন শব্দের সমাহারে কবিতায় ভালোলাগা!

০২ রা নভেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:৫৯

আরণ্যক রাখাল বলেছেন: কঠিন শব্দের সমাহার কোথা পেলেন? :) :) :)

১৩| ২৬ শে অক্টোবর, ২০১৫ বিকাল ৫:১৪

শাহরিয়ার ইসলাম খান বলেছেন: ভালো লিখেছেন!

০২ রা নভেম্বর, ২০১৫ রাত ৮:০০

আরণ্যক রাখাল বলেছেন: ধন্যবাদ

১৪| ২৭ শে অক্টোবর, ২০১৫ বিকাল ৫:৩৯

কিরমানী লিটন বলেছেন: চমৎকার ভালোলাগা- নান্দনিক ...

০২ রা নভেম্বর, ২০১৫ রাত ৮:৪১

আরণ্যক রাখাল বলেছেন: ধন্যবাদ

১৫| ২৮ শে অক্টোবর, ২০১৫ দুপুর ১:২৪

মধ্য রাতের আগন্তক বলেছেন: দারুন চিত্রকল্প এঁকেছেন ।

০২ রা নভেম্বর, ২০১৫ রাত ৮:৪২

আরণ্যক রাখাল বলেছেন: ধন্যবাদ

১৬| ০১ লা নভেম্বর, ২০১৫ রাত ৯:১৪

রুদ্র জাহেদ বলেছেন: দারুন ভালো লাগা

০২ রা নভেম্বর, ২০১৫ রাত ৮:৪২

আরণ্যক রাখাল বলেছেন: ধন্যবাদ

১৭| ০৩ রা নভেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:৩৭

অভ্রনীল হৃদয় বলেছেন: দারুন কাব্য!

০৮ ই ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১:১২

আরণ্যক রাখাল বলেছেন: অনেক ধন্যবাদ

১৮| ০৪ ঠা নভেম্বর, ২০১৫ রাত ১০:০১

আমিই মিসির আলী বলেছেন: জাতির ভবিষ্যৎ কবি পাইয়া গিয়াছি

০৮ ই ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১:২১

আরণ্যক রাখাল বলেছেন: এই তো বুঝছেন

১৯| ১০ ই নভেম্বর, ২০১৫ সকাল ১০:৪৬

মাহবুবুল আজাদ বলেছেন: চমৎকার

০৮ ই ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১:২২

আরণ্যক রাখাল বলেছেন: ধন্যবাদ

২০| ১৪ ই নভেম্বর, ২০১৫ রাত ১:০৭

ভ্রমরের ডানা বলেছেন: অসাধারণ কবিতা। খুব ভাল লেগেছে।

০৮ ই ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১:২৩

আরণ্যক রাখাল বলেছেন: অনেক ধন্যবাদ

২১| ২৭ শে নভেম্বর, ২০১৫ সকাল ৯:৩৮

নাজমুল হাসান মজুমদার বলেছেন: চমৎকার !

ভালো লাগা কবিতায়

প্লাস ++ +

০৮ ই ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১:২৩

আরণ্যক রাখাল বলেছেন: অনেক ধন্যবাদ

২২| ০৮ ই ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ১১:৪৫

আরাফআহনাফ বলেছেন: +++
চোখে না পড়ায় দেরি হয়ে গেল অনেক।

০৮ ই ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১:২৪

আরণ্যক রাখাল বলেছেন: এটা কোন ব্যাপার না।
ধন্যবাদ পাঠ ও প্লাসের জন্য

২৩| ০৫ ই এপ্রিল, ২০১৬ দুপুর ১২:৩৬

ফারিহা নোভা বলেছেন: খুবই সুন্দর লিখেছেন , ভাল লাগল।

০৬ ই এপ্রিল, ২০১৬ দুপুর ২:৫৮

আরণ্যক রাখাল বলেছেন: অনেক ধন্যবাদ আপনাকে

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.