নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মাতাল ঋত্বিক আমি, প্রেমকথা আমার ঋগ্বেদ

আরণ্যক রাখাল

মাতাল ঋত্বিক আমি, প্রেমকথা আমার ঋগ্বেদ

আরণ্যক রাখাল › বিস্তারিত পোস্টঃ

মাঝেমাঝে

১৯ শে ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ২:২৫


মাঝেমাঝে কোকিল ডাকে
মাঝেমাঝে মন খারাপ হয়।
মাঝেমাঝে কথার ফাঁকে
তোমার কথা জড়িয়ে রয়।

মাঝেমাঝে আকাশ দেখি
তখন সেথায় শকুন উড়ে,
তোমার মনের কোনেও কি
আমার গান নেই পড়ে?
মাঝেমাঝে ঘুমের ঘোরে
স্বপ্ন বানান ভুল করি,
মাঝেমাঝে চাঁদের রাতে
অযথা আমি পুড়ে মরি।

মাঝেমাঝে অবাক লাগে
মাঝেমাঝে ক্লান্ত হই।
মাঝেমাঝে কবিতা লিখি
“আমি এখন তোমার নই!”



আমারও মন খারাপ হয় মাঝেমাঝে। তখন এমন আউলফাউল লিখি।


তুমি যেন ঠিক কার মতো?
পাথার অকুল? ঝরা বকুল,
তার মতো? তার মতো!

তুমি যেন ঠিক কার মতো?
বিড়াল ছানা? তাজা হেনা,
তার মতো? তার মতো!

তুমি যেন ঠিক কার মতো?
সোঁদা মাটি? চিকন কটি,
তার মতো? তার মতো!

তুমি যেন ঠিক কার মতো?

টোকন ঠাকুরের কবিতা পড়ে লেখা

ছবি- সোহেল রানা

মন্তব্য ১০৪ টি রেটিং +১৮/-০

মন্তব্য (১০৪) মন্তব্য লিখুন

১| ১৯ শে ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ২:২৯

আমি মিন্টু বলেছেন: কবিতা ভালা হইছে তয় ছবি অ্যডিত করতে হইব কোকিলার ছবি খান আছে নাই । :)

১৯ শে ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ২:৩১

আরণ্যক রাখাল বলেছেন: এবারে আসছে
থ্যাংকইউ

২| ১৯ শে ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ২:৩০

দ্যা রয়েল বেঙ্গল টাইগার বলেছেন: ছবি কই?
মাঝে-মাঝে মন খারাপ হওয়া স্বাস্থ্যের পক্ষে ভাল! তাতে জীবনের একঘেয়েমি কিছুটা হলেও কমে!
শুভ কামনা রইলো!

১৯ শে ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ২:৩২

আরণ্যক রাখাল বলেছেন: এবারে আসছে।
মন খারাপ করা আসলেই ভালো!
থ্যাংকইউ

৩| ১৯ শে ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ২:৩১

দ্যা রয়েল বেঙ্গল টাইগার বলেছেন: ওহ, ছবিটা এইবার দেখলাম। প্রথমবার প্রিভিউ হয়নি! :`>

১৯ শে ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ২:৩২

আরণ্যক রাখাল বলেছেন: B-)

৪| ১৯ শে ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ২:৩৪

বিজন রয় বলেছেন: মাঝেমাঝে কোকিল ডাকে
মাঝেমাঝে মন খারাপ হয়।
মাঝেমাঝে কথার ফাঁকে
তোমার কথা জড়িয়ে রয়।

++++++++++

১৯ শে ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ২:৩৫

আরণ্যক রাখাল বলেছেন: ধন্যবাদ পড়ার জন্য

৫| ১৯ শে ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ২:৩৫

এম এইচ নাজমুল বলেছেন: +++++

১৯ শে ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ২:৩৭

আরণ্যক রাখাল বলেছেন: থ্যাংকইউ।
ভাই প্লাসটা পড়ে নাই। একবার দেখে নিন

৬| ১৯ শে ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ২:৩৯

রাইসুল ইসলাম রাণা বলেছেন: বাহ! চমৎকার কবিতাটা।

১৯ শে ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ২:৪২

আরণ্যক রাখাল বলেছেন: ধন্যবাদ পড়ার জন্য।
এমন কমেন্ট পড়লে মাঝেমাঝের মন খারাপ দূর হয়ে যায়!

৭| ১৯ শে ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ২:৪৮

খোলা মনের কথা বলেছেন: ভালো লেখা। প্লাস দেওয়ার মত

১৯ শে ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ২:৫২

আরণ্যক রাখাল বলেছেন: ধন্যবাদ পড়ার জন্য

৮| ১৯ শে ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ২:৫৮

মাহমুদ০০৭ বলেছেন: মোটামুটি লেগেছে , দু একটা জায়গায় ছন্দে ঢিল মনে হল । অবশ্য আমার ছন্দের কান দুর্বল ।
আপ্নারা কবিতা লিখেন , আপ্নারাই ভাল বলতে পারেন ।
শুভকামনা রইল

১৯ শে ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৩:০৭

আরণ্যক রাখাল বলেছেন: একেবারে খাপেখাপ মিলিয়ে হয়নি। চেষ্টাও করিনি কারণ পারবো না!
ধন্যবাদ মাহমুদ ভাই, পড়ার জন্য

৯| ১৯ শে ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৩:০৯

উল্টা দূরবীন বলেছেন: ভালই তো। কবিতা মাঝেমাঝে ভালো লাগছে। চালায়া যান।

১৯ শে ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৩:৩৬

আরণ্যক রাখাল বলেছেন: থ্যাংকইউ

১০| ১৯ শে ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৩:০৯

তার আর পর নেই… বলেছেন: ভালোই …

লাইইক না পড়ার কমেন্ট রিপ্লে দেখে হাসলাম :D

১৯ শে ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৩:৩৮

আরণ্যক রাখাল বলেছেন: + এমন একটি কমেন্ট যা না পড়েও করা যায়! সত্যি সত্যি দিলে বলা যায় তবুও, মিথ্যে বলার কী দরকার!
যাই হোক, ভালো লেগেছে জেনে ভালো লাগছে

১১| ১৯ শে ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৩:২৫

আব্দুল্লাহ তুহিন বলেছেন: ভালোই লেগেছে...
তবে দু'একটা জায়গায় ছন্দের উত্থান পতন হইছে...

যাইহোক শুভ কামনা রইল...

১৯ শে ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৩:৪০

আরণ্যক রাখাল বলেছেন: আমি ছন্দমিলিয়ে কবিতা লিখতে পারি না, ভাই। এইটা ছাইপাঁশ যা হয়েছে, সেটা লিখতেই লাল সূতা বের হয়ে গেছে।
পড়ার জন্য ধন্যবাদ

১২| ১৯ শে ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৩:৩০

নীলপরি বলেছেন: মাঝেমাঝে অবাক লাগে
মাঝেমাঝে ক্লান্ত হই।
মাঝেমাঝে কবিতা লিখি
“আমি এখন তোমার নই!”

স্নিগ্ধ কবিতা ।

১৯ শে ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৩:৪০

আরণ্যক রাখাল বলেছেন: অনেক ধন্যবাদ

১৩| ১৯ শে ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৩:৫৪

গুলশান কিবরীয়া বলেছেন: বাহ !! বেশ ভালো লেগেছে কবিতা । :)

শুভকামনা রইল ।

১৯ শে ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৪:৩৩

আরণ্যক রাখাল বলেছেন: অনেক ধন্যবাদ পড়ার জন্য

১৪| ১৯ শে ফেব্রুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৭:৩০

রেজওয়ানা আলী তনিমা বলেছেন: ভালো হয়েছে। শুভেচ্ছা।

১৯ শে ফেব্রুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৭:৩৪

আরণ্যক রাখাল বলেছেন: অনেক ধন্যবাদ

১৫| ১৯ শে ফেব্রুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৭:৫৩

কল্লোল পথিক বলেছেন: চমৎকার কবিতা।
কবিতায় এ প্লাস।

১৯ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১০:৩২

আরণ্যক রাখাল বলেছেন: ধন্যবাদ পড়ার জন্য

১৬| ১৯ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১০:১৬

দিশেহারা রাজপুত্র বলেছেন:
আরণ্যক তো দেখছি কবিতাও লেখা।
ভালো লেগেছে। +

১৯ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১০:৩৩

আরণ্যক রাখাল বলেছেন: হা হা। ধন্যবাদ, রাজপুত্র

১৭| ১৯ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১০:২১

রাবেয়া রাহীম বলেছেন: মাঝেমাঝে অবাক লাগে
মাঝেমাঝে ক্লান্ত হই।
মাঝেমাঝে কবিতা লিখি
“আমি এখন তোমার নই!”


খুব ভাল লাগার লাইন । কবিতা অনেক ভাল লেগেছে।

১৯ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১০:৩৪

আরণ্যক রাখাল বলেছেন: অনেক ধন্যবাদ পড়ার জন্য

১৮| ১৯ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১০:৩৭

রূপক বিধৌত সাধু বলেছেন: ভালো হয়েছে ।

১৯ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১১:৩৭

আরণ্যক রাখাল বলেছেন: ধন্যবাদ পড়ার জন্য

১৯| ১৯ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১১:৩১

সুমন কর বলেছেন: মোটামুটি লাগল !

১৯ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১১:৩৯

আরণ্যক রাখাল বলেছেন: !:#P

২০| ২০ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১২:২২

কান্ডারি অথর্ব বলেছেন:


+++

২০ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১২:৩২

আরণ্যক রাখাল বলেছেন: অনেক ধন্যবাদ

২১| ২০ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১২:২৩

প্রামানিক বলেছেন: চমৎকার কবিতা। খুব ভাল লাগল। ধন্যবাদ

২০ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১২:৩৩

আরণ্যক রাখাল বলেছেন: ধন্যবাদ প্রামাণিক ভাই, পড়ার জন্য

২২| ২০ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১২:২৯

নাজমুস সাকিব রহমান বলেছেন: এই লেখাটায় স্বতঃস্ফূর্তটা ছিল, এটা আমাকে মুগ্ধ করেছে।
শুভেছা নেবেন।

২০ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১২:৩৪

আরণ্যক রাখাল বলেছেন: অনেক ধন্যবাদ।
ভালো থাকবেন

২৩| ২০ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১২:৩৮

হাইপারসনিক বলেছেন: আচ্ছা ভাই ,
শকুন না উড়ে যদি কাক উড়ত তবে আপনার ভাবনাটা কি হয়ত?
ভালই লিখেছেন ।

২০ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১২:৫৮

আরণ্যক রাখাল বলেছেন: কাক তো উড়েই!
মাঝেমাঝের কাহিনী। সবসময় তো এমন হয় না। যেমন এখন হচ্ছে না।
ধন্যবাদ পড়ার জন্য

২৪| ২০ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১:১২

ভ্রমরের ডানা বলেছেন: এক লোকমায় কবিতা গিলে ফেলছি!


খুব ভাল্লাছে!

২০ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১:১৪

আরণ্যক রাখাল বলেছেন: হা হা।
অনেক ধন্যবাদ পড়ার জন্য

২৫| ২০ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১:৩৭

কাবিল বলেছেন: মাঝেমাঝে এমন দু একটা কবিতা উপহার দিবেন।

২০ শে ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ৮:০৮

আরণ্যক রাখাল বলেছেন: লিখতে পারলে তো দিবই!
ধন্যবাদ ভাই

২৬| ২০ শে ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ৯:৩৫

বিদ্রোহী ভৃগু বলেছেন:

মাঝে মাঝে কাব্য চর্চা,
নয় মোটেও মন্দ নয়
মাঝ মাঝে হৃদয় টাকে
একটু হালকা করতে হয় ;)

তাই মাঝে মাঝে লিখে কবিতা
রাঙিয়ে দেবেন আমাদের মনটা :)

+++++++++


২০ শে ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১:৫৫

আরণ্যক রাখাল বলেছেন: এই কমেন্টের জবাব কাব্যে দিতে আমি পারবো না!!!! মোটেও পারবো না।
অনেক রসিক মানুষ আপনি, ভৃগু ভাই!
অনেক ধন্যবাদ

২৭| ২০ শে ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১:০৩

অগ্নি কল্লোল বলেছেন: চমৎকার!!

২০ শে ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১:৫৬

আরণ্যক রাখাল বলেছেন: থ্যাংকইউ

২৮| ২০ শে ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১:০৭

দ্য হাফ ব্লাড প্রিন্স বলেছেন: ভালো লেগেছে!

২০ শে ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১:৫৬

আরণ্যক রাখাল বলেছেন: ধন্যবাদ পড়ার জন্য

২৯| ২০ শে ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১:৪১

মিজানুর রহমান মিরান বলেছেন: মাঝে মাঝে আমারও মন খারাপ হয়!!
বেশ ভালো লিখেছেন।

২০ শে ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১:৫৭

আরণ্যক রাখাল বলেছেন: অনেক ধন্যবাদ পড়ার জন্য

৩০| ২০ শে ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ২:১৩

বৃতি বলেছেন: কবিতা বেশ ভালো লাগলো :) শুভেচ্ছা, আরণ্যক।

২০ শে ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ২:২৪

আরণ্যক রাখাল বলেছেন: অনেক ধন্যবাদ পড়ার জন্য

৩১| ২০ শে ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ২:২৬

তাসলিমা আক্তার বলেছেন: কবিতা ভালো লেগেছে। বেশ মায়া মায়া।

২০ শে ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ২:২৮

আরণ্যক রাখাল বলেছেন: অনেক ধন্যবাদ পড়ার জন্য

৩২| ২০ শে ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ২:৪২

রুদ্র জাহেদ বলেছেন: কবিতায় ভালো লাগা মেটামুটি তবে
+ ;)

২০ শে ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ২:৪৩

আরণ্যক রাখাল বলেছেন: ধন্যবাদ

৩৩| ২০ শে ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৩:৫৭

অপর্ণা মম্ময় বলেছেন: আমারত তো ডেইলি ডেইলি মন খারাপ হয়। তাও তো কবিতা লিখতারি না। হাহহাহ

২০ শে ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৪:০০

আরণ্যক রাখাল বলেছেন: হে হে। ট্রাই মারেন

৩৪| ২০ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৮:৪২

আমি ময়ূরাক্ষী বলেছেন: ভালো লাগলো
বিশেষ করে ...
মাঝেমাঝে অবাক লাগে
মাঝেমাঝে ক্লান্ত হই।
মাঝেমাঝে কবিতা লিখি
“আমি এখন তোমার নই!”

অভিমানী কথামালা।

২১ শে ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৩:৫৩

আরণ্যক রাখাল বলেছেন: অনেক ধন্যবাদ পড়ার জন্য

৩৫| ২০ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১১:৫৮

বোকা মানুষ বলতে চায় বলেছেন: মাঝে মাঝে আমাদেরও কবিতা পড়া হয়। ;)

+++++

২১ শে ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৩:৫৩

আরণ্যক রাখাল বলেছেন: হে হে।
ধন্যবাদ বোমা ভাই

৩৬| ২১ শে ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৩:৫৬

গেম চেঞ্জার বলেছেন: হাঃ হাঃ ২ নং টা ভাল্লাগসে B-)

২১ শে ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৪:০১

আরণ্যক রাখাল বলেছেন: থ্যাংকইউ পড়ার জন্য

৩৭| ২১ শে ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৪:২৫

রিপি বলেছেন: "মাঝেমাঝে অবাক লাগে
মাঝেমাঝে ক্লান্ত হই।
মাঝেমাঝে কবিতা লিখি
“আমি এখন তোমার নই!”

দুটো কবিতাই ভালো লাগলো অনেক..।

২১ শে ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৪:২৯

আরণ্যক রাখাল বলেছেন: অনেক ধন্যবাদ পড়ার জন্য

৩৮| ২১ শে ফেব্রুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৬:১৫

রিপি বলেছেন: "মাঝেমাঝে" কি একটা শব্দ নাকি বানানের ভুল?

২১ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৯:৪৫

আরণ্যক রাখাল বলেছেন: আমি একশব্দেই লিখেছি। আপনার মন্তব্য পড়ে অভিধান খুলেছিলাম। সেখানে "মাঝে মাঝে" দেখলাম মানে মাঝে একটা স্পেস আছে।
তবে বানানের ভুল মনে হচ্ছে না। একত্রে লেখা যেতে পারে, অন্তত আমার মনে হচ্ছে।
ধন্যবাদ অনেক ব্যাপারটা খেয়াল করার জন্য

৩৯| ২১ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১১:১৮

চাঁদগাজী বলেছেন:

সরল, সোজা পদ্য, সবার জন্য

টোকন ঠাকুরের নাম দেখলে আমি ক্লিক করি না।

২১ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১১:২৪

আরণ্যক রাখাল বলেছেন: আমি সোজা মানুষ সোজা পদ্য!
টোকন ঠাকুর আমার প্রিয় একজন কবি। তবে ব্লগে ওর আচরন মোটেও ভালো না। এটা সামাজিক ব্লগ, এখানে পাঠকের সাথে যোগাযোগটা ভদ্রতা। কেউ মন্তব্য করলে তার রিপ্লাই দেয়াটাও একধরনের ভদ্রতা, সামাজিকতা কিংবা পাঠকের সাথে মেশার কৌশল। ও সেটা ফলো করে না,
যাই হোক, তাতে তার কবিতা মোটেও ভারাক্রান্ত হয় না। ভালো লিখেন তিনি

৪০| ২২ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১২:৩৮

কথাকথিকেথিকথন বলেছেন: হুম সবকিছুই মাঝে মাঝে ঘটে !

দ্বিতীয় কবিতাটা দ্বিধান্বিত !
ঠিক কার মত ? কার মত ? !

ভাল লেগেছে যুগল কবিতায় ।

২২ শে ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ৯:৩৭

আরণ্যক রাখাল বলেছেন: অনেক ধন্যবাদ পড়ার জন্য কথাকথি ভাই

৪১| ২২ শে ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১২:২৭

জেন রসি বলেছেন: ভালো হইছে। :)

২২ শে ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ২:২৮

আরণ্যক রাখাল বলেছেন: থ্যাংকিউ

৪২| ২২ শে ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ২:২০

নেক্সাস বলেছেন: আপনার লিখার হাত বেশ পরিপক্ক। একদিকে ভাব ও বোধের অগোছালো প্রকাশে অহেতুক দুর্ভোদ্য শব্দের অভিযোজনে লেখা উত্তরাধুনিক কবিতা অন্যদিকে অন্ত্যমিল নিয়ে লেখা বেশীর ভাগ কবিতা হতাশ করে। অন্ত্যমিল নিয়ে লিখা বেশীর ভাগ কবিতায় দেখি অন্ত্যমিল করার জন্য অরোপিত শব্দের অনুপ্রবেশ। ফলে বেশীর ভাগ শব্দই কবিতার প্রেক্ষাপটে বেমানান ও দূর্বল হয়। এমন কবিতা বেশীর ভাগ ক্ষেত্রেই গীতি বা ছড়ায় রূপ নেয়। যখন এি কথা গুলো কোন কবিতার পোষ্টে মন্তব্য করি তখন কবি ( স্ত্রী/পুরুষ) তেলে বেগুনে জ্বলে উঠেন। উনি ভাবেন আমি বুঝি অন্ত্যমিলের বিপক্ষে। আবার অনেকে অন্ত্যমিল কে ছন্দের সাথে গুলিয়ে ফেলেন।

যাই হোক আপনার এই অন্ত্যমিল কবিতা বেশ ভাল লেগেছে। অন্তত আরোপিত শব্দ বা ক্লজের অনুপ্রবেশ ঘটেনি। ফলে সুখপাঠ্য বলা যায়। কিছু জায়গায় ছন্দের কিছুটা বিচ্যুতি আছে। আপনি নিজে কয়েকবার পড়লে ধরতে পারবেন। যেমন:

মাঝেমাঝে আকাশ দেখি
তখন সেথায় শকুন উড়ে,
তোমার মনের কোনেও কি
আমার গান নেই পড়ে?


এটা পড়ে দেখুনতো হোঁচট খান কিনা?

ভাল লাগা জানিয়ে শুভকামনা নিরন্তর

২২ শে ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ২:৩৪

আরণ্যক রাখাল বলেছেন: খুব ভালো বলেছেন। আসলে অন্ত্যমিল ব্যাপারটা সবার আসে না। আমারও আসে না। দেখবেন যাই, খাই ইত্যাদি অন্ত্যমিল দিয়েছি! কবির ইগোর ব্যাপারে আর কি বলব!
আসলে আমি কবিতা লিখিনা। একদমই না। এটা একপ্রকার শখ করে লেখা। আর ছন্দ ব্যাপারটাও আসে না মোটেও আমার।
হ্যাঁ, নেক্সাস ভাই, ঐ জায়গাটা কিছুটা বেমানান লাগছে। চেষ্টা করে দেখছি একটু তলিয়ে দেখার।
অনেক ধন্যবাদ

৪৩| ২২ শে ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৩:৩৫

হাসান মাহবুব বলেছেন: দ্বিতীয়টা বেশি ভালো।

চাঁদের আলোয় পুড়ে মরার বিষয়টি অভিনব।

শুভেচ্ছা।

২২ শে ফেব্রুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৭:২২

আরণ্যক রাখাল বলেছেন: থ্যাংকিউ হামা ভাই

৪৪| ২২ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৯:১৫

নুরএমডিচৌধূরী বলেছেন: মাঝেমাঝে আকাশ দেখি
তখন সেথায় শকুন উড়ে,
তোমার মনের কোনেও কি
আমার গান নেই পড়ে?
মাঝেমাঝে ঘুমের ঘোরে
স্বপ্ন বানান ভুল করি,
মাঝেমাঝে চাঁদের রাতে
অযথা আমি পুড়ে মরি।

মাঝেমাঝে অবাক লাগে
মাঝেমাঝে ক্লান্ত হই।
মাঝেমাঝে কবিতা লিখি
“আমি এখন তোমার নই!”

২২ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৯:২২

আরণ্যক রাখাল বলেছেন: :P

৪৫| ২৩ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৯:৪২

উৎস আরণ্যক বলেছেন: তোমার শহর আমার থেকে দূরে সরে যায় ক্রমশ আর
আমি তার জন্য দুঃখবোধ করি খুব কম যেহেতু জানি
দীর্ঘ প্রেম বলে কিছু নেই। আর আমি ঈশ্বর হলে তোমাকে
সত্তুরজন পুরুষ উপহার দিতাম, বিলিভ মি। ব্লাকহোলে
ব্যবস্থা করতাম একটা হ্যারিকেনের যাতে তুমি সেই সত্তুরজনের
সাথে সঙ্গম করতে পার- বেবি হার্ডকোর, ইয়েস- আর তার
লাইভ শো দেখানো হবে বিটিভি আর সিএনেন এ যাতে
মিস্টার প্রেসিডেন্টও তোমাকে দেখে মাস্টারবেড করতে পারে।

২৩ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৯:৪৪

আরণ্যক রাখাল বলেছেন: নিজের কবিতা নিজে পড়

৪৬| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৬ ভোর ৫:৫৩

চন্দ্ররথা রাজশ্রী বলেছেন: সোজাসাপটা ভাললাগা রেখে গেলাম।

ভাল থাকবেন।

২৪ শে ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৩:৫৭

আরণ্যক রাখাল বলেছেন: সোজাসাপটা ধন্যবাদ আপনাকে

৪৭| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ১১:৪৭

দিগন্ত জর্জ বলেছেন: ভালো লাগলো কবিতাটা। আবেগপবন হয়ে গেলাম। সুন্দর সুন্দর।
+ দিয়া গেলাম।

২৪ শে ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৩:৫৫

আরণ্যক রাখাল বলেছেন: অনেক অনেক ধন্যবাদ

৪৮| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১২:০৭

রয়েল বেঙ্গল ছাগল বলেছেন: ভালো কবিতা

২৬ শে ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ১০:৩৫

আরণ্যক রাখাল বলেছেন: ধন্যবাদ পড়ার জন্য

৪৯| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১২:১২

দিল মোহাম্মদ মামুন বলেছেন: আপনার লিখুনী অসাধারণ ! ধন্যবাদ জানবেন

২৬ শে ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ১০:৩৬

আরণ্যক রাখাল বলেছেন: অনেক ধন্যবাদ

৫০| ০১ লা মার্চ, ২০১৬ রাত ৯:৩০

খায়রুল আহসান বলেছেন: মাঝেমাঝে চাঁদের রাতে
অযথা আমি পুড়ে মরি।

মাঝেমাঝে অবাক লাগে
মাঝেমাঝে ক্লান্ত হই।
মাঝেমাঝে কবিতা লিখি
“আমি এখন তোমার নই!”
-- এ ক'টা পংক্তি বেশ সুন্দর হয়েছে। কবিতা ভালো লেগেছে।
নেক্সাসের মন্তব্যটা (৪২ নং) ভালো লেগেছে, লাইক করেছি।

০১ লা মার্চ, ২০১৬ রাত ১১:৫৭

আরণ্যক রাখাল বলেছেন: অনেক ধন্যবাদ আপনাকে

৫১| ০২ রা মে, ২০১৬ রাত ৯:১৯

দেবজ্যোতিকাজল বলেছেন: ভাললাগল

০৩ রা মে, ২০১৬ রাত ৯:৫২

আরণ্যক রাখাল বলেছেন: thank u

৫২| ২৭ শে আগস্ট, ২০১৬ বিকাল ৪:১৭

কবি হাফেজ আহমেদ বলেছেন: দারুন প্রকাশ। পড়ে ভালো লাগলো।

৫৩| ১৫ ই ফেব্রুয়ারি, ২০১৭ রাত ২:৪৬

অতঃপর হৃদয় বলেছেন: আজ পড়লাম।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.