নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মাতাল ঋত্বিক আমি, প্রেমকথা আমার ঋগ্বেদ

আরণ্যক রাখাল

মাতাল ঋত্বিক আমি, প্রেমকথা আমার ঋগ্বেদ

আরণ্যক রাখাল › বিস্তারিত পোস্টঃ

বিষয়ঃ- পর্ন সাইট ও একটি টকশো

২১ শে এপ্রিল, ২০১৬ রাত ১২:২১

জনৈক যুবক একজন পাদ্রীকে জিজ্ঞেস করেছিল, “ফাদার, কোন মেয়ের সাথে ঘুমানো কি পাপ?”
ফাদার জবাব দিয়েছিলেন, “কোন মেয়ের সাথে ঘুমানো মোটেও পাপ নয়। তবে কি বাছা, তোমরা তো ঘুমাও না!”
তেমনই ইন্টারনেট চালানোটা মোটেও খারাপ কিছু নয়, কিন্তু আমরা তো ইন্টারনেটে শুধু ভালো কিছু এক্সপ্লোর করি না! বাংলাদেশের বেশির ভাগ ছেলে ইন্টারনেটের সাথে পরিচিত হয় পর্ন সাইটের মাধ্যমে (মেয়েদের কথা জানি না। তবে ওরাও এক গোয়ালেরই গরু কিনা, মানে একই কারখানার প্রোডাক্ট- কাজেই......)। আমি নিজে প্রথম পর্ন সার্চ করেছিলাম ইন্টারনেট হাতে পেয়েই। একধরনের নেশা হয়ে গিয়েছিলো পর্ন দেখা। যেহেতু আমাদের দেশে সেক্স এজুকেশান নেই, তাই কৌতূহল মেটানোর উপায় ছিল ওটাই।
মজার ব্যাপার, তথ্য প্রতিমন্ত্রী পর্ন সাইট বন্ধের কথা বললেন, একটা কমেন্টের জবাবে। ভাবছি, একাত্তরে ফেসবুক থাকলে কী হতো! হয়তো, বঙ্গবন্ধু কাউকে ইনবক্সে বলতেন, স্বাধীনতা ঘোষণা করলাম। সেই ম্যাসেজের স্ক্রিনশট আবার ভাইরাল হয়ে যুদ্ধ শুরু হয়ে যেত!
যাই হোক। আমি জানি, পর্ন দেখা বাজে। কিন্তু আমি কী দেখবো না দেখবো সেটা নির্ধারণ করার সরকার কে?
আমি জানি, সিগারেট ক্ষতিকর, মদ খেলে প্রচুর ক্ষতি হয় শরীরের। কৈ সিগারেট তো নিষিদ্ধ হচ্ছে না! বারগুলো তো বন্ধ হচ্ছে না! যৌনপল্লীগুলোতে অনেক সময় ভুলিয়ে ভালিয়ে মেয়েদের এমনকি শিশুদেরও নিয়ে গিয়ে পতিতাবৃত্তিতে নামানো হচ্ছে, কিন্তু পতিতাবৃত্তি নিষিদ্ধ করে ওদের পুনর্বাসন ও অন্য পেশাতে নিয়োগ তো করা হচ্ছে না!
হ্যাঁ, আপনি পাবলিককে বোঝাতে পারেন, পর্ন দেখার কুফল, তার ক্ষতিকর দিক। কিন্তু বন্ধ করাটা মুর্খামি। আমার স্বাধীনতায় হাত দেয়ার অধিকার কাউকে দেয়া হয়নি। আমি পর্ন দেখে আপনার ঘরে গিয়ে মাস্টারবেট না করলেই হয়েছে। তাছাড়া পর্ন দেখা নিষিদ্ধ হলে পোলাপান আরো বেশি করে দেখবে। কারণ নিষিদ্ধ জিনিসের প্রতি আকর্ষণ থাকে বেশি। ওটা এমনিতেই নিষিদ্ধ, তার উপর যদি রাষ্ট্রীয়ভাবে নিষিদ্ধ করে নিষিদ্ধ স্কয়ার করা হয়, তাহলে তো কথাই নেই......... ফেসবুক যখন বন্ধ ছিল তখনও অনেকে ফেসবুক ব্যবহার করেছে। আর সেটা প্রকাশও করেছে গর্বের সাথে। এবারে হয়তো পর্ন দেখাটা গর্বের সাথে প্রকাশ করবে!
তাই, এসব আউলফাউল কিছু না করে, সেক্স এজুকেশানের দিকে মনোযোগ দেয়া উচিৎ। একমাত্র যৌন শিক্ষাই পারে পর্ন দেখা থেকে তরুণদের দূরে রাখতে।
ও হ্যাঁ, একটা টিপস দিতে ভুলেই গেছি। যারা খুব টেনশনে আছেন, ভাবছেন, “কয়েকদিন পর আর পর্ন দেখতে পারবো না, রাত কাটবে কী করে”, তারা এখন থেকে ওগুলো কালেকশান শুরু করে দিন। যদি সত্যি সত্যিই বন্ধ করে দেয় B-)

টকশো আমি জ্ঞানত দেখি না। কিন্তু কয়েকদিন থেকে বাবার পাল্লায় পরে নিয়মিত দেখতে হচ্ছে। সাধারণত খাওয়ার সময় ছাড়া টিভি দেখার সময় পাই না। রাতে যখন খেতে যাই, ঠিক তখনই এটিএন নিউজে ‘নিউজ আওয়ার এক্সট্রা’ শুরু হয়। বাবা দেখেন বলে আমাকেও দেখতে হয় বাধ্য হয়েই।
এই টকশোগুলো নির্মল বিনোদনের একটা মাধ্যম। যারা মনে করেন, বাংলাদেশের চ্যানেলগুলোয় বিনোদনমূলক কিছু হয় না, তাদের এই টকশোগুলো দেখা উচিৎ!
একটি টকশো-
আ আ ম স কিছুএকটা সিদ্দিকি- এই শামসুল শালা একদম কানে শোনে না। দেখতেও পারে না বোধহয়। কীভাবে নাকেমুখে কথা বলছে দেখুন!
এনএন চৌধুরীঃ- আমি আপনার সাথে পুরোটা একমত নই। তবে একটা ব্যাপারে একমত, শামসুল ইসলাম আসলেই কানে কম শোনে। তবে তিনি দেখতে পারে। তিনি আমার মোবাইলেই কাল ইয়ে আরকি ভিডিও দেখেছেন। তবে, বাংলাদেশে ঐ ইয়ে দেখা নিষিদ্ধ তো তাই চুপি চুপি দেখেছেন। আর এই যে বললেন, তিনি আপনার শালা, এই কথাটারও আমি বিরোধিতা করছি। কারণ আপনি বিয়েই করেননি।
শামসুল ইসলামঃ- আমি আপনাদের সাথে একটু যোগ করতে চাই। আজ আমি গোসলে গিয়ে দেখি পানি নেই! আমি ভালমতো গোসলটাও করতে পারলাম না। দেশের উন্নতি কীভাবে হয় বলতে পারেন? আমার মতো একজন নামীদামী মানুষ কিনা কাল থেকে গোসল করিনি! আমরা কি এই বাংলাদেশ চেয়েছিলাম?
আ স ম কিছুএকটা সিদ্দিকি- তাই তো বলি ঘামের গন্ধ কোথা থেকে আসছে!
এনএন চৌধুরীঃ- আমি আপনার সাথে সম্পূর্ণভাবে একমত হতে পারলাম না, সিদ্দিকি ভাই। শামসুলের ভাইয়ের গা থেকে ঘামের সাথে সাথে কড়া পার্ফিউমের গন্ধও আসছে। সে কথাটা ভুলে গেলে চলবে না ........আমাদের সমস্যাটা হলো, আমরা ছোটছোট ব্যাপারগুলোয় গুরুত্ব দেই না..................
উপস্থাপকঃ- এনএন স্যার, আমি আপনার কাছে ফিরে আসবো বিরতির পর। প্রিয় দর্শক, ছোট্ট একটা বিরতি নিচ্ছি। কোত্থাও যাবেন না। সঙ্গে থাকুন, দেখতে থাকুন নিউজ আওয়ার এক্সট্রা!

মন্তব্য ৫৪ টি রেটিং +১৩/-০

মন্তব্য (৫৪) মন্তব্য লিখুন

১| ২১ শে এপ্রিল, ২০১৬ রাত ১২:৫৯

বিদ্রোহী ভৃগু বলেছেন: হা হা হা
টকশোর আসলেই জবাব নেই।

..হ্যাঁ, আপনি পাবলিককে বোঝাতে পারেন, পর্ন দেখার কুফল, তার ক্ষতিকর দিক। কিন্তু বন্ধ করাটা মুর্খামি। আমার স্বাধীনতায় হাত দেয়ার অধিকার কাউকে দেয়া হয়নি। আমি পর্ন দেখে আপনার ঘরে গিয়ে মাস্টারবেট না করলেই হয়েছে। তাছাড়া পর্ন দেখা নিষিদ্ধ হলে পোলাপান আরো বেশি করে দেখবে। কারণ নিষিদ্ধ জিনিসের প্রতি আকর্ষণ থাকে বেশি। ওটা এমনিতেই নিষিদ্ধ, তার উপর যদি রাষ্ট্রীয়ভাবে নিষিদ্ধ করে নিষিদ্ধ স্কয়ার করা হয়, তাহলে তো কথাই নেই......... ফেসবুক যখন বন্ধ ছিল তখনও অনেকে ফেসবুক ব্যবহার করেছে। আর সেটা প্রকাশও করেছে গর্বের সাথে। -এমনই হবে সম্ভবত।

আর এইসব আন্ডার কাভার ক্যামোফ্লাজ দিয়ে কি আর মৌলিক ব্যর্থতা ঢাকা যায় ? যায়না- কে কাকে বোঝাবে?

২১ শে এপ্রিল, ২০১৬ সকাল ১০:২২

আরণ্যক রাখাল বলেছেন: এইসব আন্ডার কাভার ক্যামোফ্লাজ দিয়ে কি আর মৌলিক ব্যর্থতা ঢাকা যায় ?
সেই চেষ্টাটাই হচ্ছে খুব ভালমতো।
ফেসবুক টুইটার বন্ধ ছিল, পাবলিক ভিপিএন, ইউসি ব্রাউজার ইত্যাদি দিয়ে চালিয়েছে। এবারে পর্নের বেলাতেও তাই হবে!
আমি চিন্তা করছি তাদের কথা যারা এসব পারে না করতে। তাদের কী হবে? তারা তো দেখতে পারবে না।
"কেউ পর্ন দেখবে কেউ দেখবে না তা হবে না তা হবে না" B-)

২| ২১ শে এপ্রিল, ২০১৬ রাত ১:০৩

বেদের ছেলে মফিজ মিয়া বলেছেন: আতংকিত জনগণের মইধ্যে পয়লা চিক্কুরটা পুটুনদাই দিছিল। পুটুনদার চিল্লানিতে পুলিশ আসে, পুলিশের বাঁশির ফুঁতে পুরা শাহজাহানপুরের লোকজন আসে, এরপরই আমি খবরটা সারাদেশে জানানোর জইণ্য বোলগে আসি।
ভাল করসি না?

২১ শে এপ্রিল, ২০১৬ সকাল ১০:২৫

আরণ্যক রাখাল বলেছেন: অবশ্যই। মহান একটা কাজ করছেন।
আমাদের আশা ভরসা সব তো পুটুনদাই। সব জায়গাতেই তিনি একটা করে চিক্কুর মারেন। তার চিক্কুর শোনা না গেলেই বুঝতে হবে দেশে পুটুমারা লোকের অভাব হয়ে গেছে। তার পুটু কেউ মারছে না। তাই তার চিক্কুরমারাটা খুব জরুরী!!

৩| ২১ শে এপ্রিল, ২০১৬ রাত ১:১৬

সুমন কর বলেছেন: সিগারেট ক্ষতিকর, মদ খেলে প্রচুর ক্ষতি হয় শরীরের। কৈ সিগারেট তো নিষিদ্ধ হচ্ছে না! বারগুলো তো বন্ধ হচ্ছে না! ........

আমাদের সমস্যাটা হলো, আমরা ছোটছোট ব্যাপারগুলোয় গুরুত্ব দেই না..................+

২১ শে এপ্রিল, ২০১৬ সকাল ১০:৪৩

আরণ্যক রাখাল বলেছেন: thank u thank u

৪| ২১ শে এপ্রিল, ২০১৬ রাত ২:১৮

মোস্তফা কামাল পলাশ বলেছেন:

আপনার টকশো এর সংলাপ শুনে পুরাই মাননীয় স্পীকার হয়া গেছি =p~

২১ শে এপ্রিল, ২০১৬ সকাল ১১:০৩

আরণ্যক রাখাল বলেছেন: হে হে। স্পীকার হওয়া কম কথা নাকি?

৫| ২১ শে এপ্রিল, ২০১৬ রাত ৩:০৯

মহা সমন্বয় বলেছেন: আমি পর্ন দেখে আপনার ঘরে গিয়ে মাস্টারবেট না করলেই হয়েছে। =p~ :-P

২১ শে এপ্রিল, ২০১৬ দুপুর ১২:২০

আরণ্যক রাখাল বলেছেন: ;)

৬| ২১ শে এপ্রিল, ২০১৬ সকাল ৯:৩২

বিজন রয় বলেছেন: হা হা হা

চরম।
এতদিন কই ছিলেন?

২১ শে এপ্রিল, ২০১৬ দুপুর ১২:২২

আরণ্যক রাখাল বলেছেন: এইতো আছি। কিন্তু নিয়মিত হতে পারছি না ব্যস্ততার কারণে, তবে তাড়াতাড়িই নিয়মিত হব!

৭| ২১ শে এপ্রিল, ২০১৬ বিকাল ৩:২৯

হাসান মাহবুব বলেছেন: টকশো'র ডায়ালগগুলা সইত্য নাকি? দেখতে হৈবোতো অহুন্থিকা!

২১ শে এপ্রিল, ২০১৬ বিকাল ৫:২৮

আরণ্যক রাখাল বলেছেন: টকশোর কোন ভরসা নাই। হইতেও পারে এমন!

৮| ২১ শে এপ্রিল, ২০১৬ সন্ধ্যা ৭:০৫

রাজু বলেছেন: ইযাম্মা...!! লাইভ দেখার চেয়ে মনে হয় আপনার লিখাটাই সুন্দর হইচে... ++

২১ শে এপ্রিল, ২০১৬ সন্ধ্যা ৭:৫০

আরণ্যক রাখাল বলেছেন: অপ্স! লেখাটা সার্থক তাইলে!

৯| ২১ শে এপ্রিল, ২০১৬ রাত ৮:০৬

গেম চেঞ্জার বলেছেন: আমি পর্নের বিরুদ্ধে বলেই পর্ন সাইট বন্ধ করে এটাকে আরো আকর্ষণীয় করার বিপক্ষে।

টকশো'য় তামাম জাতীয় সমস্যার সমাধান নিহিত থাকে। এইডা নিয়া কুনু কথা নাই।

২১ শে এপ্রিল, ২০১৬ রাত ৮:২২

আরণ্যক রাখাল বলেছেন: একদম ঠিক বলেছেন, জনাব

১০| ২১ শে এপ্রিল, ২০১৬ রাত ৮:০৭

রূপক বিধৌত সাধু বলেছেন: জনৈক যুবক একজন পাদ্রীকে জিজ্ঞেস করেছিল, “ফাদার, কোন মেয়ের সাথে ঘুমানো কি পাপ?”
ফাদার জবাব দিয়েছিলেন, “কোন মেয়ের সাথে ঘুমানো মোটেও পাপ নয়। তবে কি বাছা, তোমরা তো ঘুমাও না!”
তেমনই ইন্টারনেট চালানোটা মোটেও খারাপ কিছু নয়, কিন্তু আমরা তো ইন্টারনেটে শুধু ভালো কিছু এক্সপ্লোর করি না! বাংলাদেশের বেশির ভাগ ছেলে ইন্টারনেটের সাথে পরিচিত হয় পর্ন সাইটের মাধ্যমে (মেয়েদের কথা জানি না। তবে ওরাও এক গোয়ালেরই গরু কিনা, মানে একই কারখানার প্রোডাক্ট- কাজেই......)।

২১ শে এপ্রিল, ২০১৬ রাত ৮:৩০

আরণ্যক রাখাল বলেছেন: ;)

১১| ২১ শে এপ্রিল, ২০১৬ রাত ৯:৩৬

নীলপরি বলেছেন: ভালো লিখেছেন ।:)

২১ শে এপ্রিল, ২০১৬ রাত ১০:২৭

আরণ্যক রাখাল বলেছেন: থ্যাংকিউ

১২| ২১ শে এপ্রিল, ২০১৬ রাত ১০:৩৩

প্রামানিক বলেছেন: বাস্তবতার আলোকে অনেক ভাল লিখেছেন। ধন্যবাদ

২১ শে এপ্রিল, ২০১৬ রাত ১১:০৩

আরণ্যক রাখাল বলেছেন: আপনাকেও ধন্যবাদ

১৩| ২১ শে এপ্রিল, ২০১৬ রাত ১০:৪৮

বখাটে সাধক বলেছেন: পর্ণ সাইট গুলো বন্ধ না করে ঐ জলসা-মলসা, জি বাংলা এগুলা বন্ধ করা উচিত।পারিবারিক শান্তি আসবে।আমরা যুবকরা বিনোদন থেকে বঞ্চিত হলে নারীরা বাদ যাবে কেন???

২১ শে এপ্রিল, ২০১৬ রাত ১১:০৫

আরণ্যক রাখাল বলেছেন: হা হা ওগুলা বন্ধ করলে বাংলাদেশের দীপ্তি চ্যানেলটা দেখবে। জলসা, জি বাংলা এদের বাংলাদেশি সংস্করণ ওটা। একেবারে ক্লোন বলা যায়!

১৪| ২১ শে এপ্রিল, ২০১৬ রাত ১০:৫২

আলোরিকা বলেছেন: :) :D =p~------- নতুন বছর শুভ হোক !

২১ শে এপ্রিল, ২০১৬ রাত ১১:০৬

আরণ্যক রাখাল বলেছেন: আপনারও শুভ হোক নতুন বছরের পথচলা

১৫| ২২ শে এপ্রিল, ২০১৬ রাত ১:১২

কল্লোল আবেদীন বলেছেন: শতভাগ সহমত।
চমৎকার লিখেছেন।

২২ শে এপ্রিল, ২০১৬ সকাল ১০:২০

আরণ্যক রাখাল বলেছেন: ধন্যবাদ অনেক। দেখা যাক কী হয়!

১৬| ২২ শে এপ্রিল, ২০১৬ রাত ২:৩৬

মোটা ফ্রেমের চশমা বলেছেন: সরাসরি বন্ধ করে দিলে পর্নের মত ট্যাবু ব্যাপারটা ওপেনলি করার সাহস অনেকেই দেখাবে (আগে হলে এই কথা নিজেই বিশ্বাস করতাম না। কিন্তু ফেবুর দুনিয়ায় সবই সম্ভব :( ) গাছ ঊপড়াতে হলে গোড়া কাটতে হয়। বেহুদা শুকনা পাতা আর ডাল ছেঁটে লাভ কিরে ভাই?

২২ শে এপ্রিল, ২০১৬ সকাল ১০:২৫

আরণ্যক রাখাল বলেছেন: চরম বলেছেন।
বন্ধ করে দিলে বেশি দেখবে আরও। দেয়াল ভাঙার একটা মজা আছে। পর্ন দেখাটা হবে তখন দেয়াল ভাঙার সামিল।
অল্টারনেটিভ কিছু ভাবতে হবে, পর্ন আসক্তি থেকে মানুষকে বাঁচাতে হলে।

১৭| ২২ শে এপ্রিল, ২০১৬ রাত ৩:৩৬

জাহিদ রুবেল বলেছেন: সতিই চরম লিখেছেন দাদা

২২ শে এপ্রিল, ২০১৬ সকাল ১০:২৬

আরণ্যক রাখাল বলেছেন: দাদা, আপনাকেও ধন্যবাদ

১৮| ২২ শে এপ্রিল, ২০১৬ সকাল ৯:৩৬

চানাচুর বলেছেন: মন্ত্রী তো চায় ফেবু টুইটার ব্লগ সব বন্ধ করতে। সেগুলো না করতে না পেরে যে শুধু পর্ন সাইট বন্ধ করছে সেটার জন্য আল্লাহর কাছে আমাদের শোকরানা আদায় করা উচিত।

২২ শে এপ্রিল, ২০১৬ সকাল ১০:৩২

আরণ্যক রাখাল বলেছেন: ফেবু, ব্লগ টুইটার বন্ধ করেনি এজন্য শোকরানা আদায় করাই যায়। তবে পর্ন সাইট বন্ধ না করলে শোকরানাটা ডাবল হয়ে যাবে ;)

১৯| ২২ শে এপ্রিল, ২০১৬ সকাল ১০:৩৬

চানাচুর বলেছেন: তাহলে আর কি করবেন! আল্লাহ আল্লাহ করেন।

২২ শে এপ্রিল, ২০১৬ সকাল ১০:৪৩

আরণ্যক রাখাল বলেছেন: আমি বড়ই পাপি বান্দা, আমার কথা শুনবে না। ভাবতেছি একটা হুজুর নিয়োগ করবো!

২০| ২৩ শে এপ্রিল, ২০১৬ রাত ১:০০

উল্টা দূরবীন বলেছেন: বাচ্চা বাচ্চা ছেলেপেলেদের স্মার্টফোনে ক্ল্যাশ অফ ক্ল্যান খেলতে দেখি। ওই গেম খেলতে নেট কানেকশান অবধারিত। আমি মোটামুটি নিশ্চিত, তলে তলে এসব কম বয়সী ছেলেপেলেরা নিশ্চই ইয়ে খোঁজে। আর নিষিদ্ধ হবার খবর কানে গেলে এরা আরো বেশি করে খুঁজবে। জিনিশটা অনেকটা দাবানলে পেট্রল ছিটিয়ে দেবার মত।

লেখা পইড়া বিনোদিত হইলাম তবে জিনিশটা সিরিয়াস একটা ইস্যু। আর টক-মিষ্টি-ঝাল শোর ডায়লগ গুলা কি আসল নাকি?

২৬ শে এপ্রিল, ২০১৬ সন্ধ্যা ৭:৫৫

আরণ্যক রাখাল বলেছেন: নাহ। একদম আসল না। আসল হলে মানুষ মিরাক্কেল না দেখে টকশো দেখত!
আসলেই ব্যাপারটা সিরিয়াস। নিষিদ্ধ করার মানেই হয় না

২১| ২৩ শে এপ্রিল, ২০১৬ রাত ৮:১৬

আমিই মিসির আলী বলেছেন: বিনোদন ভরা টকশো।
ভালো লাগলো।

২৬ শে এপ্রিল, ২০১৬ সন্ধ্যা ৭:৫৬

আরণ্যক রাখাল বলেছেন: ধন্যবাদ অনেক দাদা

২২| ২৪ শে এপ্রিল, ২০১৬ দুপুর ১:৪২

হাতুড়ে লেখক বলেছেন: + ;)

২৬ শে এপ্রিল, ২০১৬ সন্ধ্যা ৭:৫৮

আরণ্যক রাখাল বলেছেন: ধন্যবাদ!

২৩| ২৪ শে এপ্রিল, ২০১৬ বিকাল ৫:১৩

অতঃপর হৃদয় বলেছেন: চমৎকার লিখেছেন :) বিশেষ করে টক শো টা ভালো হইছে।

২৬ শে এপ্রিল, ২০১৬ রাত ৮:০০

আরণ্যক রাখাল বলেছেন: thank u

২৪| ২৮ শে এপ্রিল, ২০১৬ রাত ১:২১

চাঁদগাজী বলেছেন:


ছোট মেয়েরা পর্ণ দেখলে, তাদের মাঝে খারাপ ভয়ানক পরিবর্তন আসে

২৮ শে এপ্রিল, ২০১৬ রাত ১:২৪

আরণ্যক রাখাল বলেছেন: ছেলেরা দেখলেও আসে। তবে বন্ধ করাটা হবে মুর্খামি। তখন পর্ণ দেখে তারা/আমরা দেয়াল ভাঙার আনন্দ পাবে/পাবো। এটা পর্ন দেখাটা বাড়িয়ে দেবে আরও, কয়েকগুণে

২৫| ২৯ শে এপ্রিল, ২০১৬ দুপুর ১২:৫৫

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: আপনি পাবলিককে বোঝাতে পারেন, পর্ন দেখার কুফল, তার ক্ষতিকর দিক। কিন্তু বন্ধ করাটা মুর্খামি। আমার স্বাধীনতায় হাত দেয়ার অধিকার কাউকে দেয়া হয়নি। আমি পর্ন দেখে আপনার ঘরে গিয়ে মাস্টারবেট না করলেই হয়েছে। তাছাড়া পর্ন দেখা নিষিদ্ধ হলে পোলাপান আরো বেশি করে দেখবে। কারণ নিষিদ্ধ জিনিসের প্রতি আকর্ষণ থাকে বেশি। ওটা এমনিতেই নিষিদ্ধ, তার উপর যদি রাষ্ট্রীয়ভাবে নিষিদ্ধ করে নিষিদ্ধ স্কয়ার করা হয়, তাহলে তো কথাই নেই.........

শত ভাগ সহমত !!

২৯ শে এপ্রিল, ২০১৬ দুপুর ১২:৫৯

আরণ্যক রাখাল বলেছেন: ধন্যবাদ লিটল ভাই

২৬| ৩০ শে এপ্রিল, ২০১৬ দুপুর ২:২৫

মো: জাকির হোসেন বলেছেন: টক শো টা চমৎকার লিখেছেন

৩০ শে এপ্রিল, ২০১৬ রাত ৮:২৬

আরণ্যক রাখাল বলেছেন: ধন্যবাদ অনেক ভ্রাতা

২৭| ১৫ ই মে, ২০১৬ রাত ৮:১৯

খায়রুল আহসান বলেছেন: যেকোন নিষিদ্ধ জিনিষের প্রতি মানুষের প্রবল আকর্ষণ থাকে। তবে এটাকে এখনকার মত এতটা সহজলভ্য রাখাটাও সমীচিন নয়। কিভাবে ব্যাপারটাকে সুন্দরভাবে সামলানো যায়, সে ব্যাপারে সরকার, সমাজ বিজ্ঞানী এবং মনোবিজ্ঞানীদের মাঝে একটা আলোচনা হওয়া উচিত।

২৮| ১৩ ই জুন, ২০১৬ বিকাল ৫:১৬

আরণ্যক রাখাল বলেছেন: উত্তম প্রস্তাব

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.