![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি কোটাধারী, বিদ্বানভারি,
সুখেই রয়েছি বেশ।
বাপ বেটা মোরা, হোমরাচোমরা,
বসেই ছিড়ছি কেশ।
আমার ছেলে, মস্ত দিলে,
বিশাল ছাত্র নেতা।
রয়েছে ফর্মে, তাহার চার্মে,
ভরিয়া উঠেছে পাতা।
হয়েছে নেতা, কিনছে মাথা,
দিচ্ছে দিনে দুবার ঠাপ।
পারলে তবু, বলছে শুধু,
সেই তাদের বাপের বাপ।
মোরা দুজন, দেশের সুজন,
করছি লোকের সেবা।
আছে সরকার, আর কী দরকার-
ঠেকাবে মোদের কেবা?
এমনি করেই, জনমভরেই,
বাচিয়া থাকুক কোটা।
তোরা অবোধই, রাষ্ট্রবিরোধী,
যাহারা দিস খোটা।
তোদের ঠ্যাঙানো, দেশের জন্য
খুব করে দরকার।
এর'তরে তাই, বারবার চাই,
হাসিনা সরকার।
২০ শে জুলাই, ২০১৮ রাত ১:২৮
আরণ্যক রাখাল বলেছেন: অনেক ধন্যবাদ।
আমি চাই, ব্যাঙ্গ কবিতা লেখার আর বিষয়ই না থাকে।
২| ২০ শে জুলাই, ২০১৮ রাত ১:৩৫
বিচার মানি তালগাছ আমার বলেছেন: এই সময়ের তীব্র ক্ষোভের বহিঃপ্রকাশ...
২০ শে জুলাই, ২০১৮ রাত ১:৫০
আরণ্যক রাখাল বলেছেন: সময় আছে, এখনও নৌকায় আসুন
৩| ২০ শে জুলাই, ২০১৮ রাত ৩:০৩
কাওসার চৌধুরী বলেছেন:
বুদ্ধি ভালোই। যত্ত পার কোটা দেবে
নিন্দুকেরা একটু নাহয় খোঁটা দেবে!
কী আসে যায়? কর্ণে তুলো গুঁজে নিও
কোটার নতুন ক্ষেত্র আরও খুঁজেনিও!
২০ শে জুলাই, ২০১৮ বিকাল ৩:৩১
আরণ্যক রাখাল বলেছেন: কোটা নিয়ে কথা নয়,
গাও শুধু গুণগান।
সরকারে চটে গেলে,
মুলে দেবে দুই কান
৪| ২০ শে জুলাই, ২০১৮ ভোর ৪:০৬
সচেতনহ্যাপী বলেছেন: আমি কিছু বলবো না।। কর্তার ইচ্ছে কর্ম!!
২০ শে জুলাই, ২০১৮ বিকাল ৩:৩২
আরণ্যক রাখাল বলেছেন: হুম। আজব দেশের মানুষ আমরা
৫| ২০ শে জুলাই, ২০১৮ ভোর ৪:১২
এম এ কাশেম বলেছেন: ছড়া সুন্দর ও যুগোপযোগী, তবে সরাসরি নাম উল্লেখ করাটা উচিত হয়নি,
সেখানে অন্য কোন ইঙ্গিতময় প্রতিশব্দ দেয়া যেতো।
শুভ কামনা।
২০ শে জুলাই, ২০১৮ বিকাল ৩:৩২
আরণ্যক রাখাল বলেছেন: আমি সরাসরি বলেই শান্তি পেয়েছি
৬| ২০ শে জুলাই, ২০১৮ ভোর ৫:০৩
সোহানী বলেছেন: তা আর বলতে............ এইজন্যই কোটা থাকবে
২০ শে জুলাই, ২০১৮ বিকাল ৩:৩২
আরণ্যক রাখাল বলেছেন:
৭| ২০ শে জুলাই, ২০১৮ সকাল ৮:০৭
কাইকর বলেছেন: ভাল লাগা রইলো
২০ শে জুলাই, ২০১৮ বিকাল ৩:৩৩
আরণ্যক রাখাল বলেছেন: ধন্যবাদ
৮| ২০ শে জুলাই, ২০১৮ সকাল ৮:৫৮
ঢাবিয়ান বলেছেন: দলীয় কামলা না থাকলে
ক্ষমতা থাকবে কেমনে?
২০ শে জুলাই, ২০১৮ বিকাল ৩:৩৩
আরণ্যক রাখাল বলেছেন: সেইটাই। কামলা দরকার
৯| ২০ শে জুলাই, ২০১৮ সকাল ৯:৪৩
এ.এস বাশার বলেছেন: ভালো লাগলো......
২০ শে জুলাই, ২০১৮ বিকাল ৩:৩৩
আরণ্যক রাখাল বলেছেন: ধন্যবাদ
১০| ২০ শে জুলাই, ২০১৮ সকাল ১০:০৭
বিদ্রোহী ভৃগু বলেছেন:
সংসদে দাড়িয়ে দেয় যে বচন
ক্ষোভে দু:খে দেয় বাদ
সংস্কার মানে বোঝাবে কে তারে
এখন উল।টো বাজায় নাদ!
২০ শে জুলাই, ২০১৮ বিকাল ৩:৩৪
আরণ্যক রাখাল বলেছেন: তিনি বাংলায় নাকি গ্রাজুয়েশন করেছেন
১১| ২০ শে জুলাই, ২০১৮ সকাল ১০:২০
রাজীব নুর বলেছেন: সুন্দর কবিতা।
২০ শে জুলাই, ২০১৮ বিকাল ৩:৩৫
আরণ্যক রাখাল বলেছেন: ধন্যবাদ
১২| ২০ শে জুলাই, ২০১৮ সকাল ১০:৩১
স্রাঞ্জি সে বলেছেন: প্রীশু ভাইজান।
কবিতায় ভাল লাগা।
২০ শে জুলাই, ২০১৮ বিকাল ৩:৩৫
আরণ্যক রাখাল বলেছেন: ধন্যবাদ
১৩| ২০ শে জুলাই, ২০১৮ দুপুর ১:১০
আহমেদ জী এস বলেছেন: আরণ্যক রাখাল ,
আরণ্যক গর্জনে কেঁপে ওঠা ছড়া কবিতা ।
২০ শে জুলাই, ২০১৮ বিকাল ৩:৩৫
আরণ্যক রাখাল বলেছেন: এমন করে যদি কোটা সংস্কার করা যেত!
১৪| ২০ শে জুলাই, ২০১৮ বিকাল ৫:০৭
করুণাধারা বলেছেন: চমৎকার হয়েছে কবিতা।
এর চাইতে বেশি কিছু মন্তব্য করার সাহস হলো না।
২০ শে জুলাই, ২০১৮ রাত ৯:২৩
আরণ্যক রাখাল বলেছেন: ধন্যবাদ
১৫| ২০ শে জুলাই, ২০১৮ সন্ধ্যা ৬:২৪
অপু তানভীর বলেছেন: কেস খাইয়েন না আবার !
২০ শে জুলাই, ২০১৮ রাত ৯:২৩
আরণ্যক রাখাল বলেছেন: আমার মত হেজিপেজির বিরুদ্ধে কেস কেউ করবে না। ভয় নাই
১৬| ২০ শে জুলাই, ২০১৮ রাত ৯:১৬
ইফতি সৌরভ বলেছেন: বাহ!! লাঠিও ভাঙলো না, মনের ভাবটাও প্রকাশ হল! একেই বলে 'যুগোপযগী কবিতা'।
২০ শে জুলাই, ২০১৮ রাত ৯:২৪
আরণ্যক রাখাল বলেছেন: আহা। ভাল লাগল মন্তব্যটা। প্রশংসা কার না ভাল লাগে!
১৭| ২০ শে জুলাই, ২০১৮ রাত ১০:১৮
নীলপরি বলেছেন: কবিতায় ++
২১ শে জুলাই, ২০১৮ রাত ২:১১
আরণ্যক রাখাল বলেছেন: ধন্যবাদ অনেক
১৮| ২১ শে জুলাই, ২০১৮ রাত ১২:২৮
চাডেরনুর বলেছেন: +
২১ শে জুলাই, ২০১৮ রাত ২:১১
আরণ্যক রাখাল বলেছেন: ধন্যবাদ
১৯| ২১ শে জুলাই, ২০১৮ রাত ১২:৩৫
অক্পটে বলেছেন: কবিতাটা খুব ঝাল লাগল কবি। আমি আবার ঝাল ভালবাসি। সত্যকে ধারণ করেছেন বলে শুভেচ্ছা থাকলো।
২১ শে জুলাই, ২০১৮ রাত ২:১২
আরণ্যক রাখাল বলেছেন: ধন্যবাদ পড়ার জন্য
©somewhere in net ltd.
১|
২০ শে জুলাই, ২০১৮ রাত ১:২৬
শাহিন বিন রফিক বলেছেন:
ব্যাঙ্গ কবিতা আমার খুব ভাল লাগে, তা যে বিষয় হোক না কেন (ধর্মীয় বিষয় বাদে)।
সময়ের দাবী মিটিয়ে লেখা আপনার ব্যাঙ্গ কবিতাটি সত্যি অনেক সুন্দর হয়েছে।