নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মাতাল ঋত্বিক আমি, প্রেমকথা আমার ঋগ্বেদ

আরণ্যক রাখাল

মাতাল ঋত্বিক আমি, প্রেমকথা আমার ঋগ্বেদ

আরণ্যক রাখাল › বিস্তারিত পোস্টঃ

ফাইভজি নেতার বুলি

০২ রা আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৬:৪৬



কী বললে? হয়েছেটা কী? করছো কী এসব?
দুটো বাচ্চা মেরেছে বলে এতো কলরব?
তোমাদের কী পড়াশুনো নেই? গুন্ডার দল যত!
খবর রাখো বিম্পি আমলে লোক মরতো কত?
প্লাকার্ডে লিখেছো, “পুলিশ কোন চ্যাটের বাল”
অশ্লীলতায় ডোবাতে- এলো ঘোর কলি কাল!
লেখাপড়া করে হলো এমন ভাষার শ্রী!
এজন্য আমরা তোমায় বই দিচ্ছি ফ্রি?
একেডেমি করছেটা কী- তারা তো ন্যায়পাল,
তারা থাকতে কেমনে হলো ভাষার এমন হাল?
এই ভাষার জন্যই কী দিয়েছিলাম জান?
তারচে' তো উর্দু ভাল- তাকেই ফিরিয়ে আন!

শোন, ছাগলের দল,
যে উন্নয়ন করেছি মোরা, পাচ্ছো না তার ফল?
দেশের মানুষ পাচ্ছে খেতে, হচ্ছে পদ্মাসেতু,
এসব বুঝি হয় না সহ্য- লাফাচ্ছো কী হেতু?
মেট্রোরেলের কাজ চলছে, উঠছে উড়াল সড়ক,
আমরা, বুঝলে, না থাকলে দেশে লাগত মড়ক।
লোক মারে তো ড্রাইভারেরা, তাদের গিয়েই দোষো,
আমরা কি আর গদি ছেড়ে ছিড়বো তাদের কেশও?


বলি, খাটাও একটু মাথা,
বাস থাকলেই মানুষ মরে এটাই ধ্রুব কথা।
বাসের বদলে আমরা এখন আনছি মেট্রোরেল
দূর্ঘটনা হবে না আর, হবেনা ব্রেকফেল।
শুধু আমরাই জনগণের চাওয়াটা ভাল বুঝি,
বিশ্ব ঘুরে খাঁটি জিনিস আমরা আনি খুঁজি।
ক'দিন পরই ফাইভজি আসছে, পাচ্ছি তার বাতাস,
ডিজিটালি ধান গজাবে, লাগবেনা চাষবাস।
ফাইভজি এলে সবগুলো কাজ হবে দেখো নেটে
যেতে হবে না স্কুল অফিস বাসে কিংবা হেঁটে।
কাজ যদি হয় কম্পুটারে, থাকো যদি ঘরে,
বলতো দেখি, দূর্ঘটনা হবে কেমন করে?
সবকিছুরই মোদের কাছে আছে সমাধান,
কথায় বলে, আল্লা রাখে মানিগুনীর মান।
বলছি তাই, তোমরা এখন ঘরেই ফিরে যাও,
টাকাও কিছু দিতে পারি, তোমরা যদি চাও।
মন্ডা মিঠাই খেয়ো না হয়, তোমরা বাচ্চা ছেলে
লেখাপড়ার মাথা হবে, ভালমন্দ খেলে।

যাচ্ছো না যে, ফাঁকা রাস্তায় একা দাঁড়ালে তবু?
আমি কিন্তু খুব ক্ষেপে যাই, না মানলে কেউ কভু।
দিচ্ছি ধমক, তাও যাবে না? এতোই চওড়া বুক?
পুলিশ দিয়ে ঠ্যাঙালে বুঝি, খুব লাগবে সুখ?
বুঝেছি এবারে,
তোমরা আসলে কোন বংশের জাত!
তোমরা সকলে বিম্পিপন্থী, তোমরা সব জামাত।

মন্তব্য ৩৬ টি রেটিং +৭/-০

মন্তব্য (৩৬) মন্তব্য লিখুন

১| ০২ রা আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৬:৫১

চাঁদগাজী বলেছেন:


মধুর ক্যান্টিনে ফ্রি খাচ্ছেন নাতো? কবিতায় শক্তিশালী বক্তব্য আছে।

০২ রা আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৬:৫৩

আরণ্যক রাখাল বলেছেন: মধুর ক্যান্টিনে গেলে আমাদের হাত পিছনে নিয়ে গিয়ে সালাম দিতে হয় নেতাকে। ফ্রি খাই কেমনে?
ছাত্রলীগ আমাদের ছাগলের মত চড়াচ্ছে

২| ০২ রা আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৬:৫৫

:):):)(:(:(:হাসু মামা বলেছেন: ভিন্নরকম লাগল। ;)

০২ রা আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৬:৫৭

আরণ্যক রাখাল বলেছেন: লাগুক৷ পড়লেন তো। সেটাই বড় B-)

৩| ০২ রা আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৭:১৩

আহমেদ জী এস বলেছেন: আরণ্যক রাখাল ,




রাখালের মতো কথা বললেন ! এসব কি আপনার আমার টাকায় হচ্ছে ? এসব তো সরকারের বাপের লাগানো টাকার গাছের টাকা দিয়ে হচ্ছে ! :(

০২ রা আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৭:৫৩

আরণ্যক রাখাল বলেছেন: সেটাই। সরকারের গাছের টাকা

৪| ০২ রা আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৭:২২

লায়নহার্ট বলেছেন: {এটা ফেসবুক হলে এককথায় লিখতাম nice}

০২ রা আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৭:৫৪

আরণ্যক রাখাল বলেছেন: ধন্যবাদ

৫| ০২ রা আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৭:২৫

নাহিদ০৯ বলেছেন: নিরাপদ সড়ক চাই আন্দোলনে সরকার ধন্যবাদ পেতেই পারে

০২ রা আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৭:৫৭

আরণ্যক রাখাল বলেছেন: অবশ্যই

৬| ০২ রা আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৭:৪০

জুনায়েদ বি রাহমান বলেছেন: বিম্পি জামাত সরকারের শত্রু নয়, বরং বন্ধু। কেননা, সরকারের ব্যর্থতা ভুলত্রুটির সব দায় তারাই তো নেয়।

০২ রা আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৭:৫৮

আরণ্যক রাখাল বলেছেন: কথাটা ভালই বলেছেন

৭| ০২ রা আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৭:৫৭

প্রািন্ত বলেছেন: আপনার লেখাটি খুবই তাৎপর্যপূর্ণ। খুব ভাল লেগেছে আমার।

০২ রা আগস্ট, ২০১৮ রাত ৮:০০

আরণ্যক রাখাল বলেছেন: ধন্যবাদ অনেক

৮| ০২ রা আগস্ট, ২০১৮ রাত ৮:২৭

রাজীব নুর বলেছেন: কিছু একটা হচ্ছে।
কোথাও কিছু একটা হচ্ছে।
সমস্যাটা ধরতে পারছি না।

০২ রা আগস্ট, ২০১৮ রাত ৮:৪০

আরণ্যক রাখাল বলেছেন: হচ্ছে হচ্ছে

৯| ০২ রা আগস্ট, ২০১৮ রাত ৮:৫১

পদ্মপুকুর বলেছেন: পুরাই 'অসাম শালা' হয়েছে

০৩ রা আগস্ট, ২০১৮ রাত ১২:২৯

আরণ্যক রাখাল বলেছেন: ওপ্স

১০| ০২ রা আগস্ট, ২০১৮ রাত ৮:৫৬

মনিরুল ইসলাম বাবু বলেছেন: স্রেফ দুর্দান্ত !

০৩ রা আগস্ট, ২০১৮ রাত ১২:৪৩

আরণ্যক রাখাল বলেছেন: ধন্যবাদ

১১| ০২ রা আগস্ট, ২০১৮ রাত ৯:০৫

করুণাধারা বলেছেন: চমৎকার কবিতা লিখেছেন। পড়ে খুব ভালো লাগলো।

০৩ রা আগস্ট, ২০১৮ রাত ১:৫১

আরণ্যক রাখাল বলেছেন: ধন্যবাদ পড়ার জন্য

১২| ০৩ রা আগস্ট, ২০১৮ রাত ১২:৪৮

চাডেরনুর বলেছেন: অসাম শালা

০৩ রা আগস্ট, ২০১৮ রাত ২:১১

আরণ্যক রাখাল বলেছেন: এইটার মানে কী?

১৩| ০৩ রা আগস্ট, ২০১৮ রাত ১২:৫৮

আখেনাটেন বলেছেন: একেবারে কুঠারের অাঘাত হেনেছেন।

ধুয়ে মুছে যাক যত অনাচার
ফিরে আসুক ন্যায়বিচার।

০৩ রা আগস্ট, ২০১৮ রাত ৩:২০

আরণ্যক রাখাল বলেছেন: হানতেই হলো

১৪| ০৩ রা আগস্ট, ২০১৮ রাত ২:১০

বিচার মানি তালগাছ আমার বলেছেন: প্রতিবাদী কবিতা ভাল লাগল...

০৩ রা আগস্ট, ২০১৮ সকাল ৮:৫২

আরণ্যক রাখাল বলেছেন: ধন্যবাদ অনেক

১৫| ০৩ রা আগস্ট, ২০১৮ ভোর ৫:২৭

স্বামী বিশুদ্ধানন্দ বলেছেন: আপনার কবিতাটি অসাধারণ হয়েছে | আকেলমান্দ কে লিয়ে ইশারায় কাফি হায় ..|
সমস্যা হলো কারো গায়ে গন্ডারের চামড়া থাকলে যত ভালোভাবেই ইশারায় বলুন না কেন সেটা তার চামড়া ভেদ করে প্রবেশ করবে না |

০৩ রা আগস্ট, ২০১৮ সকাল ১১:০১

আরণ্যক রাখাল বলেছেন: কথা ঠিক। তাদের চামড়া এতো মোটা যে যাই বলুন না কেন পিছলে যায়

১৬| ০৩ রা আগস্ট, ২০১৮ বিকাল ৫:৩৪

সনেট কবি বলেছেন: খুব সুন্দর লিখেছেন।

০৩ রা আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৬:৪৫

আরণ্যক রাখাল বলেছেন: ধন্যবাদ

১৭| ০৩ রা আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৬:২৮

চাডেরনুর বলেছেন: অসাম শালা, ব্যবহৃত হইসে জোস অর্থে

০৩ রা আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৭:৫৩

আরণ্যক রাখাল বলেছেন: বুঝেছি

১৮| ০৩ রা আগস্ট, ২০১৮ রাত ৮:২৩

ভ্রমরের ডানা বলেছেন:

আমরা বাংগালি, পাইলে চাটি, এরপর ভুলে যাই
আর না পাইলে সব দোষ সরকারের...


আওয়ামী বিম্পি বুঝিনা...

০৩ রা আগস্ট, ২০১৮ রাত ৯:৩৮

আরণ্যক রাখাল বলেছেন: তা ঠিক। বাংগালীর সম্পর্কে যত খারাপ বিশেষণ আছে, সব দিলেও মিথ্যে হবে না তা

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.