নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মাতাল ঋত্বিক আমি, প্রেমকথা আমার ঋগ্বেদ

আরণ্যক রাখাল

মাতাল ঋত্বিক আমি, প্রেমকথা আমার ঋগ্বেদ

আরণ্যক রাখাল › বিস্তারিত পোস্টঃ

কৌতুক, জীবন ও চাটাচাটি

১৪ ই আগস্ট, ২০১৮ বিকাল ৩:২০


আমাদের একটা আড্ডা আছে। আড্ডার মধ্যমনি আমাদেরই এক শিক্ষক। বাড়ি গেলেই, আমরা কয়েকজন বন্ধু যখন একত্র হই, চলে যাই স্যারের কাছে। ঘণ্টার পর ঘণ্টা কেটে যায় চায়ের কাপে। বলা বাহুল্য, আমাদের আলোচনা কোনদিন সরলপথে থাকেনি। আড্ডার স্বভাবমতই ঢু মেরেছে বিভিন্ন গলিতে।
স্যার একদিন বললেন, তার একহাতে সিগারেট, অন্য হাতে চায়ের কাপ, “আমার এক ছাত্রী একদিন ক্লাসে জিজ্ঞেস করেছিল, “ স্যার, আপনি কোন দল করেন?”
আমি সাধারণত রাজনীতি তুলি না ক্লাসে। কারণ অনেকে ভুল বোঝে। তাও বললাম, “আমি সক্রিয় রাজনৈতিক কর্মী কোন কালেই ছিলাম না। কোন নির্দিষ্টদল ক্ষমতায় আসলে আমি বিশেষ কোন সুবিধাও পাই না। আমি শুধু চাই, যে দলই আসুক ক্ষমতায়, তারা যেন মুক্তিযুদ্ধের চেতনাটুকু লালন করে। যেন ধর্মনিরপেক্ষ একটা দেশ উপহার দেয়। দেশের সব মানুষ যেন সমান অধিকার পায়!”
আমার কথা শুনে ছাত্রীটি বলল, “বুঝেছি স্যার, আপনি আওয়ামীলীগ!””
আমার অবস্থাটা হয়েছে অনেকটা স্যারের মতই। যখন মুক্তিযুদ্ধের শহীদদের সংখ্যা নিয়ে বিতর্ক তুলেছিল ছাগুরা, তখন তাদেরকে বিপক্ষে অবস্থান নিয়েছিলাম বলে, অনেকে আমাকে আওয়ামীলীগের দালাল বলেছিল। ধর্মনিরপেক্ষতা, ব্লগার হত্যা ইত্যাদি নিয়ে কথা বলায় অকথ্য ভাষায় গালিগালাজ পর্যন্ত হয়েছিল শুনতে। মনে আছে, একজন বিখ্যাত ব্লগার আনফ্রেন্ডও করে দিয়েছিল ফেসবুক হতে।
এখন হয়েছে তার উল্টোটা।
মুক্তিযোদ্ধা কোটা আর ছাত্রলীগের বিপক্ষে লিখছি বলে, আওয়ামীবিরোধী হয়ে গেছি অনেকের কাছে। সরকারের অনেক দোষ চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছি বলে অনেকে ক্ষেপে আছে আমার উপর। কেউ কেউ শিবিরের ট্যাগও লাগিয়েছে। অবস্থাটা ত্রিশঙ্কু।
এ বাবদ একটা কৌতুক মনে পড়ে গেল। শুনুন-
একজন বৃদ্ধ মৃত্যুশয্যায়। অনেক বয়স হয়েছে তার। স্ত্রী সন্তান পরিবৃত হয়েই তার মৃত্যু হচ্ছে। ঠিক মরবেন মরবেন করছেন, এমন সময় কী যেন মনে পড়ে গেল তার। সবার উদ্দেশ্যে বললেন, “শোন, আমি কার কার কাছে কত টাকা পাব বলছি, লিখে রাখো।“
একথা শুনে তার বড় ছেলে গদগদ হয়ে বলল, “দ্যাখো, দ্যাখো। বাবা কেমম সজ্ঞানে স্বর্গে যাচ্ছে!”
বৃদ্ধ যাদের কাছে টাকা পাবেন তাদের নাম বললেন। বললেন টাকার অংকটাও। সব মিলিয়ে প্রায় লাখ দুয়েক টাকা।
এরপর বৃদ্ধটি বললেন, “এবারে যারা আমার কাছে টাকা পাবে, তাদের নাম লেখ। আমার ঋণ বেশি নেই। লাখ চারেক হবে!”
তার কথা শুনে বড় ছেলে তড়িঘড়ি করে বলল, “ওরে, বাবা যে মরার সময় ভুলভাল বকছে। তাড়াতাড়ি মুখে গঙ্গাজল দে!”

নিজেকে মাঝেমাঝে ঠিক মৃত্যুশয্যায় থাকা বৃদ্ধটির মত মনে হয়।

কোটা সংস্কারের জন্য নাকি একটি কমিটি গঠন করা হয়েছিল। গতকাল তারা রিপোর্টও দিয়েছে। তাদের মতে, দেশে আর কোন কোটা থাকবে না মুক্তিযোদ্ধা কোটা ছাড়া। রিপোর্ট যে এমন হবে, আগে থেকেই বোঝা যাচ্ছিল। কোটায় নয়, মেধায় যে নিয়োগ দেয়া উচিত, এটা তারা বুঝলেন এতোদিনে। এটা বুঝতে বুদ্ধিজীবী পর্যায়ের একটা কমিটির লেগে গেল এতোদিন।
কোটার যে দরকার নেই, সাধারণ মানুষ তো সেটা বহুদিন থেকেই বলছে। নতুন করে গবেষণা করার কী দরকার ছিল? আর মুক্তিযোদ্ধা কোটা বাতিলের সুপারিশ করার মত মেরুদন্ড যে তাদের নেই, তা জানতাম। নিজে থেকে এসে তা বলারই বা দরকার কী?
এ বাবদেও একটা কৌতুক আছে স্টকে। শুনুন-
গভীর রাত। কদম আলী নতুন বিয়ে করেছেন। বৌ তাকে বিছানায় ডাকছে। বৌয়ের কাছে যাওয়ার আগে, তিনি ডন বৈঠক দিয়ে নিজেকে ফিট করে নিচ্ছিলেন।
এমন সময় দরজায় টোকা। ঠিক এ সময়েই কাউকে আসতে হবে?
কদম আলী দরজা খুলে দেখেন একজন মাতাল হাতে বোতল নিয়ে টলছে। মাতালটা বলল, “আপনি কি কদম আলী?”
কদম আলী যথেষ্ট বিরক্ত, বললেন, “হ্যাঁ। কেন বলুম তো?”
মাতালটি বলল, “আপনি কী পত্রিকায় ফ্লাট বিক্রির বিজ্ঞাপন দিয়েছিলেন?”
“হ্যাঁ!”
মাতালটি জড়ানো গলায় বলল, “আমি বলতে এসেছি যে, আমার পক্ষে আপনার ফ্লাটটা কেনা সম্ভব নয়!””

এবারে তুলনাটা করে নিন।



কোটা সংস্কার আন্দোলনকারীদের দাবি ছিল, কোটাটা যেন সহনীয় পর্যায়ে থাকে। নারী, মুক্তিযোদ্ধা, প্রতিবন্ধী, জেলা, উপজাতী- সব মিলিয়ে কোটা যেন ২০% অতিক্রম না করে।
কিন্তু কমিটি তুলে দিল পুরোটাই। মুক্তিযোদ্ধা কোটায় তারা হাত দেয়নি, এর সপক্ষে তাদের যুক্তি হলো, আদালতের ভার্ডিক্ট এর অবমাননা করা হবে এতে। যুক্তিটা পুরোটাই খোড়া। তারা শুধু একটা সুপারিশ করেছে, এটাই চুড়ান্ত নয়। কোন সুপারিশ আদালত অবমাননা করতে পারে কিনা, তা নিয়ে সন্দেহ আছে। আদাতলের রায় তো বাংলা ভাষা নিয়েও আছে। বলা হয়েছে, রাষ্ট্রীয় সকল কাজে বাংলা ব্যবহার করতে হবে। কৈ, হয় না তো সেটা মানা। স্কুল কলেজের প্রশংসাপত্র পর্যন্ত ইদানিং ইংরেজিতে দেয়া হয়, বড় বড় অফিস আদালতের কথা বাদই দিলাম। ভাষার বেলায় তো সরাসরি আদালত অবমাননা করা হচ্ছে। এক্ষেত্রে টু শব্দ পর্যন্ত নেই। আর কোটার বেলা সামান্য একটা সুপারিশেই, আদালত অবমাননা হয়ে যায়?
কোটার সিংহভাগই হলো, মুক্তিযোদ্ধা কোটা। সেটাতেই যদি হাত দেয়া না হয়, তাহলে কোটা সংস্কার হলো কতটুকু? নাতিপুতির ব্যাপারেও তারা কোন সিদ্ধান্ত দেয়নি। উপজাতি আর প্রতিবন্ধী কোটা নিয়েও কোন কথা নেই। আন্দোলন তো হয়েছিল, কোটা সংস্কারের। কোটা তুলে দেয়ার কথা তো আর হয়নি। কোটা তুললেও যে কোটা তুলে দেয়া উচিত ছিল, তা তো আছে অক্ষত। প্রতিবন্ধীদের চেয়েও কি মুক্তিযোদ্ধার ছেলেমেয়ে নাতিনাতনিদের কোটা সুবিধা বেশি প্রয়োজন?
কমিটির সিদ্ধান্তে যে আন্দোলনকারীদের দাবি মানা হয়নি, তা স্পষ্ট। যা চাওয়া হলো, পাওয়া গেল তাত উল্টোটা। অবশ্য তারা চাটাচাটিতে এক্সপার্ট হলে তাদের কাছ থেকে এর চেয়ে ভাল আর আশা করাই বা যায় কীকরে?
এ বাবদেও কৌতুক জানি একটা। পুরোটা হয়ত মিলবে না, কিন্তু কৌতুকটা ভাল। সেটাই বা শুনতে আপত্তি কীসের?
এক তরুণ সার্কাসে কাজ করতে আগ্রহী। ম্যানেজার তাকে বাঘের খাঁচার কাছে নিয়ে গেল।
সে দেখল, একটা মেয়ে বাঘের খাঁচায় ঢুকে বসে আছে। আর বাঘটা চাটছে মেয়েটার পা।
মাস্টার বললেন, “কি, এরকম কাজ করার সাহস আছে?”
ছেলেটা বলল, “পারবো না মানে? আপনি বাঘটাকে খাঁচা থেকে বের করুন। তারপর দেখুন, আমি ওর কাজটা করতে পারি কিনা!””

এবারেও তুলনা করার দায়িত্বটা আপনাদের হাতেই তুলে দিলাম।

রাজামশাই তার রাজ্যের জন্য একজন মন্ত্রী খুঁজছেন। অনেক খুঁজে দুজন পণ্ডিতকে ডেকে বেছে নেয়া হলো যাদের মধ্য থেকে একজন মন্ত্রীর পদমর্যাদা পাবেন। রাজা এখন তাদের মধ্যে প্রথম জনকে জিজ্ঞাসাব্দ করছেন।
রাজাঃ মন্ত্রী হতে চাও, তোমার যোগ্যতা কী?
১ম জনঃ হুজুর, আমি সুদূর চীন থেকে কঠোর সাধনা করে শিক্ষা নিয়ে এসেছি। এই দেখুন প্রমাণপত্র।
রাজাঃ বেশ। আমাদের রাজ্যের কাজ করতে পারবে তুমি?
১ম জনঃ অবশ্যই হুজুর।
রাজাঃ কিন্তু আমার যে মনে হচ্ছে তুমি সফল হবে না।
১ম জনঃ একবার সুযোগ দিয়েই দেখুন, হুজুর। ঠিক পারবো।
এবারে ২য় জনকে ডাকা হলো।
রাজাঃ মন্ত্রী হতে চাও, তোমার যোগ্যতা কী?
২য় জনঃ আমি মূর্খ মানুষ, হুজুর। আপনার গোলাম।
রাজাঃ তাহলে কী করে রাজকার্য করবে তুমি?
২য় জনঃ তাই তো, আমি কী করে এ কাজ করবো!
রাজাঃ তবে চেষ্টা করলে তুমি পারতে পারো
২য় জনঃ ঠিক বলেছেন, হুজুর। চেষ্টা করলে আমি পারতে পারি।
রাজাঃ আমার তাও সন্দেহ হচ্ছে, তুমি পারবে না। তুমি ঠিক উপযুক্ত নও
২য় জনঃ আমারও সন্দেহ হচ্ছে আমি পারবো না। আমি ঠিক উপযুক্ত নই।
জিজ্ঞাসাবাদ শেষে রাজা ২য় জনকেই মন্ত্রী হসেবে নিয়োগ দিলেন।


**
সাহেব কহেন, “চমৎকার! সে চমৎকার!”
মোসাহেব বলে, “চমৎকার সে হতেই হবে যে!
হুজুরের মতে অমত কার?”
-কাজী নজরুল ইসলাম

শুরু করেছিলাম লেখাটা আমার ত্রিশঙ্কু অবস্থা দিয়ে। সমাপ্তিটাও নাহয় সেকথার জের টেনেই বলি। ২য় জন যেমন করে মন্ত্রীত্ব নিল, তেমন করে লিখতে পারতাম যদি, লতা-পাতা হতো যদি হতো লেখার বিষয়, কিংবা হতে পারতাম যদি মোসাহেব, তাহলে আমাকে এ অবস্থায় পড়তে হত না। আওয়ামী আর আওয়ামীবিরোধী, দুদলই মাথায় করে রাখত। যেহেতু তারা তোষামোদকারী চায়, সমালোচক নয়।
তবে মুক্তিযুদ্ধের পক্ষে থেকে আওয়ামীলীগ ট্যাগ কিংবা কোটা ও ছাত্রলীগের বিপক্ষে থেকে আওয়ামীবিরোধী ট্যাগ- এদের কোনটাতেই আপত্তি নেই আমার।

মন্তব্য ৮৬ টি রেটিং +১৭/-০

মন্তব্য (৮৬) মন্তব্য লিখুন

১| ১৪ ই আগস্ট, ২০১৮ বিকাল ৩:২৬

বিজন রয় বলেছেন: দারুন!

শেষেরটি চরম।

আপনার এ লেখা অনেকের ভাল লাগবে না।

১৪ ই আগস্ট, ২০১৮ বিকাল ৩:২৭

আরণ্যক রাখাল বলেছেন: জানি। না লাগলে কী আর করতে পারি বলুন

২| ১৪ ই আগস্ট, ২০১৮ বিকাল ৩:২৭

বিজন রয় বলেছেন: আপনি মনে হয় অনেক কিছু মনে রাখতে পারেন, আমি আজকাল সব ভুলে যা।
আপনার জানাশোনাটা অনেক।

১৪ ই আগস্ট, ২০১৮ বিকাল ৩:২৮

আরণ্যক রাখাল বলেছেন: মোটেও না। একটা জিনিসই মনে রাখতে পারি৷ সেটা হলো কৌতুক। আর কিছু থাকে না মাথায়

৩| ১৪ ই আগস্ট, ২০১৮ বিকাল ৩:৩০

পদাতিক চৌধুরি বলেছেন: আরণ্যকভাই ,

ওসব তুলনা আজ নাই বা করলাম, তবে মাতালের পক্ষে ফ্লাট কিনতে না পারাটা মজা পেয়েছি। আর বাঘের কাজটি আমিও পারবো, হে হে হে।

১৪ ই আগস্ট, ২০১৮ বিকাল ৫:৪৪

আরণ্যক রাখাল বলেছেন: বাঘের কাজই করছে সবাই!!!

৪| ১৪ ই আগস্ট, ২০১৮ বিকাল ৩:৩০

জাহিদ অনিক বলেছেন:

হা হা হা --
দুর্দান্ত আরণ্যক রাখাল। জোক্সগুলো পয়েন্টে পয়েন্টে মিলে গেছে

১৪ ই আগস্ট, ২০১৮ বিকাল ৫:৪৪

আরণ্যক রাখাল বলেছেন: ধন্যবাদ ভাই

৫| ১৪ ই আগস্ট, ২০১৮ বিকাল ৩:৩১

জাহিদ অনিক বলেছেন:
আচ্ছা- কম্যনিজম ও কলা নিয়ে আপনার একটা কৌতুকময় পোষ্ট ছিল নাকি ? অনেক আগের ?
সেটা এখনো মনে আছে

১৪ ই আগস্ট, ২০১৮ বিকাল ৫:৪৫

আরণ্যক রাখাল বলেছেন: হ্যাঁ। সোভিয়েত কৌতুক। সোভিয়েত কৌতুকগুলো চরম হয়

৬| ১৪ ই আগস্ট, ২০১৮ বিকাল ৩:৪২

আসাদুজ্জামান জুয়েল বলেছেন: দারুন লেগেছে। আসলে উচিত কথা বললে যার বিপক্ষে যাবে সে ভাববে আপনি বিরোধী লোক।
চালিয়ে যান ভাই..............

১৪ ই আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৬:৫৩

আরণ্যক রাখাল বলেছেন: ধন্যবাদ

৭| ১৪ ই আগস্ট, ২০১৮ বিকাল ৪:১০

চঞ্চল হরিণী বলেছেন: পোস্টে লাইক দিলাম। আদিবাসী ও প্রতিবন্ধী কোটা রাখাটা খুব জরুরী।

১৪ ই আগস্ট, ২০১৮ রাত ১০:৫৫

আরণ্যক রাখাল বলেছেন: এটা নিয়ে কোন দ্বিমত নেই। আদিবাসী শব্দটা এখন যদিও ব্যবহার করা উচিত নয়। তাও আপনার কথার বিপক্ষে বলার কিছু নেই। এটা মানবতার খাতিরেই দিতে হবে

৮| ১৪ ই আগস্ট, ২০১৮ বিকাল ৪:১৩

কাওসার চৌধুরী বলেছেন:



এদেশে মুখে কস্টেপ লাগিয়ে বসে থাকলে মানুষ প্রচার করবে, "লোকটি বোবা"!! নিজের বিবেক বিবেচনা আর সত্যটা বললেই আপনি কোন না কোন দলের মুরীদ, শাগরেদ অথবা দলকানা; মোট কথা যার বিপক্ষে আপনার বক্তব্য যাবে সে আপনাকে পাব্লিক প্লেসে বেইজ্জত করবে X(। ৭১ এর অনেক পরে জন্ম নিলেও রাজাকার ট্যাগ লাগতে পারে; এদেশটা হলো সুবিধাবাদীদের স্বর্গভূমি; সরকার পরিবর্তনের সাথে যারা খোলস বদলান, তেলের টেংকি নিয়ে ঘসামাজা করতে পারেন তারাই হিরো; বাকিরা জিরো.......

১৪ ই আগস্ট, ২০১৮ রাত ১১:০৭

আরণ্যক রাখাল বলেছেন: যা বলেছেন। খাপে খাপ মিলে যাচ্ছে। যারা রাজাকার মানসিকতার, তাদের নিয়ে আমাদের কোন প্রবলেম নেই। তাদের রাজাকার বলার প্রতিবাদ আমি করি না। কিন্তু যাকে তাকে শিবির ট্যাগ দেয়া, রাজাকার বলা- অপরাধ। এতে রাজাকারের অপরাধক্র ছোট করা হয়

৯| ১৪ ই আগস্ট, ২০১৮ বিকাল ৪:২২

কিশোর মাইনু বলেছেন: হাহ!!!
কিছু বলার নেই, নিষ্ঠুর বাস্তবতা।

১৫ ই আগস্ট, ২০১৮ রাত ১২:৩৫

আরণ্যক রাখাল বলেছেন: ধন্যবাদ পড়ার জন্য

১০| ১৪ ই আগস্ট, ২০১৮ বিকাল ৪:২৬

ক্লে ডল বলেছেন: ধাক্কা দেওয়ার মত কৌতুক!

কি আর করা! আমরাও সরকারের কর্মকাণ্ড নিয়ে কৌতুক লিখি, সরকারও আমাদের জীবন নিয়ে কৌতুক করুক।

১৫ ই আগস্ট, ২০১৮ রাত ১:৪৯

আরণ্যক রাখাল বলেছেন: সেটাই দেখা যাচ্ছে। চারিদিকে সার্কাস

১১| ১৪ ই আগস্ট, ২০১৮ বিকাল ৪:২৭

রাজীব নুর বলেছেন: আপনার শিরোনামের ''চাটাচাটি'' শব্দটা দেখে গা ঘুলাচ্ছে।

১৫ ই আগস্ট, ২০১৮ রাত ১:০৯

আরণ্যক রাখাল বলেছেন: শব্দটা শুনেই গা গুলাচ্ছে? যারা করে, একবার তাদের কথা ভাবুন!

১২| ১৪ ই আগস্ট, ২০১৮ বিকাল ৪:৩৮

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
বাস্তবতার নিরিখে চমৎকার বলেছেন !!

১৫ ই আগস্ট, ২০১৮ রাত ২:১৮

আরণ্যক রাখাল বলেছেন: অনেক ধন্যবাদ

১৩| ১৪ ই আগস্ট, ২০১৮ বিকাল ৪:৪৭

শাহারিয়ার ইমন বলেছেন: একদম ফাটিয়ে দিয়েছেন দাদা !

১৫ ই আগস্ট, ২০১৮ রাত ২:২২

আরণ্যক রাখাল বলেছেন: ধন্যবাদ, দাদা

১৪| ১৪ ই আগস্ট, ২০১৮ বিকাল ৪:৫৩

জুনায়েদ বি রাহমান বলেছেন: প্রথমত, দেশের মানুষ চায় না কেউ নিরপেক্ষ থাকুক, সত্য বলুক, সৎ পথে চলুক। কারো চাওয়া না চাওয়ায় তোয়াক্কা না করে কেউ সত্য ও ন্যায়ের ঝাণ্ডা নিয়ে চললেও তাকে নিয়েও আজেবাজে বকে। এটা জাতির অভ্যাসে পরিণত হয়ে গ্যাছে।

দ্বিতীয়ত, তদন্ত কমিটি ফালতো, গাঁজাখুরি একটা রিপোর্ট দিয়েছে। মানুষ কোটা চায় না। তাহলে মুক্তিযোদ্ধা কোটা থাকবে কেন? আর দেশের কেউই চাইবে না প্রতিবন্ধী কোটা বিলুপ্ত হোক। আমি ব্যক্তিগতভাবে প্রতিবন্ধী, উপজাতি, জেলা ও মুক্তিযোদ্ধা কোটা থাকুক চাই। না থাকলে কোন'টাই থাকার দরকার নাই।

শিক্ষার্থীরা কোটা সংস্কার নিয়ে আন্দোলন করলো, সরকার একগুঁয়েমি করে কতো ড্রামার জন্ম দিলো। বাপ্রে!

১৫ ই আগস্ট, ২০১৮ রাত ২:২৬

আরণ্যক রাখাল বলেছেন: যারা আন্দোলন করছিল, তারা জানত, বাতিল করার মত কোটা আছে দুটোই। মুক্তিযোদ্ধা আর পোষ্য। অথচ যা ভাবসাব দেখছি, মুক্তিযোদ্ধা কোটা ছাড়া সব কোটাই বাতিল হচ্ছে। প্রতিবন্ধী কোটা চাই'ই চাই। সাথে সাথে চাই উপজাতি কোটাও। উপজাতিরা নিজ ভাষায় পড়তে পর্যন্ত পারে না। তাদের উপর হতে থাকে, দিনের পর দিন, বিভিন্ন নির্যাতন। তারা কোটা সুবিধা পাওয়ার অবশ্যই যোগ্য

১৫| ১৪ ই আগস্ট, ২০১৮ বিকাল ৫:৫৭

বিদ্রোহী ভৃগু বলেছেন:
অতি সত্যে নিন্দুক বেজার ;)

অতি বড় সুন্দরী না পায় ঘর
অতি সত্য তিতা না পায় আদর :)

সবাই বাঘ হলে কেমনে হবে ;) আমি না হয় তবে নারীই হবো :P =p~ =p~ =p~ =p~

১৫ ই আগস্ট, ২০১৮ রাত ২:২৭

আরণ্যক রাখাল বলেছেন: হা হা৷
দারুণ কমেন্ট।

১৬| ১৪ ই আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৭:৪২

মনিরা সুলতানা বলেছেন: সব কিছুই যে বুঝে নিতে হবে :-<

১৫ ই আগস্ট, ২০১৮ রাত ২:২৭

আরণ্যক রাখাল বলেছেন: বুঝতে হবে

১৭| ১৪ ই আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৭:৫৯

সুমন কর বলেছেন: তুমি বরাবরই ভালো লিখো। এটিও তার ব্যতিক্রম নয়। দারুণ লিখেছো। কৌতুকগুলো যথার্থ।
+।

১৫ ই আগস্ট, ২০১৮ রাত ২:২৮

আরণ্যক রাখাল বলেছেন: অনেক ধন্যবাদ, দাদা।
ভাল থাকবেন

১৮| ১৪ ই আগস্ট, ২০১৮ রাত ৮:২৯

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: আমি বলতে এসেছি- এই পোস্টে মন্তব্য করা আমার পক্ষে সম্ভব নয়। :P

১৫ ই আগস্ট, ২০১৮ রাত ২:২৯

আরণ্যক রাখাল বলেছেন: করেই তো ফেললেন B-)

১৯| ১৫ ই আগস্ট, ২০১৮ রাত ৩:৫৮

মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: শিরোনাম যেমনই হোক ভেতরে মাল আছে...;)

@নারী, মুক্তিযোদ্ধা, প্রতিবন্ধী, জেলা, উপজাতী- সব মিলিয়ে কোটা যেন ২০% অতিক্রম না করে। কিন্তু কমিটি তুলে দিল পুরোটাই। মুক্তিযোদ্ধা কোটায় তারা হাত দেয়নি
.. যেই লাউ সেই কদু। সরকার মুক্তিযুদ্ধের চেতনা নিয়ে ব্যবসা করছে। :P
(সবগুলো কোটার সরকার আছে, তবে সহনীয় পর্যায়ে।)


@মুক্তিযোদ্ধা কোটা আর ছাত্রলীগের বিপক্ষে লিখছি বলে, আওয়ামীবিরোধী হয়ে গেছি অনেকের কাছে।সরকারের অনেক দোষ চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছিবলে অনেকে ক্ষেপে আছে আমার উপর। কেউ কেউ শিবিরের ট্যাগও লাগিয়েছে।
.. আমি তো লীগ, দল, জাশি, রাজাকার....দলকানা, কানাবগী সব ট্যাগ খাইছি। আগে রাগ ধরতো এখন গন্ডার হয়ে গিয়েছি। চামচিকার কিচিরমিচির কানে তুলি না। :D


@“আমি সক্রিয় রাজনৈতিক কর্মী কোন কালেই ছিলাম না। কোন নির্দিষ্টদল ক্ষমতায় আসলে আমি বিশেষ কোন সুবিধাও পাই না। আমি শুধু চাই, যে দলই আসুক ক্ষমতায়, তারা যেন মুক্তিযুদ্ধের চেতনাটুকু লালন করে। যেন ধর্মনিরপেক্ষ একটা দেশ উপহার দেয়। দেশের সব মানুষ যেন সমান অধিকার পায়!”
..আমাদেরও এটাই চাওয়া। :)

১৫ ই আগস্ট, ২০১৮ সকাল ১০:৩৮

আরণ্যক রাখাল বলেছেন: সেটাই। চামড়াটা গন্ডারের করে নিতে হবে।

২০| ১৫ ই আগস্ট, ২০১৮ সকাল ৯:১৮

মোঃ মাইদুল সরকার বলেছেন: গতকাল পোস্ট পড়া হলেও আর মন্তব্য করা হয়নি।

সুন্দর উপস্থাপন।

১৫ ই আগস্ট, ২০১৮ সকাল ১০:৩৯

আরণ্যক রাখাল বলেছেন: ধন্যবাদ

২১| ১৫ ই আগস্ট, ২০১৮ সকাল ১১:৫৪

সনেট কবি বলেছেন: দারুন!

১৫ ই আগস্ট, ২০১৮ দুপুর ১২:৩২

আরণ্যক রাখাল বলেছেন: ধন্যবাদ

২২| ১৫ ই আগস্ট, ২০১৮ দুপুর ১২:১৯

তারেক ফাহিম বলেছেন: কৌতুকে সুন্দর উপস্থাপন।

১৫ ই আগস্ট, ২০১৮ দুপুর ১২:৩৩

আরণ্যক রাখাল বলেছেন: ধন্যবাদ পড়ার জন্য

২৩| ১৫ ই আগস্ট, ২০১৮ দুপুর ১২:৪৬

মোঃ আল মামুন শাহ্ বলেছেন: কার বিরুদ্ধে বললে সে সহ্য করবে না এটাই স্বাভাবিক। তারপরও আপনি আপনার লেখা চালিয়ে যাচ্ছেন এই জন্য অভিনন্দন।

১৫ ই আগস্ট, ২০১৮ দুপুর ১২:৫৫

আরণ্যক রাখাল বলেছেন: ধন্যবাদ আপনাকে

২৪| ১৫ ই আগস্ট, ২০১৮ দুপুর ১:০১

আখেনাটেন বলেছেন: সমাজে সাদাকে সাদা ও কালোকে কালো বলার মানুষ নিদারূনভাবে কমে গেছে। আপনি সেই বিরল কাজটাই করছেন। কলূষিত হৃদয়ের মানুষেরা এগুলো দুইপ্রান্ত থেকেই আঘাত করে বিনাশ করতে চাইবে এটাই স্বাভাবিক।

নিজের নীতিতে অটল থাকতে পারাটাই বড় কথা।

চমৎকার লেগেছে লেখা।

১৫ ই আগস্ট, ২০১৮ দুপুর ২:১২

আরণ্যক রাখাল বলেছেন: ধন্যবাদ ভাই

২৫| ১৫ ই আগস্ট, ২০১৮ দুপুর ১:৩৯

শায়মা বলেছেন: কৌতুকগুলা পড়ে হাসতে হাসতে শেষ!

বাবা ভুল বকছেন !!! হা হা হা :P

১৫ ই আগস্ট, ২০১৮ দুপুর ২:১৩

আরণ্যক রাখাল বলেছেন: হা হা

২৬| ১৫ ই আগস্ট, ২০১৮ দুপুর ২:৪২

ইব্‌রাহীম আই কে বলেছেন: লেখা পড়লাম সাতে কমেনটগুলো ও। খুব যথার্থ বলছেন.

১৫ ই আগস্ট, ২০১৮ দুপুর ২:৫১

আরণ্যক রাখাল বলেছেন: ধন্যবাদ

২৭| ১৫ ই আগস্ট, ২০১৮ বিকাল ৩:৩০

খায়রুল আহসান বলেছেন: কৌতুকগুলো বেশ হয়েছে। বাঘের মত আজ ছাগলেরা, বানরেরাও চাটাচাটি করছে!
ক্লে ডল বলেছেন: কি আর করা! আমরাও সরকারের কর্মকাণ্ড নিয়ে কৌতুক লিখি, সরকারও আমাদের জীবন নিয়ে কৌতুক করুক। - নিয়তির পরিহাস!

১৫ ই আগস্ট, ২০১৮ বিকাল ৪:০৯

আরণ্যক রাখাল বলেছেন: বাঘের মত আজ ছাগলেরা, বানরেরাও চাটাচাটি করছে। দারুণ বলেছেন

২৮| ১৫ ই আগস্ট, ২০১৮ বিকাল ৪:৪১

নীলপরি বলেছেন: এককথায় দারুণ :)

১৫ ই আগস্ট, ২০১৮ বিকাল ৫:০৭

আরণ্যক রাখাল বলেছেন: B-) B-)

২৯| ১৬ ই আগস্ট, ২০১৮ দুপুর ১:৪৭

বাকপ্রবাস বলেছেন: লা জবাব। হাসির বন্যা বয়ে গেল

১৬ ই আগস্ট, ২০১৮ রাত ৯:৫৭

আরণ্যক রাখাল বলেছেন: ;)

৩০| ১৬ ই আগস্ট, ২০১৮ দুপুর ২:৪২

ভুয়া মফিজ বলেছেন: আলোচনার সাথে সাথে কৌতুকের কম্বিনেশানটা সেরকম। খুবই মজা পেলাম।

১৬ ই আগস্ট, ২০১৮ রাত ৯:৫৭

আরণ্যক রাখাল বলেছেন: ধন্যবাদ পড়ার জন্য

৩১| ১৬ ই আগস্ট, ২০১৮ বিকাল ৫:২১

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: কৌতুকের ভেতর দিয়ে যে খোঁচা দিয়েছেন, তা সহ্য করা অনেকের পক্ষেই অসম্ভব।

আপনার লেখার মান আর স্টাইল নিয়ে নতুন করে কিছু বলার নাই- অতুলনীয়।

তবে, যেটা বলতে চাই তা হলো, আমি আজ আমার ব্লগের টাইটেল চেঞ্জ করেছিঃ

প্রেমের কবিতা, প্রেমের গল্প, সর্বোপরি প্রেমসাহিত্য হলো সত্যিকার সাহিত্য। নির্ঝঞ্ঝাট, নিরাপদ, ঝুঁকিমুক্ত।



১৬ ই আগস্ট, ২০১৮ রাত ১০:০১

আরণ্যক রাখাল বলেছেন: ধন্যবাদ সোনাবীজ ভাই।
যা নাম দিয়েছেন। এতো নিরাপদ নাম কল্পনাও করি নাই

৩২| ১৬ ই আগস্ট, ২০১৮ রাত ৯:২২

আহমেদ জী এস বলেছেন: আরণ্যক রাখাল ,



চমৎকার সব কৌতুকে মিশিয়ে সবচেয়ে কঠিন কথাটি বোঝাতে চেয়েছেন , আপনি নিরপেক্ষ কিনা !
বিশ্বব্রহ্মান্ড খুঁজেও আপনি নিরপেক্ষ কাউকে পাবেন না । স্বয়ং সৃষ্টিকর্তাও নিরপেক্ষ নয় ................ :( !:#P

১৬ ই আগস্ট, ২০১৮ রাত ১০:০৩

আরণ্যক রাখাল বলেছেন: আমি অনেক ভেবে দেখেছি, আমার চেয়ে নিরপেক্ষ মানুষ দুনিয়ায় দুটো খুঁজে পাওয়া যাবে না।
নির্বাচন কমিশন আমাকে এরপরেরবার খুঁজতে পারে

৩৩| ১৭ ই আগস্ট, ২০১৮ রাত ৩:০২

চাঁদগাজী বলেছেন:


মুক্তিযোদ্ধা কোটা তুলে দিলে, ৪৫/৫০ হাজার মুক্তিযোদ্ধার তেমন ক্ষতি হতো না; ক্ষতি হতো ২ লাখ ভুয়া মুক্তিযোদ্ধাদের

১৭ ই আগস্ট, ২০১৮ ভোর ৪:৩৬

আরণ্যক রাখাল বলেছেন: হা হা

৩৪| ১৭ ই আগস্ট, ২০১৮ রাত ৩:৩৭

অন্তরন্তর বলেছেন: খুব সুন্দর লিখেছেন। সত্য কথা বললে যদি কোন দলের ট্যাগ খেতে হয় তাতে কিছু যায় আসে না। সামু ব্লগে এখন দলান্ধদের রাজত্ব কিছু সংখ্যক ছাড়া। আপনার পোস্টেও দেখা যাবে কিছু দল কানাদের। এদের কখনো সুমতি আসবে না। আমি এজন্য কোন রাজনৈতিক পোস্টে মন্তব্য করিনা। আমার একটা এলারজি আছে তা হল জামাত শিবির নিয়ে( ৭১ কিছুটা দেখেছি তাই), ওদের সহ্য করতে পারিনা একেবারে। আর অন্য দলকানাদের দেখে শুধু হাসি একা মনে। এভাবে সুন্দর করে লিখে যাবেন সবসময়। সত্য চিরদিন সত্যই থাকবে। শুভ কামনা।

১৭ ই আগস্ট, ২০১৮ ভোর ৪:৩৭

আরণ্যক রাখাল বলেছেন: শুধু সামু না, সবখানেই এমন।৷
জামতের কথা আর বলবেন না। শুনলেই বমি আসে

৩৫| ১৮ ই আগস্ট, ২০১৮ বিকাল ৩:৩৯

এস এম মামুন অর রশীদ বলেছেন: দেশের যে অবস্থা, এরকম কৌতুক করেই বেঁচে থাকতে হবে, ধরুন আরও ৫০-৬০ বছর, যার পর কৌতুকগুলো শুধু কৌতুকই থাকবে। :)

১৮ ই আগস্ট, ২০১৮ রাত ৯:৪৯

আরণ্যক রাখাল বলেছেন: সেটাই

৩৬| ১৯ শে আগস্ট, ২০১৮ দুপুর ১:০৪

রূপক বিধৌত সাধু বলেছেন: আন্দোলনটা নিয়ে আমি দ্বিধান্বিত।

২০ শে আগস্ট, ২০১৮ রাত ৮:১১

আরণ্যক রাখাল বলেছেন: হওয়ারই কথা। যত মত ঢুকেছে!

৩৭| ২০ শে আগস্ট, ২০১৮ সকাল ৮:৩২

সোহানী বলেছেন: অসাধারন............ প্রানখুলে হাসলাম। সব মিলিয়ে সুপার ...........

ভাইরে কি হবে আর কি হবে না তা সবই নির্ধারিত। শুধু শুধু এ গরীব সাধারন ছেলেপুলেগুলা মার খেয়ে জেলে পঁচলো।

খায়রুল আহসান বলেছেন: কৌতুকগুলো বেশ হয়েছে। বাঘের মত আজ ছাগলেরা, বানরেরাও চাটাচাটি করছে!

আরে বানর নারে ভাই আরো কিছু, আর নাই বা বল্লাম!!!!!!!!!!!

২০ শে আগস্ট, ২০১৮ রাত ৮:১২

আরণ্যক রাখাল বলেছেন: সেটাই। বানরের নিচের প্রজাতির কেউ

৩৮| ২২ শে আগস্ট, ২০১৮ রাত ১১:৩৭

জামান শেখ বলেছেন: ভালো লাগলো

২৩ শে আগস্ট, ২০১৮ রাত ১:২৬

আরণ্যক রাখাল বলেছেন: ধন্যবাদ

৩৯| ২৪ শে আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৭:০১

সাদা মনের মানুষ বলেছেন: আপনার শেষ লাইনের সাথে সূর মেলাতে আমিও রাজী

২৪ শে আগস্ট, ২০১৮ রাত ১০:১৮

আরণ্যক রাখাল বলেছেন: সবারই হওয়া উচিৎ৷

৪০| ২৬ শে আগস্ট, ২০১৮ রাত ২:১১

চাঁদগাজী বলেছেন:


আরণ্যক রাখাল বলেছেন: আপনার এই পোস্টের কথাগুলো সবাই বুঝতে পারলে, আস্তিক নাস্তিক ক্যাচাল লেগে যেত!
(এটা ছিল আমার সর্বশেষ পোষ্টে আপনার কমেন্ট )

আমি খুবই স্যরি, আপনার কমেন্ট সঠিক হওয়ায়, আমাকে উহা সরায়ে দিতে হচ্ছে, স্যরি

২৬ শে আগস্ট, ২০১৮ দুপুর ১২:৩৭

আরণ্যক রাখাল বলেছেন: ব্যাপার না৷

৪১| ২৬ শে আগস্ট, ২০১৮ রাত ১০:০৮

প্রামানিক বলেছেন: বাস্তবতার আলোকে চমৎকার লেখা।

২৬ শে আগস্ট, ২০১৮ রাত ১১:১৪

আরণ্যক রাখাল বলেছেন: ধন্যবাদ পড়ার জন্য

৪২| ২৬ শে আগস্ট, ২০১৮ রাত ১০:২০

চাঙ্কু বলেছেন: অসাধারন। কৌতুকগুলো দিয়ে সুন্দর একটা মেসেজ দেওয়ার চেষ্টা করেছেন। মুক্তিযুদ্ধের কথা বলেলই সবাই মনে করে আওয়ামীলীগ অথচ এটা হওয়ার কথা ছিল না। দূর্ভাগা জানি আমরা!

২৬ শে আগস্ট, ২০১৮ রাত ১১:১৫

আরণ্যক রাখাল বলেছেন: ধন্যবাদ ভাই

৪৩| ১৪ ই জানুয়ারি, ২০১৯ রাত ১২:১৩

কালীদাস বলেছেন: দুয়েকবার ব্যান আর ট্যাগ না খাইলে কিসের ব্লগার? ;)

আটবছর আগে এটা ছিল ব্লগিংএর একটা বাতেনি স্লোগান :D আপনিও মনে হচ্ছে আবাল ঠেঙিয়েছেন, নাহলে সেইম ঘটনা ঘটত না।

বাইদ্যাওয়ে, মুক্তিযোদ্ধা কোটার ব্যাপারে এককথায় মত দেওয়া টাফ। প্রোপার অথরিটির আরও ইনডেপথ চেক করা উচিত থার্ড জেনারেশনের প্রত্যেককে যে আসলে কতজনের জন্য সত্যিই প্রয়োজন।

৩০ শে জানুয়ারি, ২০১৯ রাত ১:৫৪

আরণ্যক রাখাল বলেছেন: ঐ সময়ে ছিলাম না ব্লগে। মিস করেছি B-)
কোটার ব্যাপার মিটেই গেল। কোটা নিয়ে যারা আন্দোলন করেছে, তাদের মধ্যে শিবির ছিল প্রচুর যদিও, ওরা নাকি এখন ডাকসু নির্বাচন করবে। দেখা যাক

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.