নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

উত্তম কুমার ঘোষ

নতুন ব্লগার

উত্তম কুমার ঘোষ › বিস্তারিত পোস্টঃ

হে মাননীয় প্রধানমন্ত্রী, দূর হবে কি আমাদের লজ্জা?

১৭ ই এপ্রিল, ২০১৫ রাত ২:১২

মাননীয় প্রধানমন্ত্রী, আজ যদি আপনি ঘোষণা দিতেন আপনার ছাত্রলীগের কর্মীদের হাতে বর্ষবরণ করতে আসা মেয়েরা লাঞ্ছিত হলো, তার জন্য আপনি লজ্জিত এবং এদের শায়েস্তা কেমনে করতে হয় আপনার জানা আছে-
তাহলে ছাত্রলীগ হয়তো রুষ্ট হতো, তবে সারা দেশের জনগণ খুশী হতো।
আপনাকে সবাই আপা বলে, ম্যাডাম বলে না। আপনি রবীন্দ্রসংগীতশিল্পী রেজওয়ানা চৌধুরী বন্যার জন্মদিনে ফোন করে শুভেচ্ছা জানিয়েছিলেন,
বাংলাদেশের ক্রিকেটারদের অস্ট্রেলীয়াতে ফোন করেছিলেন,
আপনি কি সেই মেয়েটির নম্বর কষ্ট করে যোগার করে একবার ফোন করে বলতে পারতেন না- যে যারা এই কাজটি করেছে, তারা যেই হোক না কেন, কাউকে ছাড় দেওয়া হবে না?
যেই মেয়েটি বর্ষবরণ করতে এসে লাঞ্ছনা বরণ করলো, তাঁকে একবার ফোন করে জানিয়েই দিন না ওই নরপিশাচদের শাস্তি দিয়েই মেয়েটির বর্ষবরণ করাবেন!
আমরা জানি, একবার আপনি মা হয়ে ঢাকায় অগ্নিকাণ্ডের শিকার তিন মেয়েকে নিজ হাতে বিয়ে দিয়েছিলেন।
আমাদের সুন্দর নববর্ষকে আরো সুন্দর করতে যে মেয়েরা মনের আনন্দে সেজেগুজে আসে, তারা যেন আসছে বছর আবারও সুন্দর করে সেজে আসতে পারে, সেই সুযোগ কি আপনি করে দিতে পারেন না?
দেশের কত ছোটখাটো খবরেও আপনি পদক্ষেপ নেন, সারাদেশ আপনার প্রশংসা করে,
নারীদের সংসদের স্পীকার, স্বরাষ্ট্রমন্ত্রী-পররাষ্ট্রমন্ত্রীর মত বড় বড় পদে বসান, এদিকে আরেক নারীদের শাঁড়ী খুলে দেয়া হয় জনসমক্ষে- এই দৃশ্য আপনি কি করে দেখে থাকতে পারেন প্রধানমন্ত্রী? কীভাবে পারেন?
উৎসবকে যারা লজ্জায় শোকে পরিণত করলো, তাদের বিরুদ্ধে আপনার একার পদক্ষেপ হতে পারে একশোজনের পদক্ষেপের চেয়েও শক্তিশালী। আপনারই দলের ছেলেরা যখন আপনার কাছেই শাস্তি পাবে, তখন আর দ্বিতীয় কেউ এই ধরণের কাজ করার আগে অন্তত একশোবার ভাববে তাদের কি পরিণতি হতে পারে।
আমরা কি দূর করতে পারবো আমাদের প্রাণের উৎসবের ঘটে যাওয়া লজ্জাজনক ঘটনার দূঃখ? হে মাননীয় প্রধানমন্ত্রী, দূর হবে কি আমাদের লজ্জা?

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.