![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
জীবন মানে উঁচু নীচু পথে অবিরাম গড়িয়ে যাওয়া। পথ চলতে ভাবনাগুলো বয়ে যায় বহতা সময়ের সাথে। কিছু হারিয়ে যায় - কিছু যায় তলিয়ে। আর কিছু লুকিয়ে থাকে নুড়ি পাথরের ফাঁকে ফাঁকে। আমি সেইসবের যা কিছু কুড়িয়ে আনতে পারি ~ তাদের কানাকানি - ফিসফিসানি আর গুঞ্জন গুলোকে শব্দবন্দী করার আন্তরিক অভিপ্রায়ে.. সাফী সৈয়দ [email protected] বিঃ দ্রঃ 'এই ব্লগের সকল নিজস্ব ছবি ও লেখা লেখক কর্তৃক সংরক্ষিত'
১
মেঘলা আকাশে গুড় গুড় গর্জন
টিনের চালে অবিরাম বৃষ্টির শব্দ
দূর পাহাড় ঘেষে লেকে একা নৌকা
দরজার ও-পাশে একটি কুকুর
অমনোযোগে পেয়ালার চা হিম।
২
দিনের সময়ের সাথে বদলে যায়
আমার জানালা।
ভোরে মেঘে ঢাকা পাহাড়;
কেবল ঘুম ছেড়েছে ভেঙে আড়মোড়া ।
দুপুর রোদে সবুজ পাহাড়;
কাপ্তাই হ্রদের জলে নীলাভ সখ্যতা।
গোধুলী সন্ধ্যায় রাঙা পাহাড়;
লালিমা মেখে নিয়ে অপার মাদকতা ।
রাতে কালো পাহাড়ের ছায়া;
অবিরাম ঝিঝি'র ডাকে আলোর প্রতীক্ষা।
কাপ্তাই, ৭ জুন'১৩
২| ০৫ ই জানুয়ারি, ২০১৪ সকাল ৯:০৪
উত্তরাধিকার বলেছেন:
বিনীত ধন্যবাদ।
ভালো আছেন তো?
শুভেচ্ছা।
©somewhere in net ltd.
১|
০৭ ই ডিসেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:৫৯
নিবেদীতা বলেছেন: অনেক ভাললাগা