![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
জীবন মানে উঁচু নীচু পথে অবিরাম গড়িয়ে যাওয়া। পথ চলতে ভাবনাগুলো বয়ে যায় বহতা সময়ের সাথে। কিছু হারিয়ে যায় - কিছু যায় তলিয়ে। আর কিছু লুকিয়ে থাকে নুড়ি পাথরের ফাঁকে ফাঁকে। আমি সেইসবের যা কিছু কুড়িয়ে আনতে পারি ~ তাদের কানাকানি - ফিসফিসানি আর গুঞ্জন গুলোকে শব্দবন্দী করার আন্তরিক অভিপ্রায়ে.. সাফী সৈয়দ [email protected] বিঃ দ্রঃ 'এই ব্লগের সকল নিজস্ব ছবি ও লেখা লেখক কর্তৃক সংরক্ষিত'
১
তবুও জীবন
চারপাশে ইটের গাঁথুনী
এক চিলতে রোদ্দুরে
তবুও সবুজের বেড়ে ওঠা।
আলো বাতাসের সাথে বায়না শেষে
একদিন ছুঁয়ে যাবে নীল আকাশ।
২
চোরা কাটা
খুব অনাদরে বেড়ে ওঠে ওরা।
প্রাণের স্পর্শ পেতেই তাই
ছুঁয়ে যায় – গেঁথে যায়
বন্ধনে এগিয়ে যায়
পথিকের পায়ে পায়…
(সিসিবি এবং ফেসবুকে পূর্বে প্রকাশিত)
২৩ শে আগস্ট, ২০১৭ বিকাল ৩:৫৬
উত্তরাধিকার বলেছেন: বিনীত ধন্যবাদ আপনাকে মোস্তফা সোহেল।
প্রথমটা বেশী ভাল লাগায় প্রয়াসটুকু ধন্য হলো।
২| ২৩ শে আগস্ট, ২০১৭ সকাল ৯:৪৭
বিদ্রোহী ভৃগু বলেছেন: ভিন্ন চোখে অনুভব ছুঁয়ে গেল
++++
২৩ শে আগস্ট, ২০১৭ বিকাল ৩:৫৮
উত্তরাধিকার বলেছেন: অনেক ধন্যবাদ আপনাকে বিদ্রোহী ভৃগু।
অনুভবটুকু আপনাকে ছুঁতে পেরে ধন্য হলোঃ
নিরন্তর শুভেচ্ছা রইলো।
৩| ২৩ শে আগস্ট, ২০১৭ সকাল ১০:১০
খায়রুল আহসান বলেছেন: চমৎকার! দুটোই। + +
২৩ শে আগস্ট, ২০১৭ বিকাল ৪:০০
উত্তরাধিকার বলেছেন: বিনীত ধন্যবাদ খায়রুল আহসান ভাই।
আপনার প্রশ্রয়ে প্রয়াস দু'টিই ধন্য হলো।
অনেক ভাল থাকুন ভাই।
৪| ২৩ শে আগস্ট, ২০১৭ সকাল ১১:১৬
মোঃ মাইদুল সরকার বলেছেন: মুগ্ধ হলাম।
২৩ শে আগস্ট, ২০১৭ বিকাল ৪:০৩
উত্তরাধিকার বলেছেন: অনেক ধন্যবাদ মাইদুল আপনাকে।
'মুগ্ধতার অনুভূতি' বিজ্ঞ পাঠকের পক্ষ হতে কবি'র জন্য অবিরাম প্রেরণা জোগালো।
ভাল থাকুন -সারাক্ষন - সারা বেলা।
৫| ২৩ শে আগস্ট, ২০১৭ সকাল ১১:৩৪
সুমন কর বলেছেন: সুন্দর হয়েছে। +।
২৩ শে আগস্ট, ২০১৭ বিকাল ৪:০৩
উত্তরাধিকার বলেছেন: বিনীত ধন্যবাদ আপনাকে সুমন।
৬| ২৩ শে আগস্ট, ২০১৭ বিকাল ৩:০৯
রাজীব নুর বলেছেন: বেশ ভালো।
২৩ শে আগস্ট, ২০১৭ বিকাল ৪:০৪
উত্তরাধিকার বলেছেন: অনেক ধন্যবাদ আপনাকে রাজীব।
শুভেচ্ছা নিন।
ভাল থাকুন।
৭| ২৩ শে আগস্ট, ২০১৭ রাত ৯:৪৩
কথাকথিকেথিকথন বলেছেন:
ভাল লেগেছে মিনি কাব্য ।
২৪ শে আগস্ট, ২০১৭ দুপুর ২:১১
উত্তরাধিকার বলেছেন: মিনি কাব্য ভাল লাগায় আপনাকে ধন্যবাদ কথাকথিকেথিকথন।
©somewhere in net ltd.
১|
২৩ শে আগস্ট, ২০১৭ সকাল ৯:৩৭
মোস্তফা সোহেল বলেছেন: প্রথমটা বেশি ভাল লেগেছে।