নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

উযায়র

সাধারন মুসলমান

উযায়র › বিস্তারিত পোস্টঃ

পীর আর সেকুলার, মিলে মিশে একাকার ।

২৫ শে নভেম্বর, ২০১৩ সকাল ১১:৫০

অবাক হচ্ছেন ? সেকুলার মানে তো ইউনুস - জাফর ইকবাল, রাম-বাম -আওয়ামী লীগ । আর পীরগিরি করে তো দেওয়ানবাগী-রাজারবাগী -কুতুববাগী - আটরশি - মাইজভান্ডারী আর চন্দ্রপাড়ার লোক জন । ওদের থাকে খোদাই খাসির মত শরীর, বিশাল জুব্বা , ইত্যাদি ইত্যাদী । আর সেকুলাররা তো স্মার্ট লুকিং, শার্ট প্যান্ট কোট টাই, অথবা গ্রামীণ ফতুয়া ...



তাহলে ? কিভাবে কোথায় কখন তারা মিলে মিশে একাকার হয় ?





সেকুলারের সংগা হচ্ছে Secularism is the principle of separation of government institutions, and the persons mandated to represent the State, from religious institutions and religious dignitaries.http://en.wikipedia.org/wiki/Secularism



ইসলাম ধর্ম মানুষের জীবনের কোন অংশকে কোন দিককেই ধর্ম থেকে বাদ দেয় না । আর সেকুলাররা রাষ্ট্র ব্যবস্হা থেকে, শাসন ব্যবস্হা থেকে, আইন ও বিচার থেকে ধর্মকে অপসারণ করে । আর এরকম ধর্ম অপসারিত রাষ্ট্র ব্যবস্হার নামই সেকুলারিজম



মজার ব্যাপার হচ্ছে পীরগিরি যারা করে, তাদের কথাও তাই । বাবার দরবারে মাল পানি ঢাল, দেশ সরকার এগুলো ইহুদীদের মতে চালাও । সব জায়গায় ইসলাম আনলে তো বাবার ব্যবসা -ই বন্ধ হয়ে যাবে ।



তাই ধর্ম প্রাণ মুসলমানরা যখনি কোন ভন্ডপীর বা মাজার বিরোধী কিছু করে, সেকুলার রাজনৈতিকরা তখন তাদের পাশে এসে দাড়ায় ! সেকুলার আওয়ামী লীগ যেভাবে নাস্তিক পুষে, একইভাবে মাজার ব্যবসায়ীদের পালে । জাতীয় মসজিদের খতীব আটরশীর মুরীদ, মাইজ ভান্ডারী এম পি হয় সেকুলার আওয়ামী টিকেটে ।



আর মুরতাদ বিরোধী আন্দোলনরত হুজুরদের বিরুদ্ধে কাফের ফতোয়া লাগায়, প্রচারণা চালায় রাজারবাগীরা, সরকারের প্রশ্রয়ে । আওয়ামী লীগ ক্ষমতায় আসলেই সব কুতুববাগ - দেওয়ানবাগ - চন্দ্রপাড়া ওরশে নতুন রং লাগে ।



আওয়ামী লীগ যেমন সেকুলার, বাগীরাও তেমনই সেকুলার, সেকুলারের সংগাই হচ্ছে রাষ্ট্র পরিচালিত হবে ধর্মের প্রভাব মুক্ত হয়ে । পীরগিরীর কথাও তাই, বাবার দরবারে পয়সা ঢাল, আইন বিচার সরকার এসবে ধর্ম নিয়ে টানাটানির কি দরকার ?



মন্তব্য ১ টি রেটিং +০/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ২৫ শে নভেম্বর, ২০১৩ দুপুর ১২:০৫

উযায়র বলেছেন: ব্লগে কিছু চুলকাণী শ্রেণী আছে, ধর্ম নিয়ে তাদের যাবতীয় চুলকানী । কিন্তু দেওয়ানবাগী - রাজারবগীর বিষয়ে তাদের কোন মাথা ব্যাথা নেই । কেননা তারাও তো সেকুলার ।

আর যদি কেউ উষ্কানীদাতা সাম্প্রদায়িক বিদ্বেষীদের বিপক্ষে কথা বলে তখনই তাদের নর্তন কুদন শুরু হয়ে যায় । এরাই হচ্ছে পীরগিরি বান্ধব ধর্ম বিদ্বেষী । একই ভাবে রাজারবাগীদেরও দেখবেন যখনি ধর্ম অবমাননাকারী ব্লগারদের শাস্তি চাওয়া হয়, তখনই কুফুরী ফতোয়ার বৃ্টি শুরু হয় ।

দুজনে দুজনার, তামাক আর ফিলটার !

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.