![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সারের ৬০ তম জন্মদিনে বিশাল ৬০ পাউন্ডের কেক আর ৬০ টি প্রজ্জলিত মোমবাতি নিয়ে ভক্তরা সারের বাসায় গিয়েছিলেন সারকে না জানিয়েই ! প্রতি বছর জন্মদিনে সার যে কেক নিজে ব্যবস্হা করেন তাও সে সময় হাজির থাকলে, কেকের সনখয ছিল ২ টি ! আর সার যদি কেক কাটা সংসৃতিতে বিশ্বাসী না হন তবে কেক থাকার কথা একটাই । তবে সেটা তার মনো পীড়ার কারণ হওয়ার ই কথা । কেননা যারয কেক-কাটা- জন্মদিন টাইপ জিনিষে বিশ্বাস করেন না, এভাবে জন্মদিন পালনও করেন না, তাদের জন্য বিষয়টা ভিন্ন সংস্কৃতির পীরাদায়ক বিষয় বৈকি !
যা হোক আমার বাবা বুয়েটের কর্মকর্তা ছিলেন । তিনি এখন বেচে নেই । ওনাদের সময় সরকারী চাকুরীর মেয়াদ ছিল ৫৭ বছর । আর বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা বিশেষ সুবিধা পেতেন ৬০ বছর চাকুরীর! ৫৭ হোক আর ৬০ ই হোক আমাদের প্রিয় জাফর ইকবাল সারের রিটায়ার করার সময় হয়ে যাবার কথা!
কিছুদিন আগে বিসি এস এ কোটা নিয়ে বেশ আলোড়ণ তৈরী হয় । ব্যক্তিগত ভাবে আমি মুক্তিযোদ্ধার নাতি-উপজাতি কোন প্রকার কোটার -ই সমর্থক না । এবং আরো বিশ্বাস করি জাতীয় বিষয়গুলোতে কোটা আরোপ ম্যনুপুলেশন অযোগ্যতা - অব্যবস্হা চালু করে । আর এগুলো আমাদের অনগ্রসরতার নিয়ামক। যাই হোক ভেবে অবাক হচ্ছি সার কিন্তু তখন আওয়ামী সরকারের কোন সমালোচানায় টু শব্দটিও করেন নি!
যাক নিন্দা - ঝগড়া এসব জাতীয় জীবনে খুব ভাল কিছু দেয় না । আর ব্লগের শান্তিপূর্ণ সুস্হ্য আলোচনার পরিবেশকেও ব্যহত করে । একটা গল্প দিয়ে পোষ্ট শেষ করি । হাসির গল্প, পড়ে মন ভাল হতে পারে, ঝগড়া ভুলে যেতে পারেন ।
এক গরীব চাষীর একটা মাত্র হালের বলদ ছিল । দেখা গেল সেটা একদিন খুব অসুস্হ । বেচারা চাষীর মাথায় আকাশ ভেংগে পড়ল ! সে কি করে চলবে ? এটি ছিল আবার ঈদের মৌসুম । গরূর চিন্তায় তার ঈদটাও মাটি হল । প্রতিবেশীরা ঈদের ২ দিন পর বুদ্ধি দিল, কুরনাণীর ঈদ তো তিন দিন থাকে, গরুটা মরার আগে কুরবাণী করে দেও, আস্ত একটা গরু কুরবাণীর সোয়াব পাওয়া যাবে!
সংযোজন : পোষ্ট টা অনেকেই ফালতু বলছে । তাই একজন ভাল ব্লগার দুখী মানবের একটা পোষ্টের লিন্ক জুড়ে দিচ্ছি, সেট হয়ত এই পোষ্টের কিছুটা শোভা বর্ধন করে ফালতু ভাবটা দূর করবে :
জাফর ইকবাল স্যারের প্রশ্নের উত্তর সাথে আমার ও একটি প্রশ্ন
২৭ শে নভেম্বর, ২০১৩ দুপুর ১:২০
উযায়র বলেছেন: দেখি চেষ্টা করি।
২| ২৭ শে নভেম্বর, ২০১৩ দুপুর ১:১৯
লামাজ বলেছেন: Faltu post, apni ki bujaite chailen, kichu e clear na
২৭ শে নভেম্বর, ২০১৩ দুপুর ১:২৭
উযায়র বলেছেন: ৬০ এর বেশী বয়সে পদত্যাগের বিষয়টা বেশ সুবিধাজনক কৌশল মনে হচ্ছে, কৃষকের গরু কুরবাণীর মত । তাই এই পোষ্ট ।
৩| ২৭ শে নভেম্বর, ২০১৩ দুপুর ১:৩২
শাহ আজিজ বলেছেন: আপনি বরং কুরবানির ফজিলত ও জবেহ র কায়দা কানুন নিয়ে লিখুন ।
২৭ শে নভেম্বর, ২০১৩ দুপুর ১:৩৮
উযায়র বলেছেন: হুম, খুবই পুন্যময় উপদেশ/পরামর্শ । জানা থাকল, সম মত পোষ্ট দিব ইন শা আল্লাহ। যাযাকাল্লাহ, সদুপোদেশ দেবার জন্য ধন্যবাদ ।
৪| ২৭ শে নভেম্বর, ২০১৩ দুপুর ১:৩৭
দেশ প্রেমিক বাঙালী বলেছেন:
২৭ শে নভেম্বর, ২০১৩ দুপুর ১:৩৮
উযায়র বলেছেন: ?
৫| ২৭ শে নভেম্বর, ২০১৩ দুপুর ২:০৮
চলতি নিয়ম বলেছেন: উনাকে নিয়ে কাদের চুল্কানি আছে সেটা প্রমাণিত।
২৭ শে নভেম্বর, ২০১৩ দুপুর ২:৫১
উযায়র বলেছেন: জী , শাহাবাগে ছিলাম, ছিলাম শাপলাতেও, দাবী একটাই না, দাবী দুইটা !! যুদ্ধাপরাধীদের ফাসি চাই, ধর্ম অবমাননাকারীদেরও সর্বোচ্চ শাস্তি চাই
২৭ শে নভেম্বর, ২০১৩ বিকাল ৩:৩৬
উযায়র বলেছেন: আপনার দাবী কয়টা ? একটা ? না দুইটা ?
৬| ২৭ শে নভেম্বর, ২০১৩ দুপুর ২:৫৩
উযায়র বলেছেন:
যুদ্ধাপরাধীদের ফাসি চাই, ধর্ম অবমাননাকারীদেরও সর্বোচ্চ শাস্তি চাই
৭| ২৭ শে নভেম্বর, ২০১৩ বিকাল ৩:১৩
সাইবার অভিযত্রী বলেছেন:
আমার আব্বা কৃষি বিশ্ব বিদ্যালয়ের প্রফেসর ছিলেন । সেখানে কর্মকর্তাদের নিয়ম ৫৭ বছরে অবসর, আর শিক্ষকদের নিয়ম ৬০ বছরে । এমনটাই তো ছিল, এখন কি নিয়ম পরিবর্তন হয়েছে ?
সারের বয়স ৬০ হয়ে থাকলে ওনার তো এমনিতেই অবসরে যাওয়ার কথা !
মরার আগে গরুর গলায় ছুরি মেরে ফাও সোয়াব বলেই তো মনে হচ্ছে !
২৭ শে নভেম্বর, ২০১৩ বিকাল ৩:৩৬
উযায়র বলেছেন: সারের বয়স ৬০ হয়ে থাকলে ওনার তো এমনিতেই অবসরে যাওয়ার কথা !
৮| ২৭ শে নভেম্বর, ২০১৩ বিকাল ৩:৪০
সবখানে সবাই আছে বলেছেন: জ্বী না। নতুন নিয়মে শিক্ষকদের অবসরের সময়সীমা করা হয়েছে ৬৫ বছর।
২৭ শে নভেম্বর, ২০১৩ বিকাল ৩:৪৪
উযায়র বলেছেন: গুড, জানা হল!
৯| ২৭ শে নভেম্বর, ২০১৩ বিকাল ৩:৪৫
উযায়র বলেছেন: তাহলে তো মরার আগে ছুড়ি চালান বলাটা ঠিক হয় নি!
তবে বুড়া গরু কুরবাণী বলে যেতে পারে !
১০| ২৭ শে নভেম্বর, ২০১৩ রাত ১০:৫৯
অলওয়েজ এ্যান্টি গর্ভণমেন্ট বলেছেন: আমার মনে হচ্ছে বর্তমান পলিটিক্স এর সাথে এর যোগসূত্র আছে।
০২ রা ডিসেম্বর, ২০১৩ বিকাল ৩:৫২
উযায়র বলেছেন: হুম!
©somewhere in net ltd.
১|
২৭ শে নভেম্বর, ২০১৩ দুপুর ১:১৬
শাহ আজিজ বলেছেন: আপনার আলাপের মুল প্রসঙ্গটি পরিস্কার নয় । আপনি আবার সাজিয়ে লিখে রি পোস্ট করুন ।