![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ড: জাকির নায়েকের যুক্তি কি নির্ভরযোগ্য? এ সস্পর্কে
ইন্টারনেটে হঠাৎ করে ভেসে আসা নিস্মোক্ত লিংকের বিষয়াবলীর বিষয়ে মতামত আহবান করা হল ।
ড: জাকির নায়েকের যুক্তি কি নির্ভরযোগ্য?
(আমার নিজস্ব কোন মতামত বা মন্তব্য এর মধ্যে নেই )
১০ ই জুলাই, ২০১৬ বিকাল ৫:২৮
ভাবনা ২ বলেছেন: অনেক ধন্যবাদ সুন্দর মন্তব্যের জন্য । অন্য একটি বিষয় নিয়ে ব্রাউজ করার সময় এ সাইটা চলে আসে । বিষয়গুলি মতামত দেয়ার মত বিদ্যা নেই বিধায় সামুর বিজ্ঞ ভাইদের উপরে ছেড়ে দিলাম । তবে সাইটিটিতে গিয়ে দেখা যায় যে তারা বেশ অআট ঘাট করেই নেমেছে । সাইটি সম্ভবত ভিন্ন ধর্মাবলম্বীদের হবে । সাইটির বিষয়ে ইসলামিক রিসার্চ ফাউন্ডেশন এর দৃস্টি আকৃষ্ট হলে ভাল হয় , তারা হয়ত যথাযথ মতামত দিতে পারবেন ।
২| ১০ ই জুলাই, ২০১৬ দুপুর ১২:১৮
হাসান রোমেল বলেছেন: অনেক বড় প্রবন্ধ। এটা পড়েতো জাকিরকে আরো ভালো লাগলো। মনে হচ্ছে আমি তারা ভক্ত হয়ে গেলাম। এতোদিন তার বিরোদ্ধে নানান কথা শুনতাম। তাই তাকে বিতর্কিত নোংরা ফেরকাবাজ বলে মনে হতো।
এই লেখাটা পড়ে, তার বিরোদ্ধে যতসব অভিযোগ পড়লাম। কোরানের বাংলা আমি পড়েছি, জাকির যা বলে সেটা কোরান সম্মত কথা। তার নিন্দুকদের কথাতো ভিত্তিহীন।
১০ ই জুলাই, ২০১৬ বিকাল ৫:৩০
ভাবনা ২ বলেছেন: ধন্যবাদ, আপনার কথা শুনে ভাল লাগল ।
৩| ১০ ই জুলাই, ২০১৬ বিকাল ৫:৩০
ভাবনা ২ বলেছেন: ধন্যবাদ, আপনার কথা শুনে ভাল লাগল ।
৪| ১২ ই মার্চ, ২০১৭ রাত ১০:২০
ফরিদ আহমদ চৌধুরী বলেছেন: ডাঃ জাকির নায়েকের সাথে অনেক বিষয়ে আমি একমত নই।
©somewhere in net ltd.
১|
১০ ই জুলাই, ২০১৬ সকাল ৯:২৭
মোঃ মঈনুদ্দিন বলেছেন: আমি লিংকটি ব্রাউজ করলাম এবং যথাসাধ্য অধ্যয়ন করলাম। এখানে ব্যপক বিষয়ের অবতারণা করা হয়েছে। একসাথে অল্প সময়ে এ বিষয়ে মতামত দেয়া হবে চরম বোকামীর। যেহেতু আমার জ্ঞান সামান্যই তাই, এত বড় বিষয়ে মতামত দিয়ে পান্ডিত্য জাহির করা ঠিক হবেনা। তবে, আমি একটা সমন্বয়ের কথা বলবো। সেটা হলো ডাক্তার জাকির নায়েক অত্যন্ত মেধাবী, পরিশ্রমী, অধ্যাবসায়ী এবং ইসলাম সম্বন্ধে যথেষ্ট পড়ালেখা করে থাকেন আর জানেনও বেশ। উনি একজন ডাক্তার বিজ্ঞান সম্বন্ধে সামান্য ধারণা উনারও থাকতে পারে। প্রচন্ড ইচ্ছা শক্তি অদম্য স্পৃহা নিয়ে সেই শক্তি ইসলামিক রিসার্চ ফাউন্ডেশন প্রতিষ্ঠা করেন তাও আবার ইন্ডিয়ার মতো বিপরীত আবহাওয়ার মাঝে। ভুল-ভ্রান্তি মানুষেরই হয়।আর, প্রায় প্রতিটি বিষয়ে তিনি যে বিতর্কের আয়োজন করেন তা লাইভ টেলিকাস্ট হয়। রেকর্ডেড এবং প্রমাণ সহ সেটা অনলাইনে প্রচারও হয়। যে দাওয়ার কাজটা আলেম ওলামা মাশায়েকদের করার কথা ছিল তা তিনি করছেন। উনার সাফল্য ঈর্ষা করার মতো। ১৫০০ বছরের প্রাচীন ধর্মকে তিনি সারা বিশ্বের দরবারে অন্য মাপে পরিচিত করিয়েছেন।
এ উপমাহাদেশের আলেম ওলামাদের বেশীরভাগই জাকির নায়েকের বিষয়ে সহমত পোষণ করেছেন। অনেকেই করেননাই সেটাতো দেখলামই। ডাক্তার জাকির নায়েকের লাইভ অনুষ্ঠানে বিশ্বের বড় বড় জ্ঞানী গুণীরা উপস্থিত হন এবং চলে বিভিন্ন বিতর্ক অনুষ্ঠানের। যাতে ইসলামের নানান খুটিনাটি বিষয়ে তর্ক বিতর্ক হয়। এতে সমান সুযোগ থাকে সবার মত প্রকাশের। কিন্তু, আজ পর্যন্ত কোন টিভিতে এরকম আয়োজন আর কোন আলেম ওলামা করেছিল? দেওবন্দী আলেম, ওয়াহাবী, মতনী, সুফী, মিডা সুন্নী, কড়া সুন্নী আরো ৭০/৭২টি মতবাদী আলেম শ্রেণি রয়েছে এদের কাজ হলো আমাদেরটাই সঠিক আর অন্যদেরটা বেঠিক! এই ধ্যান ধারনা নিয়ে স্বার্থসিদ্ধিতে ব্যস্ত থাকা। ডাক্তার জাকির নায়েক কোন আলেম না সেটা সবাই জানেন। উনার দৌড় কতটুকু সেটাও জানেন। তাহলে, উনার শক্তিকে কাজে না লাগিয়ে, সাপোর্ট না করে, সহযোগীতা না করে শুধু বিরোধীতা করেই যাচ্ছেন। আসলে ডাক্তার জাকির নায়েকের সাফল্যে সবাই ঈর্ষান্বিত হয়ে এতসব আয়োজন করেছেন। আমার মতামত হলো আলেম ওলামাদের একটা প্ল্যাটফর্মে আসা। কে কড়া সুন্নী, কে মিঢা সুন্নী, কে ওয়াহাবী কে মাজহাবী কে লা-মাজহাবী এসব না করে সমন্বয়ের মাধ্যমে এক ও অভিন্ন থাকা।