![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
কষ্টগুলো জমা রাখছি .... আশা করছি একদিন কাজে আসবে....।
প্রোজেক্ট গুটেনবার্গ এর দুইটা সিডির জন্য আবেদন করেছিলাম প্রায় বছর হতে চলল। এখনো কোনই খবর নেই। মাঝে মাঝে চেক করি। বাট আমার অবস্থান পরিবর্তন হয় না।
পড়েছিলাম বিভিন্ন দেশে অনেকেই নিঃস্বার্থ এই সিডি গুলা বিতরন করেন। আপনাদের কেউ পেয়ে থাকলে এবং বিতরন করতে ইচ্ছুক থাকলে একটু আওয়াজ দিবেন।
উল্লেখ্য আমি যশোর এ থাকি।
২| ২৮ শে জুন, ২০১৩ দুপুর ১:৪১
ইরফান আহমেদ বর্ষণ বলেছেন: আমার কাছে আছে....... ঢাকায় আসেন।
©somewhere in net ltd.
১|
২৮ শে জুন, ২০১৩ দুপুর ১:১৪
কালোপরী বলেছেন: এই সিডি তো আমি পেয়েছিলাম, কোথায় রেখেছি মনে নাই। খুঁজে দেখি পাই কিনা