![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
রাগ ইমন।এক সময় দেশ নিয়ে, মানুষ নিয়ে লিখতাম। কবিতা লিখতাম। এখন কবিতা লিখতে বসলে দেশের সমস্যা গুলোর কথা লেখার কথা মনে পড়ে যায়। অনেক কিছু - যা নিয়ে কেউ লিখছে না। দুঃখ নেই। একটা সময় তো আজলা ভরে কাদামাটি , শীতলক্ষ্যার জল নিয়ে খেলেছি। সে খেলাও ছাড়তে হয়েছে। আছি । পেন্সিলে আঁকা ছবির মত।
"পেঁয়াজে মেখে দু'মুঠো স্বপ্ন চটকে খেলুম "-
শুনে নড়ে চড়ে বসেন কেতাদুরস্ত মন বিশেষজ্ঞ ।
দাঁতের ফাঁকে অরিজিনাল পার্কারের খাপ গুঁজে
রায় দিয়ে দেন " স্বপ্ন চটকে --- ইন্টারেস্টিং" ।
আমার সবটাই তাই !
"তা'পর স্বপ্নীল ভাবালুতার ধোঁয়া গিলে
ফার্মগেট , শ'বাগ ,টিসসি , বুঝলেন?
স্বপ্ন লটকে দিলুম অশ্বথের মাথায় ।"
উত্তর কি আসবে জানেন তো ? ইন্টারেস্টিং !
"বাইত ফিরে লিকলিকে গা থেকে স্বপ্ন খুলে
পাক জলে নাক ডুবিয়ে ঘুমানো ,আহ! "
( আমার জিবে বিড়ির স্বাদে সুখ ভাসে
বাংলা খাব , বাংলা খাব )
আবার পিছন থেকে ঘাই মারে -ইন্টারেস্টিং !
বাংলার স্বাদে এইবার আমার জিব টকায় ।
"তা'পর কোমর থেকে স্বপ্ন খুলে স্বপ্নকেই ডাকা
আর দাঁড়িয়ে পড়া স্বপ্ন দেখা ,হো হো হো ।"
শীত ঘরে এইবার কেতার কপালে ঘাম
পিছন থেকে উঠে আশা "সব ইয়ে" তামাম !
কিন্তু আমারও মাল উঠেছে মাথায় বুঝলেন?
"তা'পর স্বপ্নের হাঁটু দু'দিকে ফাঁক করে --
"মিস ফারিয়া আআআ " আর্তনাদে দামী ঘর
আসবাব উলটে শৃঙ্খলা আসে ।
মাত্র ১৫০০ টাকা বেতনের ইউনিফর্মের ধাক্কায়
রাস্তার ছেলে ফের রাস্তায় ।
ওরা সুশীল তো ! শিক্ষিত ভদ্দরনোক ।
ওরা জানে না , চালের কেজি ৫০ হলে ,
পরনের কাপড় দুর্লভ হলে ,
মাথা গোঁজার ঠাঁই না হলে ,
"চাকুরী হয়েছে" চিঠি না পেলে ,
পাত্রের হাটে চকচকে না হলে,
পাড়ার অবৈধ বাজারটা হঠাৎ উঠে গেলে ,
আমরা ,
এই শহরের রাস্তার ছেলেরা
স্বাধীনতার সাঁইত্রিশ বছর পরে
সামরিক সবুজ শান্তির কালে
কেবল স্বপ্ন চুদি , স্বপ্ন চোদাই ।
২৬ শে মার্চ, ২০০৮ দুপুর ২:৩১
রাগ ইমন বলেছেন: এ আমার সৌভাগ্য যে প্রথম মন্তব্যটাই আপনার তীরুদা । অনেক ধন্যবাদ । স্বাধীনতা দিবসের শুভেচ্ছা ।
আছি ভালোই । আপনার সাথে দেখা করার ইচ্ছে আছে । দোয়া করবেন ।
২| ২৬ শে মার্চ, ২০০৮ দুপুর ২:২৪
সমালোচনাকারী বলেছেন: লাস্ট লাইনটা খুব ভালো লেগেছে!! খিক খিক!!
২৬ শে মার্চ, ২০০৮ দুপুর ২:৩৫
রাগ ইমন বলেছেন: হা হা হা হা হা হা , যার যার ইন্টারেস্টের জায়গা - বলবো নাকি ?
৩| ২৬ শে মার্চ, ২০০৮ দুপুর ২:৩০
স্করপিয়ন্স বলেছেন:
অশ্লীল বাক্য ব্যবহার কর্লেই একটা কবিতা ভালো কবিতা হয়া যাইনা, বড়জোর অধিক পঠিত কবিতা হতে পারে।
অশ্লীল বাক্যবানে কবিতা হিট করার এই দুরভিসন্ধি অবশ্য পরিতাজ্য
২৬ শে মার্চ, ২০০৮ দুপুর ২:৩৪
রাগ ইমন বলেছেন: গন্ডু ,বেশি না ,মাত্র একটা ভালো কবিতা লিখে দেখাও , পিলিচ ,আমার মুর্খ জীবন ধন্য হউক !
যদি সেই ক্ষমতা না থাকে , তো ,এইটাকেই "ভালো " করে লিখে দেখাও । দেখি একটু । আজকে ছুটির দিন । সময় আছে ।বইলাম মনিটরের সামনে , আও বাচ্চো , লিখকে দিখাও , হাউ মেনি রাইসে হাউ মেনি প্যাডি ।
৪| ২৬ শে মার্চ, ২০০৮ দুপুর ২:৩৩
সমালোচনাকারী বলেছেন: গন্ডু , কোবতেটার প্রতিপাদ্য তও ভালো ই মনেঅইলো!!
২৬ শে মার্চ, ২০০৮ দুপুর ২:৩৬
রাগ ইমন বলেছেন: এট্টা সমালোচনা আশা করছি । শুধু প্লাস মাইনাসে টেস নাই ।
৫| ২৬ শে মার্চ, ২০০৮ দুপুর ২:৩৬
সমালোচনাকারী বলেছেন: আমি কিন্তু সেদিন থেকে আপনার রিয়েল ফ্যান হৈয়া গেছি!!
২৬ শে মার্চ, ২০০৮ দুপুর ২:৩৯
রাগ ইমন বলেছেন: অ্যাঁ?
৬| ২৬ শে মার্চ, ২০০৮ দুপুর ২:৩৭
স্করপিয়ন্স বলেছেন:
@ সমালোচনাকারী
কবিতা আমি পড়িনা সাধারনত, কমেন্ট গুলা পড়তে যেয়ে তুমার কমেন্টের কারনে কবিতার শেষ লাইনটাতে নজর গেল তার ফলশ্রুতিতেই আমার ঐ কমেন্ট, কবিতার বিষয়বস্তু কি তা আমি জানিনা কারন কবিতাটা পড়িনাই
২৬ শে মার্চ, ২০০৮ দুপুর ২:৪১
রাগ ইমন বলেছেন: না পইড়া কমেন্ট মারো ক্যান? দিন কে দিন তিনকোনা হইয়া গেছো ।
৭| ২৬ শে মার্চ, ২০০৮ দুপুর ২:৪০
স্করপিয়ন্স বলেছেন:
@ রাগ ইমন
আরে দুর আমি রাস্তার/ বস্তির পুলা , কুনো মতে তিন বারের চেষ্টায় ইন্টারমিডিয়েট পাশ, আমি কি আর আপনার মত কবিতা লিকতে পারি ।
২৬ শে মার্চ, ২০০৮ দুপুর ২:৪৪
রাগ ইমন বলেছেন: অস্ট্রেলিয়ার ইউনিতে পড় কেম্বায় ? পোংটামি করার আর জায়গা পাও না ? সারাক্ষণ তেহাতার মত লোক জনরে না গুতায়া নিজে কিছু লেখো ।
চাগু সব পোস্টেই মুখ দেয় , তুমিও তাই করো দেইখা কইলাম ।মাইন্ড খাইও না।
সুকান্ত ,নজরুল ও রাস্তার / বস্তির পোলা ,অপমানটা তাগো করলা , বিবেকে বাধলো না ?
৮| ২৬ শে মার্চ, ২০০৮ দুপুর ২:৪০
সমালোচনাকারী বলেছেন: হা হা হা তা আমি বুঝছি সখি@ গনডু
আমি ও কোবতে বুঝি কম!! আমি রাগিমনরে গুরু মানি....তাই যা লিখবো পিলাস
২৬ শে মার্চ, ২০০৮ দুপুর ২:৫৩
রাগ ইমন বলেছেন: এই রকম অন্ধ ভক্তি খুব খারাপ । খুশি হইতে পারলাম না ।
৯| ২৬ শে মার্চ, ২০০৮ দুপুর ২:৪০
বহুরূপী মহাজন বলেছেন:
২৬ শে মার্চ, ২০০৮ দুপুর ২:৫৩
রাগ ইমন বলেছেন: বিলাই চশমা পড়লা কেন? মাছ দেখো না !
১০| ২৬ শে মার্চ, ২০০৮ দুপুর ২:৪৪
স্করপিয়ন্স বলেছেন:
লেখক বলেছেন: এট্টা সমালোচনা আশা করছি । শুধু প্লাস মাইনাসে টেস নাই ।
গঠনমুলক একটা সমালোচনায় কর্চিলাম, শুদু প্লাস মাইনাস না দিয়া।
আমি মুনে করি অশ্লীল শব্দ ব্যবহার কবিতাকে মহিমান্বিত করেনা,
আমার সমালোচনাটা কিনতু আপনে সহ্য কর্তে পারলেননা, আমারে কবিতা লিখে দেখাতে বলার মাধ্যমে আপনের আত্মদাম্ভিকতা পরকাশ পাইলো যে আমি আপনের মত ভালো ( ! ) কবতি লিকতে পারবোনা
২৬ শে মার্চ, ২০০৮ দুপুর ২:৫২
রাগ ইমন বলেছেন: কবিতার শেষ লাইনটাতে নজর গেল তার ফলশ্রুতিতেই আমার ঐ কমেন্ট, কবিতার বিষয়বস্তু কি তা আমি জানিনা কারন কবিতাটা পড়িনাই --- এইটা সমালোচনার তরিকা ?
না পইড়া কমেন্টাইসো -এইটা খুব ভালোই বুঝা যায় , আমারে এত নাদান ভাবার তো কারন নাই ।
পুরা জিনিসটা পইড়া তারপর আগা থেকে গোড়া পর্যন্ত যদি সমালোচনা কেন , একটা নিন্দা পত্রও লিখতা - আমি খুব খুশি হইতাম । তুমি কি সেইটা করসো ?
শুধু তাই না , শিরোণামে "কবিতা" শব্দটা ব্যবহারই করলাম চ্যালেঞ্জ ছুড়ে দেওয়ার জন্য যাতে কেউ এসে সূক্ষ্ম বিচার বিশ্লেষন করে দেখিয়ে দেয় -এইটা কোন কবিতাই না --- অথবা হতে পারতো কবিতা --- বা কিছু একটা ।
তুমি কি সেইটা করসো ? তাও না ।
খামোখা গুতাইতে আসছো ,পালটা গুতা তো দুই একবার খাইবাই , ঐ যে , কথায় আছে না - " ইটটি ছুড়লে পাটকেলটি ------ "
১১| ২৬ শে মার্চ, ২০০৮ দুপুর ২:৫৩
নবজন্ম বলেছেন: এখন পড়তে পারলাম না , একটু ব্যাস্ত আছি পরে পড়বো।
মহান স্বাধীনতা দিবসের শুভেচ্ছা।
২৬ শে মার্চ, ২০০৮ দুপুর ২:৫৪
রাগ ইমন বলেছেন: যথা ইচ্ছা ।
১২| ২৬ শে মার্চ, ২০০৮ দুপুর ২:৫৮
স্করপিয়ন্স বলেছেন:
পুরো কবিতাটা নিয়েতো আমার আপত্তি নাই, আপত্তি হল শেষ লাইনের ঐ শব্দ কটি।
যে শব্দগুলা কবি/লেখক প্রকাশ্যে/সবার সামনে/ বাবা মার সামনে/ সন্তানের সামনে মুখে উচ্চারন করতে পারবেননা সেই শব্দ কেন তার কবিতায় ব্যবহৃত হবে?
২৬ শে মার্চ, ২০০৮ বিকাল ৩:৩০
রাগ ইমন বলেছেন: কবি/লেখক প্রকাশ্যে/সবার সামনে/ বাবা মার সামনে/ সন্তানের ---- সামনে উচ্চারন করতে পারবো ।
এই বার বলো , কবি/লেখক প্রকাশ্যে/সবার সামনে/ বাবা মার সামনে/ সন্তানের মুখে উচ্চারন করতে পারবা না , সেই শব্দ ,কথা , ইঙ্গিত গুলো মন্তব্যে লেখো কেন?
তোমার অনেক মন্তব্য দেখেছি আমি , অকল্পনীয় রকমের নোংরা নয়ত নিষ্ঠুর , তাও ব্লগেরই কাউকে আক্রমন করে । নিলুর দাদী মারা যাওয়ার পরে ঐ পোস্টে গিয়ে লিখে এসেছো "অপ্রয়োজনীয় পোস্ট"। একটা মানুষের মৃত্যু সংবাদ নিয়ে এই উচ্চারন তুমি তোমার পরিবারের " কবি/লেখক প্রকাশ্যে/সবার সামনে/ বাবা মার সামনে/ সন্তানের " সামনে করো ?
আমার পোস্টের লেখায় কাউকে কিন্তু আক্রমন করা হয় নাই , একটা ছেলে নিতান্তই তার ক্ষোভ প্রকাশ করেছে শেষের লাইনে । দারিদ্রের প্রতি ক্ষোভ । মৌল চাহিদা গুলো বাস্তবের নাগালের বাইরে চলে যাওয়া , স্বপ্নে পরিণত হওয়ার ক্ষোভ ।
তুমি প্যাঁচাইতে চাইছো , এইটা না বুঝার কিছু নাই , শুধু এইটুকু বলি , লাভ নাই ।
খুদাপেজ ।
১৩| ২৬ শে মার্চ, ২০০৮ দুপুর ২:৫৯
বহুরূপী মহাজন বলেছেন: চক্ষে কম দেখলে কি করবো??
কিন্তু ওরাতো এখন স্বপ্ন দেখতেও দেয় না! বুঝতেছিনা কি মন্তব্য করবো এ কবিতায়।
২৬ শে মার্চ, ২০০৮ বিকাল ৩:৩৬
রাগ ইমন বলেছেন: দেয় দেয় , সবুজ রঙের স্বপ্ন । দেখতে দেখতে লাল হয়ে যায় গরীবের ভুখা পেট, পিঠ !
১৪| ২৬ শে মার্চ, ২০০৮ বিকাল ৩:০৪
সারওয়ারচৌধুরী বলেছেন:
২৬ শে মার্চ, ২০০৮ বিকাল ৩:৩৭
রাগ ইমন বলেছেন: ব্যাপার কি ? সারুয়ার ভাই খালি একটা হাসি দিলেন ? আরে একখান সমালোচনা চাইছি ,কেউ দেয় না । আপনি দেন তো একটা ।
১৫| ২৬ শে মার্চ, ২০০৮ বিকাল ৩:১৪
অ্যামাটার বলেছেন: আমি শুশীল,
পড়ে ফেললাম, দু:খিত।
আসলে সামাজিকতার ঘোমটার ভেতরে থাকে আরেকটা সত্তা,
এটাকে বের করে এনেছেন, সাহসী লেখা ।
২৬ শে মার্চ, ২০০৮ বিকাল ৩:৩৯
রাগ ইমন বলেছেন: সমস্যা নাই , গান করেন ,
আমি শীল হলে তুমি হবে পাটা
তুমি ঘুড়ি হলে হবো আমি নাটা
তুমি পাটা হলে হবো আমি আদা
বেটে যাবে সারাজীবন, "এই ইরাদা" --- ইত্যাদি ।
১৬| ২৬ শে মার্চ, ২০০৮ বিকাল ৩:৫৪
সারওয়ারচৌধুরী বলেছেন:
স্করপিয়ন্সের আবোলতাবোল মন্তব্য দেখে হাসছিলাম
থিম ঠিক আছে। চিত্রকল্প উপমাও ভালো হয়েছে। কথা হলো, চ-বর্গীয় শব্দদের স্বাভাবিকভাবে নেয়ার উৎকর্ষতা আমাদের আসতে আরো বহুদূর পথ পাড়ি দিতে হবে। অবশ্য একটা আবরন দিয়েও প্রকাশ করা যেতো।
দেখুন, সেদিন দেখলাম দুই সিরীয় ভাই। দু'জন বন্ধুর মতো। খোলামেলা কথা বলে পরস্পর। ছোট ভাইকে তার বড় ভাই বলছে, আঙুল দিয়ে ইশারা করে, 'বিয়ে যে করতে চাইতাছস তোর ওইটা খাড়ায় তো ঠিকমতো?' ছোট ভাই হেসে খুব স্বাভাবিকভাবে বললো, 'হুমম'। এই আলাপচারিতা দেখে ইন্ডিয়ান পাকিস্তানী বাঙালিরা হাসতে হাসতে আর আসতাগফিরুল্লাহ পড়তে পড়তে শেষ!!! অথচ ব্যাক্তিজীবনে অত্যন্ত ভালো মানুষ ওরা দুই ভাই। নামাজ পড়ে নিয়মিত। লাখ লাখ ডলার ব্যাংকে কিন্তু অহংকার নেই বিন্দুমাত্র। কাউকে সাহায্য করার জন্য ছুটে আসে সর্বাগ্রে। অন্যের কার্টুনও কাঁধে নিয়ে দিয়ে আসে স্রেফ হেল্প করার জন্য।
২৬ শে মার্চ, ২০০৮ রাত ১১:৩৬
রাগ ইমন বলেছেন: ব্যাপার না, সত্যিকারের আলোচনা কিংবা সমালোচনা করার জ্ঞান যদি থাকতো তো এই সব " হই চই হট্টগোল করে ঘোলা পানিতে মাছ শিকার" ধরনের মন্তব্য করতো না ।
স্ক্রিজোফ্রেনিয়া অসুখটা একটু সমস্যা করেই ,মাফ করে দেন ।
চ-বর্গীয় শব্দগুলোর ব্যবহার যদি বাস্তব চিত্রকে তুলে আনার জন্য করা হয় ,আমার তাতে আপত্তি নাই । কিন্তু কোন নির্দিষ্ট ব্যক্তিকে আক্রমন করে এই শব্দ ব্যবহারে আমার যথেষ্ট আপত্তি আছে ।
শব্দ কখনো ভদ্র কিংবা অভদ্র হয় না ,হয় মানুষের কাছে প্রচলিত অর্থ গুলো । সুশীল শব্দটাও এক সময় ভদ্র ছিলো ।
১৭| ২৬ শে মার্চ, ২০০৮ বিকাল ৪:০১
অমি রহমান পিয়াল বলেছেন: আগাগোড়া সুপার্ব। +
২৬ শে মার্চ, ২০০৮ রাত ১১:৩৭
রাগ ইমন বলেছেন:
১৮| ২৬ শে মার্চ, ২০০৮ সন্ধ্যা ৬:০১
জ্বিনের বাদশা বলেছেন: কবিতা আপনার বরাবরই ভালো হয় ... পড়ে আরাম পাই
একটু অন্যপ্রসঙ্গে,
আপনার বাবার মুক্তিযুদ্ধের কথা ... আবার তুলে রাখুন প্লিজ
Click This Link -- এখানে আমি আপনার আগের লিংকটা রেখেছি ... নতুনভাবে পোস্ট করলে লিংক আপডেট করব
২৬ শে মার্চ, ২০০৮ রাত ১১:৩৮
রাগ ইমন বলেছেন: কিছু মনে কইরেন না ভাই , আমি সময় নিয়ে বসতে পারলেই কাজটা করবো । মনে করায় দেওয়ার জন্য অনেক ধন্যবাদ । এই সপ্তাহে পারবো না , দেখি পরের উইক এন্ডে পারি কিনা ।
১৯| ২৬ শে মার্চ, ২০০৮ সন্ধ্যা ৬:০৮
রাতমজুর বলেছেন:
হাছা কথা কইয়েন না - ড়াজাকার ও রাজাকার রা মাইন্ড খায়।
২৬ শে মার্চ, ২০০৮ রাত ১১:৩৯
রাগ ইমন বলেছেন: কবিতায় বোরখা পরাবো ?
২০| ২৬ শে মার্চ, ২০০৮ সন্ধ্যা ৭:০৫
বিষাক্ত মানুষ বলেছেন: জুটিল
২৬ শে মার্চ, ২০০৮ রাত ১১:৪০
রাগ ইমন বলেছেন: তোমার সহ্য ক্ষমতা দেখে অবাক হইলাম ! ধন্যবাদ বিমা ।
২১| ২৬ শে মার্চ, ২০০৮ রাত ৮:০২
না বলা কথা বলেছেন: কেবল স্বপ্ন চুদি , স্বপ্ন চোদাই ।
কবিতার ভিতরে চ ঢুকাইলেই যদি কবিতা হয়, তয় বেশ্যার দালাল, বেশ্যা , ফড়িয়া, গ্রাম্য চুগলখোর সবাই একেকজন মহা মহা কবি।
২৬ শে মার্চ, ২০০৮ রাত ১১:৫১
রাগ ইমন বলেছেন: না বলা কথা , আসো তোমার "যুক্তি" অনুযায়ী দেখি ঘটনা কি দাঁড়ায় ।
তার আগে বলে নেই , " কবিতার ভিতরে চ ঢুকাইলেই যদি কবিতা হয়, তয় বেশ্যার দালাল, বেশ্যা , ফড়িয়া, গ্রাম্য চুগলখোর সবাই একেকজন মহা মহা কবি।" এই রকম করে যারা ভাবে তাদের মস্তিষ্কে "সারবস্তু" না থাকলেও "সার" আছে বলেই বিশ্বাস করি ।
এই বার দেখো , তোমার থিওরী অনুযায়ী ,
কবি "চুদি" শব্দটা ব্যবহার করেন
বেশ্যার দালাল, বেশ্যা , ফড়িয়া, গ্রাম্য চুগলখোর "চুদি" ব্যবহার করে
সুতরাং , কবি = বেশ্যার দালাল, বেশ্যা , ফড়িয়া, গ্রাম্য চুগলখোর ( দুই দলই "চুদি" শব্দ ব্যবহারের কারনে )
একই নিয়মে ,
আমার মা যৌন সঙ্গম করেন ।
তোমার মা "যৌন সঙ্গম" করেন ।
এই ব্লগের সমস্ত ব্লগারের মা যৌন সঙ্গম করেছেন ।
বেশ্যারাও যৌন সঙ্গম করে ।
অতএব , না বলা কথার যুক্তি অনুযায়ী , এই ব্লগের সমস্ত ব্লগারের মা বেশ্যা (যেহেতু তারা সকলেই যৌন সঙ্গম করেন)
দেখতে পাচ্ছো , তোমার এই সো কলড "যুক্তি" কতটা নিচুস্তরের চিন্তা ভাবনা?
মন দিয়ে শুনো , "আল কুর আন জ্ঞানী এবং মুর্খ উভয় দলের জন্য " । তবে কবিতা শুধুমাত্র জ্ঞানীদের জন্য । সীমীত দৃষ্টি নিয়ে জ্ঞান দেওয়ার চেষ্টা না করলে ভালো হয় ।
২২| ২৬ শে মার্চ, ২০০৮ রাত ৮:২১
নবজন্ম বলেছেন: অসাধারন। অসাধারন। অসাধারন। অসাধারন। অসাধারন। অসাধারন।
প্রতিবাদ তা যেভাষাতেই হোক তা প্রতিবাদ।
যতই আপনার লেখা পড়ছি ততই আপনার সম্পর্কে জানার কৌতুহল দিন দিন বেড়েই যাচ্ছে।
২৬ শে মার্চ, ২০০৮ রাত ১১:৫৩
রাগ ইমন বলেছেন: এত কৌতুহল তো ভালো না । লেখাতেই মন দিন ,লেখিকা পরিচিত হতে পছন্দ করে না । প্লিজ ডোন্ট মাইন্ড।
২৩| ২৬ শে মার্চ, ২০০৮ রাত ৮:২৭
ফেরারী পথিক বলেছেন: হেলাল হাফিজের সেই বিখ্যাত কবিতার লাইন মনে পড়ে গেল------''
আমিও গ্রামের পোলা, চুতমারানি গাইল দিতে জানি''।
কবিতাটা হাতের কাছে নাই। তয় অনেক আগে পড়ছিলাম বইলা মনে
হইলো আপ্নের কবিতার লগে কোথায় জানি মিল আছে।
২৬ শে মার্চ, ২০০৮ রাত ১১:৫৬
রাগ ইমন বলেছেন: নাহ , হেলাল হাফিজের ঐ কবিতার সাথে মনে হয় না মিল আছে । এখানে ব্যাপার অন্য ।
২৪| ২৬ শে মার্চ, ২০০৮ রাত ৮:২২
শফিউল আলম ইমন বলেছেন: হুমম......কোবতে ভাল্লাগছে তয় শেষের লাইনটা বাদে
স্যরি....আপনার লেখা ভাল্লাগে দেখে সবই পড়ি।
ভালো থাকুন।
২৬ শে মার্চ, ২০০৮ রাত ১১:৫৫
রাগ ইমন বলেছেন: ইমন , সরি হওয়ার তো কিছু নাই । ভালো লাগলে যদি সরাসরি বলো ,তাহলে ভালো না লাগলেও সরাসরিই বলতে পারা উচিত ।
খুব খুশি হলাম তোমার স্পষ্ট বচনে । এইভাবেই , আক্রমন না করেও ,ভালো না লাগার কথা বলে দেওয়া যায়,তাই না?
খুব ভালো থাকো তুমিও ।
২৫| ২৬ শে মার্চ, ২০০৮ রাত ৮:৩৪
ফেরারী পথিক বলেছেন: ভুইলা গেছিলাম......
শেষের লাইনটার সাথে পুরা কবিতার সামঞ্জস্য ভালোমতো খুইজা পাইনাই বইলা মাইনাস।
জিনিসটা আরও সুন্দর হইতে পারতো। সুকান্তও প্রতিবাদের কবিতা লিখছে, নজরুলও লিখছে..........
২৭ শে মার্চ, ২০০৮ রাত ১২:০৩
রাগ ইমন বলেছেন: আপনার এই কথার সাথে একমত , জিনিসটা আরো সুন্দর হতে পারতো । কবিতা হিসেবে অনেক দুর্বলতা আছে । সেই সব দিক নিয়ে কেউ কিছু বলছে না , পড়েছে "চুদি" শব্দটা নিয়ে ।
পুরা তুলফা !
২৬| ২৬ শে মার্চ, ২০০৮ রাত ৮:৩১
সাইফুর বলেছেন: পড়ছি..পুরা জটিল..
২৬ শে মার্চ, ২০০৮ রাত ১১:৫৯
রাগ ইমন বলেছেন: কাছুয়া
একটা প্রতিবাদ আশা করেছিলাম । তুমি তো এই সব শব্দ সহ্য করো না !
২৭| ২৬ শে মার্চ, ২০০৮ রাত ৮:৪৪
না বলা কথা বলেছেন: হেলাল হাফিজের কবিতা অইলো-
শেষের লাইন
"রাইত অইলে অমুক ভবনে বেশ আনাগোনা, খুব কানাকানি,
তয়,আমি ও গ্রামের পোলা,চুতমারানি গাইল দিতে জানি।"@ফেরারী
আর আমগো মহা পন্ডিত কবি লিখেছেন-চু........
একটু আলোচিত হইবার চায় আর কি?
কীসের সাথে কি,
পান্তাভাতে ঘি।
২৭ শে মার্চ, ২০০৮ রাত ১২:০৬
রাগ ইমন বলেছেন: তো, আলোচনা না করলেই পারো , এতই যখন সার তুমার মাতায় !
তুমারে তো দাওয়াত দিসি বলে মনে পড়ে না ।
২৮| ২৬ শে মার্চ, ২০০৮ রাত ৮:৪৫
ইয়র্কার বলেছেন: পড়লাম না। অহন কি সুশীল হইতে পারুম?
২৭ শে মার্চ, ২০০৮ রাত ১২:০৮
রাগ ইমন বলেছেন: চুরা , তুমি সুশীল হইতে চাও ?
২৯| ২৬ শে মার্চ, ২০০৮ রাত ১০:০৮
মানব মানিক বলেছেন: প্রিয় রাগ ইমন
আমার প্রিয় ব্লগারদের মতো আপনি একজন। ভালোবাসি আপনাকে , আপনার সৃষ্টিকে ।
স্করপিয়ন্সের মতো আরো অনেকের সাথে আমি একমত । প্রতিবাদের আনেক ভাষা আছে তাই বলে এমন শব্দ ব্যবহার করে নয়। ব্লগে একটা সুস্থ পরিবেশের জন্য আমরা অনেক আন্দোলন করেছি আর আপনি সেই আন্দোলনে ছাই ঢেলে দিলেন ।
আপনি বলেছেন: কবি/লেখক প্রকাশ্যে/সবার সামনে/ বাবা মার সামনে/ সন্তানের ---- সামনে উচ্চারন করতে পারবো । সত্যি অবাক করে দিলেন !! আপনি পারবেন রাস্তার মধ্যে দাড়িয়ে ..........? বাকিটুকু শেষ করলাম না। এই কবিতা যদি আপনার একান্ত নিজের সম্পদ বা সমপত্তি বলেন তাহলে পাবলিক প্লেসে দেয়া মোটেই উচিত হয়নি। সারোয়ার ভাই এর গল্প পড়ে বলছি এটা সিরীয় বা আমেরিকা বা অন্য কোন দেশ নয় বাংলাদেশ । প্রেক্ষাপট বুঝতে হবে।
হেলাল হাফিজের কবিতার ভক্ত আমিও । কিন্তু তাই বলে ঐ শব্দ ব্যবহারের জন্য আমি কোনদিন তাঁকে ক্ষমা করিনি ......... আমাদের সাহিত্যে বাংলা চলচ্চিত্রের মতো নোংরামী এনে দিয়ে গেছেন তাঁর মতো অনেকেই।
আর একটা কথা কবিতার শুরুতে বলেছেন এটা সুশীলদের জন্য ভীষণ নিষিদ্ধ। তার মানে আপনি কি এই বলতে চাচ্চেন না যে , আপনাকে ভালো বলতেই হবে আর যে বলবে না সে সুশীলদের দলে নাম লেখাবে ?
আমার সব অপরাধ নিজ মহানুভবতায় ক্ষমা করবেন।
২৭ শে মার্চ, ২০০৮ রাত ১২:৩৬
রাগ ইমন বলেছেন: মানব মানিক , আপনি মনে হয় দুঃখ পেয়েছেন । আমি মাফ চাইছি সেই জন্য আপনার কাছে । যদি বলেন তো পোস্ট দিয়েও মাফ চাইতে পারি । যারা কষ্ট পেয়েছেন ,তাদের কষ্ট পাওয়াটা আমার উদ্দেশ্য ছিলো না ,শুধু এই কারনেই । এখানে ,আমি ঠিক না ভুল - তা কোন বিবেচ্য বিষয় না আমার কাছে । কাউকে কষ্ট দেওয়াটা সবচেয়ে গর্হিত কাজ বলে মনে করি ।
স্করপিয়ন্সের ব্যাপারটা আলাদা । এই গন্ডু ওরফে স্করপিয়ন্সকে আরো কয়েক জন ব্লগারের সাথে মিলে দিনের পর দিন আমি ব্যক্তি আক্রমন করতে দেখেছি , যার ভাষা প্রায়শই আক্রান্ত ব্লগারের মা,বোন,খালা ইত্যাদি আপন জনকে "চোদার" ইচ্ছা প্রকাশ করেছে । সেই স্করপিয়ন্স যখন হঠাৎ "নীতিবাক্য ঝাড়ে" - তাও আবার কবিতার "ক" ও না পড়ে , না বুঝে --- তখন আমি বিরক্ত হইতেই পারি । সুতরাং ,প্লিজ, আপনার প্রতিবাদের সাথে স্করপিয়ন্সের বক্তব্যকে দয়া করে মেলাবেন না ।
ব্লগে একটা সুস্থ পরিবেশের জন্য আমরা অনেক আন্দোলন করেছি আর আপনি সেই আন্দোলনে ছাই ঢেলে দিলেন । --- আপনার এই অভিযোগটা ভাইজান মানলাম না । সরি ।ব্লগের সুস্থ পরিবেশ আন্দোলনের শুরু যাদের হাতে , তাদের একজন আমি । যখন কেউ রাগ ইমনকে চিনতো না , সেই প্রথম দিন থেকে আজ পর্যন্ত ব্যক্তি আক্রমন , বাংলার স্বাধীনতা ,মুক্তিযুদ্ধকে অপমান , কাউকে উদ্দেশ্য করে দেওয়া গালিগালাজের বিরুদ্ধে লিখে এসেছি । এর জন্য কোন কোন পক্ষের বারংবার আক্রমনের স্বীকার আমি ।
এখন কবিতার শব্দ চয়নের তাৎপর্য যদি কেউ না বোঝে আর এই লেখাটাকে যত্র তত্র "চুদি" শব্দটা ব্যবহারের "রাগ ইমন প্রদত্ত লাইসেন্স" বলে ভেবে বসে - সেই ভুল বোঝা বা শঠতার দায় তো আমি নেব না ।
আপনি বলেছেন: কবি/লেখক প্রকাশ্যে/সবার সামনে/ বাবা মার সামনে/ সন্তানের ---- সামনে উচ্চারন করতে পারবো । সত্যি অবাক করে দিলেন !! আপনি পারবেন রাস্তার মধ্যে দাড়িয়ে ..........? --- শেষ করা উচিত ছিলো ,কারন আপনি কি বুঝিয়েছেন , আমি বুঝি নাই । আমি "পারবো" বলেছি কারন এই লেখার কন্টেক্সট বুঝার মত জ্ঞান আমার পরিবারে ( আল্লাহর অশেষ রহমত) আছে ।
খুব সোজা একটা প্রশ্ন করি , আপনার বিবাহিত স্ত্রীর সাথে সঙ্গম করা আর বন্ধুর সাথে বসে পর্নো দেখা --- কোনটাকে খারাপ বলবেন ? একটা আপনি নিজে করছেন ,তবু খারাপ নয় । আরেকটা স্রেফ দেখছেন , কিছুই করছেন না , তাও খারাপ । কেন? কন্টেক্সট পুরাপুরি ডিফারেন্ট , তাই না ? কবিতার শেষ লাইনটার কন্টেক্সট চিন্তা করা উচিত ছিলো । বলছি না ,শব্দটা ভদ্র , কিন্তু ব্যবহার কেন করেছি সেটাও আমার কাছে স্পষ্ট ।
সারোয়ার ভাই এর উদাহরনের মাথামুন্ডু আমি কিচ্ছু বুঝি নাই , খুব অপ্রাসঙ্গিক মনে হয়েছে ।
হেলাল হাফিজের মত লোক বাংলা চলচ্চিত্রে নোংরামি এনেছে ? খুব অবাক হলাম দুইটা তুলনায় । বাংলা সিনেমায় নোংরামি এসেছে কিছু রুচিহীন কালো টাকার ব্যবসায়ীদের দ্রুত লাভ তুলে নেওয়ার ইচ্ছার কারনে , সেন্সর বোর্ডের বিক্রি হয়ে যাওয়ার কারনে , আমরা সিনেমা হলে যাওয়া বন্ধ করে দেওয়ার কারনে --- খামোখা হেলাল হাফিজকে কেন দোষী করছেন ? কবিতার শেষ লাইনের মাজেজা কি শুধুই "গালি দেওয়ার ইচ্ছা ?" একটু ভেবে দেখবেন আশা করি ।
আপনাকে ভালো বলতেই হবে আর যে বলবে না সে সুশীলদের দলে নাম লেখাবে ? ---- নাহ , এইটা আপনার ভুল ধারনা । ঐটা সত্যিই একটা সাবধান বানী ছিলো । ছবিতে যেমন লেখা থাকে , ১৮ বছরের উপরে অথবা দুর্বল চিত্তরা এই ছবি দেখবেন না । সেই রকম সাবধান বানী , যেহেতু কবিতায় " সেন্সিটিভ" শব্দ আছে । আসলে ভুলে গিয়েছিলাম ,"সুশীল" শব্দটা এখন একটা গালি । অন্য কোন শব্দ লিখলে হয়ত ভুল বোঝা বুঝিটা এড়ানো যেত ।
পাবলিক প্লেস কিন্তু এইটা না । ইচ্ছা না করলে কারো ব্লগ আপনি পড়তে বাধ্য নন । এইটা রাস্তা না যে না চাইলেও আপনাকে দেখতে হবে কোন অপ্রীতিকর দৃশ্য । আর যারা এড়াতে চান কিংবা সব শব্দ হজম করতে পারেন না , তাদের জন্য তো সাবধান বানী ছিলোই ।
আপনি রাস্তার ছেলেটিকে মনে হয় এড়িয়ে যান আপনার ব্যক্তিগত জীবনে ,তাই তার মুখের ভাষা আপনাকে বিব্রত করেছে । আমাকে করে নাই , করে না ---- কিন্তু তাই বলে কাউকে গালি দেওয়াটা আমার কাছে সব সময়ই খারাপ ।
সব শেষে , আপনাকে ধন্যবাদ , খুব সুন্দর করে আপনার মতামত লিখে জানানোর জন্য । আপনার প্রতি শ্রদ্ধা রইলো ।
৩০| ২৬ শে মার্চ, ২০০৮ রাত ১০:২২
আলেকজান্ডার ডেনড্রাইট বলেছেন: কেবল স্বপ্ন চুদি , স্বপ্ন চোদাই ।
৩১| ২৬ শে মার্চ, ২০০৮ রাত ১০:৪৮
ফেরারী পথিক বলেছেন: @ মানব মানিক,
আপনাকে অসংখ্য ধন্যবাদ। একদম আমার মনের কথাগুলো বলেছেন।
২৭ শে মার্চ, ২০০৮ রাত ১২:৪০
রাগ ইমন বলেছেন: তাই নাকি ? আপনার মন্তব্যে কিন্তু তা মনে হয় না ।
আচ্ছা একটা প্রশ্ন করি ,
"ভাত দে হারামজাদা , নইলে মানচিত্র চিবিয়ে খাব" এর লেখক কি ক্ষমা পেয়েছিলেন আপনাদের কাছে ?
হারামজাদা যেহেতু যথেষ্ট খারাপ একটা গালি ,নোংরা শব্দ ।
৩২| ২৬ শে মার্চ, ২০০৮ রাত ১০:৫০
মৈথুনানন্দ বলেছেন: এখন আর স্বপ্ন দেখি না
২৭ শে মার্চ, ২০০৮ রাত ১:২৭
রাগ ইমন বলেছেন: আমাদের অনেকেই হয়ত দেখে না ।
৩৩| ২৬ শে মার্চ, ২০০৮ রাত ১১:০৮
নির্বাসিত বলেছেন: অত্যন্ত ইতস্তত করে লিখছি। কেন জানিনে কোন লেখাতেই অশ্লীল শব্দের ব্যবহার মেনে নিতে পারিনে। কথাটা কি অন্য ভাবে বলা যেতো না? নাহয় একটু কম জোরালো হোত।
আমি লেখকের স্বাধীনতায় পুরোপুরি বিশ্বাসী, তাই আপনি যা ইচ্ছে তাইই লিখতে পারেন। কিন্তু আমার কাছে মনে হয়েছে এটি আপনার লেখনীশক্তির অপচয়।
জাস্ট মাই টু সেন্টস!
২৭ শে মার্চ, ২০০৮ রাত ৩:২৩
রাগ ইমন বলেছেন: আপনাকে প্রচন্ড শ্রদ্ধা করি এবং আপনার মতামত অবশ্যই আমার কাছে গুরত্বপূর্ণ । উত্তরটা সময় নিয়ে গুছিয়ে দেব ।
৩৪| ২৬ শে মার্চ, ২০০৮ রাত ১১:৪৫
কেএসআমীন বলেছেন: এই ব্লগে রাগ ইমন কয়জন???
২৭ শে মার্চ, ২০০৮ রাত ১:৩৪
রাগ ইমন বলেছেন: আমীন ভাই , অফ টপিক , রান্না শেষ করার তাড়াহুড়ায় মরিচে হাত দিলাম, ভুলেই গিয়েছিলাম হাতের চামড়া উঠে গেছে , ঠান্ডা পানিও ধরে ।
এখন এসিড পোড়া হাত ঠান্ডা পানিতে ডুবিয়ে ভুলে যাওয়ার চেষ্টা করছি আসলেই ঘটনাটা ঘটেছে । রান্নাঘরের রাগ ইমন আর এই কবিতার লেখিকা আসলেই কি এক? কি জানি!
জ্বলুনির চোটে চিৎকার করতে ইচ্ছে হচ্ছে , শোনার মত তো কেউ নেই । আসলেই তো কাকেই বা বলব এই সব আটপৌরে যন্ত্রনা ? মধ্যরাতে চিৎকার করাটা একজন পুরনারীর জন্য অশ্লীল ।
রাস্তার ছেলেটার কষ্ট গুলাও শিক্ষিত সুশীল সমাজে বড় বেশি অশালীন !
৩৫| ২৬ শে মার্চ, ২০০৮ রাত ১১:৫৪
সমালোচনাকারী বলেছেন: ভালো লাগুক বা না লাগুক অন্ধ ভক্তই হৈতে চাই!!
২৭ শে মার্চ, ২০০৮ রাত ১:৩৮
রাগ ইমন বলেছেন: খাইসে !
৩৬| ২৬ শে মার্চ, ২০০৮ রাত ১১:৫৭
রুপা বলেছেন: কিন্তু আমারও মাল উঠেছে মাথায় বুঝলেন?
"তা'পর স্বপ্নের হাঁটু দু'দিকে ফাঁক করে --
"মিস ফারিয়া আআআ " আর্তনাদে দামী ঘর
আসবাব উলটে শৃঙ্খলা আসে ।
জটিল..................
পুরান মদের স্বাদই আলাদা......
৩৭| ২৬ শে মার্চ, ২০০৮ রাত ১১:৫৮
রুপা বলেছেন: আমি সুশীল সমাজের কেউ না
তাই মনে হলো এটা...
২৭ শে মার্চ, ২০০৮ রাত ১:৩৮
রাগ ইমন বলেছেন: কি আর করবা । হাটুতে পানি ঢালো ।
৩৮| ২৭ শে মার্চ, ২০০৮ রাত ১২:১৩
হাসান মইখল বলেছেন: আমি রীড-ওনলী ব্লগার।শুধু পড়তেই ভালোবাসি।এইখানে প্রথম মন্তব্য লিখছি। যাই হোক,আপনি এরচেয়ে তথাকথিত"অশ্লীল" শব্দ ব্যবহার করে কবিতা লিখলেই বিন্দুমাত্র আপত্তি নেই।"বর্তমান সময়" এর চেয়ে আরো বেশি কিছু দাবি করে। কিন্তু আপনি কবিতার মান, কিংবা শব্দচয়ন নিয়ে যেভাবে বিতর্কে জড়িয়ে পড়ছেন, তাতে আপনার কবিতার" অবজেক্টিভীটী" আড়ালে চলে যাচ্ছে।
কেন যেন মনে হচ্ছে "কবিতার জন্যই কবিতা লেখা, আত্মতুষ্টিতে ভোগা"।
যাইহোক, শুধু কবিতা'র জন্য ধন্যবাদ।
২৭ শে মার্চ, ২০০৮ রাত ১২:৪৫
রাগ ইমন বলেছেন: নাহ,কবিতার জন্য কবিতা লেখা নয় । যন্ত্রনাটাকে আরো সুচারু রুপে তুলে আনতে পারিনি , সেইটা নিয়ে নিজের উপরে যথেষ্ট বিরক্ত ।"চুদি" শব্দ নিয়ে আমার কোন মাথা ব্যথা নেই । এইটা আমার মুখের ভাষা না। ( এই টুকু বুঝার বুদ্ধি যদি থাকতো সবার! ) । যেই ছেলেটার কথা বলতে চেয়েছি , যা যা বলতে চেয়েছি,যেভাবে বলতে চেয়েছি --- সেই দহনটা ঠিক ফোটেনি ।
আপনার মন্তব্যটা পড়ে খুব ভালো লাগলো । আশা করি নিয়মিত সমালোচনা পাব , পাব না?
৩৯| ২৭ শে মার্চ, ২০০৮ রাত ১২:১৭
কতবতবকতকত বলেছেন: খাইছে আমারে, অনেকরেই দেখলাম হেভী ঝাড়লা। তাই ভয়ে ভয়ে এই কমেন্টাইলাম। ভুল কিসু বল্লে আমারে ছাইড়া দিও, পিলিজ!
শেষের লাইন দুইটা কিন্তু পড়ি নাই!
২৭ শে মার্চ, ২০০৮ রাত ১:৪০
রাগ ইমন বলেছেন: হা হা হা হা হা হা ।
তোমরা বড় ভুল বোঝো আমারে !
৪০| ২৭ শে মার্চ, ২০০৮ রাত ১২:৪৭
মুক্তকথা বলেছেন: মানব মানিক,@
প্রেক্ষাপট একটা জটিল শব্দ। বাংলাদেশ প্রেক্ষাপট বুজতে কইলে তো আরো ফাঁপড়। বাংলাদেশ প্রেক্ষাপটে তো মোহাম্মদ বিড়াল মাইনা লইতে অয়, ভুইলা গেলেন?
নির্বাসিত@
না হয় একটু কম জোরালো হত ...
আরে মিয়া, জোরালো না অইলে আবার কবিতা?
আবার সবাই দেহি হেলাল হাফিজ লইয়া পড়ছে!! চুতমারানি কথাডা সামনে আইলেই তাগো খালি হেলাল হাফিজ মনে পড়ে। আর কিছুতে মনে পড়ে না। যেমুন নদী পাড় হইতে নৌকা দ্যাকলেই হ্যারা মনে করে আওয়ামী লিক...
সবাই খালি মার্কা চিনে, ভিত্রের কথা কেউ বুঝবার চায় না। নোংরামি দেখলেই কইবার চায় বাংলা সিনেমা। হলিউডের নোংরামি কিন্তুক মাপ...!
না কইলে কইবা কইতে জানি না, কইলে কইবা আস্তে কও ...
এইসব লুকের চরিত্রো ... সবুজ রঙ কি দেশে হুদাই টিক্কা আছে? এই সব কি সমর্থন না? জাস্টিফিকেশন না? আফনাগো মত লোকরাই সবুজ রঙ জিন্দাবাদ দ্যান। আর আমরা স্বপ্ন চুদি-ই-ই-ই।
২৭ শে মার্চ, ২০০৮ রাত ১:৫১
রাগ ইমন বলেছেন: টিয়া পাখি কথা বলে জানতাম , কিন্তু " কত কথা বলে রে এ এ এ এ "
প্রেক্ষাপট নিয়ে জটিলতা বরাবরই সৃষ্টি হবেই । যেমন ,অনেকের ধারনা , "বাংলাদেশ একটি পর্দা পরায়ন ( ধর্ম পরায়ন বলি নাই কিন্তু ) ,অতীব সুশীল সমাজ , তাই এইচ আই ভি / এইডস নিয়ে কথা বলার মানে নাই। " সত্যটা হইলো , ১২ হাজার ছেলে (বয়স ১৫ থেকে ২৪ ) এর উপর সার্ভে করে দেখা গেলো ৫০% ছেলে গত ১ সপ্তাহের ভিতর আনপ্রোটেক্টেড সেক্স করেছে । লাফাঙ্গা পোলাপাইন না কিন্তু , আপনি আমি যাদের সাথে উঠি বসি ,খাই ,পড়ালেখা করি -- তারাই ।
এখন এইটা প্রকাশ করেন , আপনি আমি অশ্লীল ।
রাস্তার ছেলেরা যে ভাষায় কথা বলে , সেইটা কেতাদুরস্ত লোকজনকে বিব্রত করবেই । কিন্তু আমি অবাক হয়ে লক্ষ্য করছি , ছেলেটার কষ্টটা কাউকে বিব্রত করছে না । দারিদ্র বিব্রত করছে না ।তার , ভাত ,কাপড়, উপার্জন , পরিবারের স্বপ্ন হারিয়ে যাওয়া বিব্রত করছে না ।
বিব্রত করছে একটা মাত্র "শব্দ" ।
কি পাঠক , আয়নায় নিজেকে কেমন লাগে ? আমি তো দেখি আমরা সবাই সুশীল ,বড় বেশি সুশীল ।
৪১| ২৭ শে মার্চ, ২০০৮ রাত ১২:৫০
কুঙ্গ থাঙ বলেছেন: সংগোপনে প্লাস...
২৭ শে মার্চ, ২০০৮ রাত ২:০৭
রাগ ইমন বলেছেন: যেথা তারা যায় না কো ,
তুমি প্রকাশিত থাকো ,
সংগোপনে না গো সখা ,
আলোময় হও উন্মোচিত
দারুন আগুনে তুমুল উদ্ধত !
৪২| ২৭ শে মার্চ, ২০০৮ রাত ১:০৩
সারওয়ারচৌধুরী বলেছেন:
দুপুরে কিছুটা তাড়াহুড়োর মধ্যে কমেন্ট করে ব্যবসায়িক প্রয়োজনে তিন শ কিলোমিটার রান বাই কার করে ফিরে এলাম। রাগ ইমনের সাথে ইন্টারএ্যাকশনে থাকা অবস্থায় বিগ অর্ডার পেলাম!
সমালোচনা করলে কবিতাটির ব্যাপারে আরেক খান কথা আছে। 'স্বপ্নকে চুদি' বা 'স্বপ্ন চোদাই' বলে যে কবিতার যুবকেরা ক্ষোভ প্রকাশ করলো, সেটা কতটা গ্রহনযোগ্য? এটা ঠিক যে রাস্তার ছেলেরা ওভাবে বলতে বা ভাবতেই পারে।
কিন্তু স্বপ্ন তো দেখতেই হবে, দেখাতেই হবে সামগ্রিক স্বার্থেই। স্বপ্নের ইতিবাচক চুম্বনে মায়ার ম্যাগনেটিজম যাতে সমৃদ্ধির দিকে নিয়ে যায়।
২৭ শে মার্চ, ২০০৮ রাত ৩:২৭
রাগ ইমন বলেছেন: স্বপ্ন তো দেখতেই হবে - এতে দ্বিমত নেই , তবে সুশীলদের জ্বালায় যে বাস্তবায়নের পথ বন্ধ হবার যোগাড়!
সকলকেই নেতা হওয়ার টোপ দেওয়া হচ্ছে । সুশীলদের কেউ কেউ তো গিলবেই , তখন রাস্তার ছেলে গুলো না খেয়ে মরবে ।
৪৩| ২৭ শে মার্চ, ২০০৮ রাত ১:৪২
পুতুল বলেছেন: "এই শহরের রাস্তার ছেলেরা
স্বাধীনতার সাঁইত্রিশ বছর পরে
সামরিক সবুজ শান্তির কালে
কেবল স্বপ্ন চুদি , স্বপ্ন চোদাই ।"
রাস্তার ছেলে তাই "কেবল স্বপ্ন চুদি , স্বপ্ন চোদাই" কিন্তু স্বপ্নহীন সু-শীল হতে চাইনা।
এবার হইছে। খুব ভাল হইছে। মনে ধরছে।
২৭ শে মার্চ, ২০০৮ রাত ৩:৩৯
রাগ ইমন বলেছেন: অনেক ধন্যবাদ সই , ( আগের মতই ডাকবো ,কুনো পরিবর্তন নাই)
৪৪| ২৭ শে মার্চ, ২০০৮ রাত ১:৪৩
বহুরূপী মহাজন বলেছেন: এখানে কেন শুধু 'ুদি' শব্দটি নিয়ে এত হইচই হচ্ছে বুঝতে পারছিনা। আমারা যেভাবে কথা বলি তা কবিতাতে উঠে আসতেই পারে। লেখার অক্ষরে আমাদের জীবনের কথাই ফুটে উঠবে এটাই স্বাভাবিক; সব কিছু বলতে পারবো, কিন্তু লিখতে গেলে তা মেপে মেপে লিখতে হবে কেন??!!
বরঞ্চ 'ইন্টারেস্টিং' শব্দটি এখানে অনেক বেশি ব্যাঙ্গাত্মক, এবং অহরহ আমরা এই ধরণের শব্দের এধরণের ব্যবহার দেখি উচুদরের মানুষদের মুখে। আমরা কি শুনে শুনে অভ্যাস্ত হয়ে গেলাম নাকি?
২৭ শে মার্চ, ২০০৮ রাত ২:১৯
রাগ ইমন বলেছেন: আহ, বিলাই মন ভালো করে দিলা । এতক্ষণে একটা প্রাসঙ্গিক আলোচনা । ঠাংকু ঠাংকু !
৪৫| ২৭ শে মার্চ, ২০০৮ রাত ১:৫২
আহমেদ শারফুদ্দীন বলেছেন: কেবল স্বপ্ন চুদি , স্বপ্ন চোদাই ।
=====================================
৫০টেয়া কেজির চাউল খায় তাতে কি ?? মাসের শেষে টেয়া ত ব্যাঙকে আয়া পরে !!!!!!!!!!!!!
ভালা কিছু পাইতে হৈলে একটু তিতিক্ষা ত খাইতে হবে !!!!!!!!!!
সব কিছুর পরেও যদি গো আ দের একটা কেশর ও উৎপাটন হই তাইলে তুমাদের স্বপ্ন চোদাতে হবিনা সেই চোদাটা বাস্তবে জন্ম নিবেক
২৭ শে মার্চ, ২০০৮ রাত ২:১৮
রাগ ইমন বলেছেন: শেষ লাইনে বিপ্লব।
৪৬| ২৭ শে মার্চ, ২০০৮ রাত ২:১৮
মৈথুনানন্দ বলেছেন: আমায় এক জন থ্রেট করেছিল যে জ্ঞানী জ্ঞানী কমেন্ট করলে খবর আছে আমার। এই মন্তব্য পড়ার পরে হয় তো সে সুযোগ পেলেই আমায় এক হাত নেবে, তবুও জীবন বিপণ্ণ করে বলেই ফেলি বরং, যা বলার জন্যে এতো ক্ষণ ধরে গলা খুশ খুশ করছিল - এতো হাল্লা দেখে ডেস্গ্যাস্টেন লাগছে।
এটাকে শুধু কবিতা হিসেবে মাপলে ডাহা ভুল হবে। আসলে এটা একটা সার্থক সেম্যুল্যাক্র্যাম। কারণ তা হওয়ার প্রধান শর্ত এ পূরণ করছে - কি তা? না - ফেইথফুল রেপ্রড্যাক্শ্ন। কিসের? না - র' আবেগের, স্বপ্নভঙ্গের, ক্ষোভের। কাদের? না - ম্যাঙ্গো পেপ্লের।
নচি অনেক দিন থেকে শুধু চ্যাংড়ামো করে বেড়ায়, ভালো কিছু লেখে না, ওর একটা পুরনো গানের উদাহরণ দেই - যে মেয়েটা রোজ রাতে, বদলায় হাতে হাতে,
তার কথা বলাই জীবন।
কিছু ক্ষণের জন্যে মধ্যবিত্ত মানসিকতার ঘষা কাচের রিডিন-গ্ল্যাসটা ফেলে দিয়ে খালি চোখে দেখলে পুরো ব্যাপারটা মালুম হবে।
শব্দচয়ন এখানে স্বভাবত:ই প্রাসঙ্গিক ও একেবারেই ব্রাত্য নয়, পুনর্নিমাণকে সৎ করার প্রয়াসে, ও তার পরিমিত প্রকাশেই অনায়াসে বুঝে নেওয়া যায় তার শক্তি - ঝুঁটি ধরে সবায়ের কন্সেন্সটা আরো এক বার নাড়িয়ে দেয় ও আর্কেটায়প ভুলে সবাইকে ডেক্ল্যাস হতে মনে করিয়ে দেয়।
২৭ শে মার্চ, ২০০৮ রাত ৩:১৯
রাগ ইমন বলেছেন: মৈ , এমন দুর্দান্ত বিশ্লেষন ,উফ , তোমার জন্য কবিতা লিখেও সুখ !
যদিও আমি যেভাবে ফুটিয়ে তুলতে চেয়েছিলাম , মানে মস্তিষ্কে যে রুপে ঘুরে বেড়াচ্ছিলো ,তার সিকিভাগও শেষ পর্যন্ত লেখায় ধারন করতে পারিনি , তাও বলবো , তোমার বোধ পর্যন্ত পৌঁছাতে পেরে মনে হচ্ছে ,একেবারে ব্যর্থ নই হয়ত ।
শব্দচয়ন এখানে স্বভাবত:ই প্রাসঙ্গিক ও একেবারেই ব্রাত্য নয়, পুনর্নিমাণকে সৎ করার প্রয়াসে, ও তার পরিমিত প্রকাশেই অনায়াসে বুঝে নেওয়া যায় তার শক্তি - ঝুঁটি ধরে সবায়ের কন্সেন্সটা আরো এক বার নাড়িয়ে দেয় ও আর্কেটায়প ভুলে সবাইকে ডেক্ল্যাস হতে মনে করিয়ে দেয়। ----- অদ্ভুত সুন্দর এনালাইসিস । ওরে , মৈ রে , এরম লিখতে পারলে কবেই সাহিত্যিক হয়ে যেতুম। অথবা সমালোচক ।
এ তুই হলপ করে বল তো , বই বের কচ্চিস কবে? না'লে পিটান যা একটা খাবি না !
আচ্ছা , একটা অনুরোধ , মরার আগে একবার দু'জনে একসাথে বসে কোবতে আলোচনা করতে চাই । জীবনে কবিতা নে' পড়তে না পারার দুঃখ একটু ঘুচতো !
৪৭| ২৭ শে মার্চ, ২০০৮ রাত ২:৪১
অমি রহমান পিয়াল বলেছেন: এইবারেরটা বুঝছো
২৭ শে মার্চ, ২০০৮ রাত ৩:৪১
রাগ ইমন বলেছেন: (আম্মাআআ)
৪৮| ২৭ শে মার্চ, ২০০৮ রাত ২:৪২
হ্যারি সেলডন বলেছেন: খতরনাক কবিতা। অসাধারন। চালিয়ে যান আপু, সাথে আছি এই অধম। শেষের দুইটা লাইন সব বলে দিছে, ঐ দুই লাইনই যথেষ্ট।
২৭ শে মার্চ, ২০০৮ রাত ৩:৪২
রাগ ইমন বলেছেন: অসাধারন বোধে আক্রান্ত ! তুমি নাকি কবিতা বুঝো না ?
৪৯| ২৭ শে মার্চ, ২০০৮ রাত ৩:২৫
তারার হাসি বলেছেন: অসাধারণ !
তারপরেও কম হয়ে যায়।
২৭ শে মার্চ, ২০০৮ রাত ৩:৪৩
রাগ ইমন বলেছেন: এই মন্তব্যটা "তারায় তারায় রটিয়ে দেব " (ক্লোজআপহাসি)
৫০| ২৭ শে মার্চ, ২০০৮ রাত ৩:৫১
তারার হাসি বলেছেন: তারাগুলি হেসেই যাবে তোমার কান্ড দেখে। ভালই হবে , তারাগুলি আজকাল হাসতে পারছে না মন খুলে।
৫১| ২৭ শে মার্চ, ২০০৮ দুপুর ১:০৯
উধাও ভাবুক বলেছেন: তবে কবিতা শুধুমাত্র জ্ঞানীদের জন্য । সীমীত দৃষ্টি নিয়ে জ্ঞান দেওয়ার চেষ্টা না করলে ভালো হয় ।
রাগীমন তোমাকে যেভাবে কমেন্টস এ ঘিরে ধরেছে তাতে আর কিছু মন্তব্য করার সাহস পেলাম না। তোমার যুক্তিটাই আমার কাছে পোক্ত বলে মনে হয়েছে। আর আমি মনে করি শিল্প - সাহিত্যে অশ্লীল বলে কিছু নেই। যদি তাই হত তাহলে পাবলো পিকাসোর মত নামী দামী শিল্পীদের চিত্রকর্ম (উলঙ্গ নারীর চিত্র) এত দামে বিক্রি হতনা।
আসলে সত্য সব সময়ই একটু তিরিক্ষি মনে হয়। যেমনঃ কবির এই লাইনগুলোকেও নিয়ে বিশ্লেষণ করলে অশ্লীলতা মনে হবে (যারা শুধু অশ্লীলতা খোঁজেন),
" তা'পর কোমর থেকে স্বপ্ন খুলে স্বপ্নকেই ডাকা
আর দাঁড়িয়ে পড়া স্বপ্ন দেখা ,হো হো হো ।
কিন্তু আমারও মাল উঠেছে মাথায় বুঝলেন?
"তা'পর স্বপ্নের হাঁটু দু'দিকে ফাঁক করে --
"মিস ফারিয়া আআআ " আর্তনাদে দামী ঘর
আসবাব উলটে শৃঙ্খলা আসে ।
কিন্তু এখানে কোন অশ্লীলতা কেউ খঁজে পাননা। কারন এখানে ভাষার ছলচাতুরীতে অশ্লীলতা লুকিয়ে আছে। সবার অভিযোগ শেষের লাইনটাতেই। কারন ওটা সত্য এবং খাঁটিকথা তাই। মানুষের মনের দূর্গম রহস্য ভেদ করা আসলেই দুর্ভেদ্য। কারন সত্য কোন গল্পের মধ্যে যদি কিছু মিথ্যে বা কল্পনা যোগ করে দেয়া যায় তাহলে তা মজাদার মনে হয় তেমনি সত্য কথা সরাসরি বললে তা আঁতে লাগে। যদি এই সত্যকে ঘুরিয়ে পেঁচিয়ে অন্যভাবে বলেন তবে তা গ্রহনযোগ্য হয়। আর এ জন্যেই বোধ হয় সত্যের উদ্ধার দুরুহ ও কষ্টসাধ্য হয়ে ওঠে।
কবিতা অসাধারন লেগেছে। রাগইমন।
২৭ শে মার্চ, ২০০৮ দুপুর ১:৩১
রাগ ইমন বলেছেন: কি বলবো , সব সত্য তো আপনিই বলে দিলেন !
তবে কবিতা শুধুমাত্র জ্ঞানীদের জন্য । সীমীত দৃষ্টি নিয়ে জ্ঞান দেওয়ার চেষ্টা না করলে ভালো হয় । --- এইটা মেনে নিতে যে কোন মানুষের কষ্ট হবে । কারন এই জ্ঞানটা স্কুল কলেজে গিয়ে হয় না (আফসোস) , আমাদের স্কুল গুলো রবিগুরুর " জীবনের পাঠশালা" নয়। বরং সেখানে কৃত্রিমতাকেই "সঠিক ও স্ব্য়ং সম্পূর্ণ " বলে শিখানো হয় । যার ফলাফল হইলো আমরা মাস্টার্স পাশ করে "বেকার এবং লাইফ স্কিল সম্পর্কে অজ্ঞ " । এবং কিছুটা অন্ধও ।
কুৎসিৎ সত্যকে এড়িয়ে যাওয়া এবং হজম করতে না পারার এই প্রবৃত্তি আমার কাছে নতুন নয় , তাই অবাক হই না ।
তবে , নোংরা সত্যকে "মিষ্টি " করে উপস্থাপন করার "সুলভ সুশীল প্রতিভা" আমি আমার লেখায় ধারন করি না ।
দোষ গুণ যাই বলেন , লেখক হিসেবে আমি এই রকমই ।
৫২| ২৭ শে মার্চ, ২০০৮ দুপুর ১:৩৭
সামী মিয়াদাদ বলেছেন: আমরা ,
এই শহরের রাস্তার ছেলেরা
স্বাধীনতার সাঁইত্রিশ বছর পরে
সামরিক সবুজ শান্তির কালে
কেবল স্বপ্ন চুদি , স্বপ্ন চোদাই ।
আমার তো নিজেকে অনেকদিন থেকেই নপুংসক মনে হয়। সামরিক সবুজ আমাকে অপুরুষ করে তুলেছে
আমি হয়তো পৃথিবীতে একটি নতুন বংশধারা প্রতিষ্টিত করে যাবো.....নপুংসক/অপুরুষ/খোজা বংশধারা
২৭ শে মার্চ, ২০০৮ দুপুর ১:৪৫
রাগ ইমন বলেছেন: জটিল , আরেক টুক যোগ করো ।
নপুংসক/অপুরুষ/খোজা + এক দিকে হেলে থাকা বংশধারা
৫৩| ২৭ শে মার্চ, ২০০৮ দুপুর ১:৪৬
উধাও ভাবুক বলেছেন: তবে কবিতা শুধুমাত্র জ্ঞানীদের জন্য । সীমীত দৃষ্টি নিয়ে জ্ঞান দেওয়ার চেষ্টা না করলে ভালো হয় । --- এইটা মেনে নিতে যে কোন মানুষের কষ্ট হবে । সেটা আমিও বিশ্বাস করি, কারনঃ আমাদের শিক্ষা ব্যবস্থা ডাক্তার, ইন্জিনিয়ার এমন সব গ্র্যজুয়েট তৈরী করে। কিন্তু মনুষ্বত্ব বিকাশে কোন শিক্ষা দেয়না। আর তাইতো সত্যিকার মানুষের দেখা পাওয়াটাও দুস্কর।
২৭ শে মার্চ, ২০০৮ দুপুর ১:৪৯
রাগ ইমন বলেছেন: সম্পূর্ণ সহমত ।
৫৪| ২৭ শে মার্চ, ২০০৮ দুপুর ১:৫৬
উধাও ভাবুক বলেছেন: হুমমমম...
আগে আমি কমেন্ট করলে আপনি কোন রিপ্লাই দিতেন না। এখন দেখি আমার সাথে সহমত। একেই চিন্তার সাথে চিন্তার অপুর্ব মিলন।
হাহাহাহা যাহোক, ভাল থাকুন আরো ভাল লিখুন সেই কামনাই করি।
২৭ শে মার্চ, ২০০৮ দুপুর ২:১১
রাগ ইমন বলেছেন: পারসোনালি নিয়েন না । "উধাও ভাবুক" এর মন্তব্যের উত্তর দিব না , এই রকম কিছু নিশ্চয় ভেবে রাখিনি ।
মন্তব্য না করা এবং উত্তর না দেওয়ার তুমুল বদনাম আছে আমার । কখনো মুড থাকে না , কখনো সময় । আবার কখনো কখনো মৌনতা পেয়ে বসে ।
মনে হয় চুপ করে পাথর চোখে বসে থাকি , কি লাভ এত কথা বলে ? যখন ঈশ্বর নিজেই নিশ্চুপ !
৫৫| ২৭ শে মার্চ, ২০০৮ দুপুর ২:০০
জ্বিনের বাদশা বলেছেন: নো প্রবলেম ... যখন সময় হয়, তখনই দেবেন ... অনেক ধন্যবাদ
২৭ শে মার্চ, ২০০৮ দুপুর ২:১২
রাগ ইমন বলেছেন: অনেক ধন্যবাদ ভাই
৫৬| ২৭ শে মার্চ, ২০০৮ দুপুর ২:০৯
লাল দরজা বলেছেন:
প্রথম দিনেই পইরা একটা কমেন্ট করতে চাই ছিলাম, কয় লাইন লেইখা আবার মুইছা ফেলাই ছিলাম। ভাবছিলাম আর নাই লিখি। এর পর সাম্প্রতিক মন্তব্যে শিরোনামটার ঘোরাঘুরি চোখে পড়লেই পাবলিকের কথাবার্ত শুনতে দুই একবার ঢু'মাইরা ফেলাই ছিলাম। সে কারনেই এখন দুই লাইন না লেইখা যাওয়া গেল না।
লেখাটার ভিতর ভীষন এটা শক্তি ছিল, কিন্তু মাইয়া মালটা ঠিক বানাইতে পারেন নাই অপনে, আফছোস! ক্ষোভের রঙ এ ইচ্ছে মতো দুই হাত ডুবাইয়া ক্যানভাসে এলোমেলো কইরা এক খান বিমূর্ত রচনার প্রয়াস। হইতে হইতে কেমন যেন ঠিক হইয়া ওঠে নাই! অথচ হইবার জন্য যেনো খাড়াইয়া আসিল। যাক তাও যেটুক হইছে ভালোই হইছে, নেক্সষ্ট টাইম হবেনে
আর শেষের প্যারাটা হালায় সেই রকম হইছে! ঐ খানে পৌছাইলে আফসোস লাগে। উপরের চিন্তা গুলান আরেকটু ঢক কইরা সাজাইতে পারলে, অনেক ভদ্দরনোকেই লেখাটা পইড়া গোপনে হইলেও টাশকি খাইত।
এনিওয়ে, সামথিং ইজ বেঠার দ্যান নাথিং অলওয়েজ
কি ঠিক আছে না? মুক্তির বেটির জন্য সকল শুভকামনা
২৭ শে মার্চ, ২০০৮ দুপুর ২:২৩
রাগ ইমন বলেছেন: এক্কেরে ঠিক আছে । এই জন্য ক্ষেইপা আছি দাদা , হওয়াইতে পারলাম না ।
রাগটা এই জন্যই বেশি যে "হওয়ানোর ক্ষমতা ছিলো পূর্ণ মাত্রায় " কিন্তু যেই চিন্তা , শব্দ , ছবি , কষ্ট , দহন মাথা ছিড়ে ফেলতে ছিলো , তার সাথে ন্যায় করতে পারি নাই ।
কেমনে লিখছি , শুনবা ? তিন ঘন্টা ধইরা সমস্ত কাঁচা পাকা বাজার কইরা , বাড়িত আইসা মাংশ কাইটা , সবজি রেডি কইরা , আব্বুরে খাওয়ায় দাওয়ায় যখন ক্লান্তিতে টলতেছি , তখন , মাত্র ৫ মিনিটে লিখলাম - আবার রান্না ঘরে যাওয়ার আগে দিয়া ।
লিখছি , কারন না লিখলে ভুলে যাব ।
লিখছি , কারন যেই সমস্ত কারনে মন দিয়ে , লিখতে পারছি না , সেই কষ্ট গুলা অদূর ভবিষ্যতে দূর হওয়ার কোন সম্ভাবনাই নাই ।
সকাল সাতটায় দিন শুরু করে , সারাটা দিন কাজ করে , রাত তিনটা পর্যন্ত রান্না করে যখন ব্লগে এসে দেখি লেখা নিয়ে কেউ কেউ ফাতরামো করে , তখন "ক্ষমা" জিনিসটা আসলেই দুর্লভ ঠেকে ।
যাই হোক , যাই গা দাদা । তোমারে অনলাইন দেখে অনেক বার ঘুরে গেছি মন্তব্য করেছো কিনা দেখার জন্য । না পেয়ে খারাপ লাগছিলো ।
খারাপ হলেও বোলো । নিরবতা ভালো , তা বলে সবারটা নয় , সবার ক্ষেত্রে নয় ।
৫৭| ২৭ শে মার্চ, ২০০৮ দুপুর ২:২৩
উধাও ভাবুক বলেছেন: না পারসোনাললি নেইনি। আসলে আমার কোন আক্ষেপ নেই কোন ব্যপারেই। কি পেলাম কি পাইনি এ হিসেব করিনা। যা পেয়েছি তাতেই সন্তুষ্ট আর যা পাইনি ভাবি তা আমার জন্য নয়। এইতো। ওটা শুধু বলার ছলে বলা।
ঈশ্বর নিজেই নিশ্চুপ ! তাইতো আমরা মানে মানুষ নামধারী জীবরা ইচ্ছে মত যা খুশি বলে যাচ্ছি। মানুষ আর পশুর সাথে খুব বেশী পার্থক্য আছে কি ? যে টুকু ঐ বলাতে .... প্রকাশ করাতে।
৫৮| ২৭ শে মার্চ, ২০০৮ দুপুর ২:৩৫
নয়ন বলেছেন: রাগপু ভালই লিখছো
মনটা একটু খারাপ লাগছে। আসলে এইভাবেই সময়গুলো কেটে যাবে।
সুখ, সুখপাখি কোথায়?
অনেকদিন পরে আসলাম সবার খবর কি?
৫৯| ২৭ শে মার্চ, ২০০৮ রাত ৮:২৭
কতবতবকতকত বলেছেন: আইচ্ছা, মিস ফারিয়াটা কে? সপ্ন'র গার্লফ্রেন্ড নাকি?
৬০| ২৮ শে মার্চ, ২০০৮ রাত ১২:১৫
পথিক!!!!!!! বলেছেন: এইখানে হিজড়েটা (রুপা) বহুত কথা চুদাইছে...
মন ভেঙে গেলো...
তাই
অবাক হয়ে যাই...
একজন নারী ইমন...
ছেলে মানুষ এর মনটাও ছিড়ে চিড়ে
লিখে ফেলে যায়....
কেউ পথ খায়
আর পথ খেয়ে নেয় কাউকে আবার
বাস্তবতার কারেন্ট জালে আটকায
তাই
নারী পুরুষ সবাই সাবার, সবাই সাবার।
৬১| ২৮ শে মার্চ, ২০০৮ সকাল ৯:৪৬
শেষ বিকেলের মেয়ে বলেছেন: আজও পড়তে পারলামনা। আপু তুমি এবার একটা ছোটদের কবিতা লিখ তাহলে আমি পড়তে পারব। আম্মু বকা দেবেনা।
৬২| ২৮ শে মার্চ, ২০০৮ সকাল ১০:২৪
কোবরেজ বলেছেন:
আস্তাগফিরুল্লাহ মিন জালেক।
প্লাস দিসি।
গন্ডারের রাগইমনের দুইদিকের কথাই ভালা লাগছে। আমি দুই নৌকাতেই পা দিলাম।
সবার কমেন্ট ভালা লাগছে। তবে তার মাঝে অমি পিয়ালের ১ম কমেন্টে জাঝা।
সারোয়ারভায়ের ১ম কমেন্ট টা ছাড়া পুরাটা মনে হয় বুঝতে পারছি। সারোয়ারভাই কিসের সাথে কিসের তুলনা করলো বুঝলাম না।
সেদিন দেখলাম দুই সিরীয় ভাই। দু'জন বন্ধুর মতো। খোলামেলা কথা বলে পরস্পর। ছোট ভাইকে তার বড় ভাই বলছে, আঙুল দিয়ে ইশারা করে, 'বিয়ে যে করতে চাইতাছস তোর ওইটা খাড়ায় তো ঠিকমতো?' ছোট ভাই হেসে খুব স্বাভাবিকভাবে বললো, 'হুমম'।
ব্লগের ফাসক্লাস মেশিনওয়ালা লোকের এই অদ্ভুত আচরনের ব্যাপারে আইজুদ্দিনের দৃস্টি আকর্ষন করছি।
আর এই বিষয় নিয়ে নতুন পোস্ট ফাদার জন্য রাগইমনের কাছে অনুমতি চাচ্ছি।
৬৩| ২৮ শে মার্চ, ২০০৮ সকাল ১০:৪১
কাঙাল বলেছেন: সুলেখিকা এইখানে ইচ্ছা করিয়াই ঐ শব্দটা ব্যবহার করিয়াছেন। একটু আলুছিত হওয়ার জন্য।
পত্রিকায় প্রকাশ করার জন্য নিশ্চয়ই এই কবিতা পাঠাইতেন না।
রাগ ইমন তাহার ছ্দ্ম নাম। সুতরাং অসুবিদা নাই।
আমরা সব সত্য প্রকাশ করতে পারি না। জাতিতে জাতিতে দেশে দেশে এর পার্থক্য আছে। এটাই সভ্যতা, কালচার, রেওয়াজ ইত্যাদি।
রাগইমন শয্যায় কতটুকু সফল এটা তিনি নাও প্রকাশ করতে পারেন। আবার পারেনও। মানুষে মানুষেও আবার পার্থক্য থাকে ম্যালা। একেকটা মানুষ একেক রকম এই দুনিয়ায়। যার রুচিতে যখন যেইটা সাপোর্ট করেছে তাহাই ব্যবহার করিয়াছে...
"চ" বর্গীয় শব্দটা নিয়া এই জন্যই আপত্তি কারও কারও।
৬৪| ২৮ শে মার্চ, ২০০৮ সকাল ১০:৪৪
ভুতঅদ্ভুত বলেছেন: @না বলা কথা
রাগ ইমনরা এলিট ব্লগার, ব্লগে যা খুশী লিখতে পারে। আপনি "না বলা কথা" যদি একই প্রেক্ষাপটে একই শব্দ লিখতেন এতক্ষনে ব্যান হয়ে যাইতেন: এই রাগ ইমনরাই তখন আপনাকে ব্যান করার দাবি তোলত।
৬৫| ২৮ শে মার্চ, ২০০৮ সকাল ১১:০৮
ভক্কডা বলেছেন: কবিতা ফাটাফাটি হইছে। সবচে ভালা লাগছে বাংলা স্ল্যাং এর ব্যাবহার। আমরা দিনে দুফুরে, রাইতে বিরাইতে এই স্ল্যাং গুলান অহরহ ব্যাবহার করতাছি কামে অকামে। কিন্তুক আইজতরি কেউ এইগুলানের সঠিক ইস্তেমাল করে নাইক্কা। আপনেই করলেন। আমাগো উচিত বিদেইশ্যাগো মতন কথায় কথায় অশ্লীল গালি গালাজ গুলান ব্যাপক ভাবে ইস্তেমাল করা। তাইলে মনের মইদ্যে যেই ক্ষোভ আছে তা কিচুডা অইলেও পরশমিত অইব আর রিদরোগের সম্ভাবনা কমব।
সাবাশ বেডা আলুগুডা।
আমাগো স্বপ্নরে দিন-রাইত যারা চুদে হেগো চৈদ্দগুষ্টিরে চুদি.....।++++++++
৬৬| ০১ লা এপ্রিল, ২০০৮ সন্ধ্যা ৭:০৯
হ্যারি সেলডন বলেছেন: রাগাপু, প্রিয়তে রাখলাম
০৮ ই এপ্রিল, ২০০৮ দুপুর ১২:৪১
রাগ ইমন বলেছেন: ধন্যবাদ হ্যারি।
৬৭| ১০ ই এপ্রিল, ২০০৮ সকাল ১১:৫৬
ভাস্কর চৌধুরী বলেছেন:
+
শক্তিশালি কবিতা।
৬৮| ০৮ ই জুন, ২০০৮ রাত ৮:৪৬
পাপী বলেছেন: আমার মা যৌন সঙ্গম করেন ।
তোমার মা "যৌন সঙ্গম" করেন ।
এই ব্লগের সমস্ত ব্লগারের মা যৌন সঙ্গম করেছেন ।
বেশ্যারাও যৌন সঙ্গম করে ।
অতএব , না বলা কথার যুক্তি অনুযায়ী , এই ব্লগের সমস্ত ব্লগারের মা বেশ্যা (যেহেতু তারা সকলেই যৌন সঙ্গম করেন)...
--ফালতু যুক্তি।আমার মা আর তোমার মা নিস্চয় অবৈধ "যৌন সঙ্গম" করেন না বেশ্যাদের মতো!!কথা এখানে বৈধতা আর অবৈধতার, উচিত অনুচিত এর। কবিতা টা ভাল্লাগসিলো কিন্তু আপনার লজিক দেখে দ্বিতীয়বার আর পড়ার ইচ্ছা হয় নাই।
৬৯| ১৬ ই জুলাই, ২০০৯ রাত ১:৫৪
হাসান মাহবুব বলেছেন:
৭০| ০১ লা অক্টোবর, ২০০৯ বিকাল ৪:৩৬
আ শা ব রী বলেছেন: জটিল, অসাধারন... আর কি বলব জানিনা।
কিছু আলোচনা না করলেই নয়। আমি কবিতা খুব কম পড়ি। খুব একটা বুঝিও না। কিন্তু এই কবিতাটা বুঝতে পেরেছি... অন্তত প্রতিবাদের কথাগুলো আমার মনের কথার সাথে মিলে গেছে।
তোমার কবিতায় শব্দের ব্যবহার যথেষ্ঠ প্রাসঙ্গিক। বিশেষ করে 'ইন্টারেস্টিং' এর এমন ইন্টারেস্টিং ব্যবহার আগে চোখে পড়েনি। সবগুলো কমেন্ট পড়িনি, তবে প্রথমদিকের কিছু কমেন্টে চ-বর্গীয় শব্দের ব্যবহার নিয়ে কতিপয় মন্তব্যকারীর আপত্তি দেখে নিশ্চিত হয়েছি তারা কবিতাটি বুজতে পারেননি। যারা অশ্লীলতার কথা বলছেন তারা শব্দগুলো কোন প্রসংগে ব্যবহার হয়েছে তা বুঝেননি। আমি এখানে অশ্লীলতার কিছু দেখছিনা, চিংকার করে তোমরা মতো আমিও এই কবিতা শিল্পকলার মিলনায়তনে আবৃতি করতে পারবো, সেখানে যদি আমার পরিবারের সদস্যরা তাতেও কিছু যায় আসেনা। আবৃতি করেই কবির কথাগুলো শ্রোতাদের বুঝিয়ে দেয়া সম্ভব।
আর একটু সমালোচনাও করতে হয়। আমার মনে হয়েছে কবিতার কথাগুলো আরেকটি অরগেনাইজড হতে পারতো.. কেন যেন মনে হয়েছে যা বলতে চেয়েছ সেটা ঠিক পুরোপরি বলতে পারনি .. যদিও সচেতন পাঠকরা ঠিকই বুঝতে পেরেছে কবির কথা তথাপি যারা একদম নতুন পাঠক তাদের কবিতাটি বুঝার জন্য একটু মনোযোগী হয়ে দু তিনবার পড়তে হবে...
৭১| ২৩ শে অক্টোবর, ২০০৯ সকাল ১০:২০
দ্বিজু বলেছেন: আইজকা ফেইচবুকে লিঙ্ক দেইখা হঠাৎ আইলাম--তর্ক বিতর্ক দেইখা বুঝলাম বাঙ্গালী ম্যাচিউরড হইতে ম্যালা টাইম বাকি আছে---
আধুনিক ইংরেজী কবিতায় ফাক শব্দটা অহরহই দেখা যায়, আমরা বাবা মা শিক্ষক অনেকের সাম্নেই বলে ফেলি-'ফাক' কিন্তু চুদি বলতেই আপত্তি! এই হলো আমারদের ম্যাচিউরিটি লেভেল।
সমালোচকেরা কবিতা না পড়ে কবিতার ভাষা নিয়ে সমালোচনা শুরু করে দিলেন।
এনিওয়ে এইসব নিয়া মাইন্ড খাইয়া কোনো লাভ নাই, আপনার লেখা আপনি চালাইয়া যান।
৭২| ১২ ই নভেম্বর, ২০০৯ সন্ধ্যা ৬:২৩
অন্ধ আগন্তুক বলেছেন: আগুন, আগুন আর আগুন। ছাই হোক এই সুশীল(!) আর সং(!)স্কৃতির ধারক বাহকেরা। যোগচিহ্ন।
শালাদের প্রমিত উচ্চারন আর ভদ্রতার মায়রে বাপ......।
©somewhere in net ltd.
১|
২৬ শে মার্চ, ২০০৮ দুপুর ২:২২
তীরন্দাজ বলেছেন: তুখোড় লেখা রাগীমন! সাবাশ! কেমন আছেন?