| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ঢং ঢং-
বেজে ওঠে ঘন্টা-
দুরন্ত গতিতে ক্লাসে ছুটে যায় ছেলেমেয়ের দল.
হাঁপাতে হাঁপাতেই বসে পড়ে,
পিথাগোরাস আর বাংলা ব্যাকারণ নিয়ে,
পড়ে বৃ+আ+কৃ+অন,
মনোযোগীদের মনোযোগ বেড়ে যায়-
লাষ্ট বেঞ্চের ইচড়ে পাকাদের দৌড়ত্বে,
স্যারদের হাতে নাম তুলে দিতেও তাদের হাত কাঁপে না.
ক্ষমতার স্বাদ অনন্য.
ক্লাসরুমের দেয়াল আর শিক্ষকের বেতে লেগে থাকে শৈশব-
ঢং ঢং শব্দে আঁটকা পড়ে কৈশোর,
অজস্র খামখেয়ালীতে রঙিন দিনগুলো শেষ পর্যন্ত মিলিয়ে যায়-
দুরন্ত ছেলেটাও শেষদিনে এসে আবেগে ভাসে-
আর যে ফেরা হবে না.
স্কুলের ঘন্টা বেজে যায়-
ঢং ঢং-
যতদুর শব্দ যায়,
নিয়ে যায় একরাশ-
স্মৃতিকাতর শৈশব...
উত্সর্গ:খাজা আজমেরী হাই স্কুল
১৫.০৪.২০১২
২|
১৬ ই এপ্রিল, ২০১৩ দুপুর ১:২৪
ৎঁৎঁৎঁ বলেছেন: সুন্দর! সুন্দর!!!
ভালো লাগা রেখে গেলাম।
৩|
১৬ ই এপ্রিল, ২০১৩ দুপুর ১:২৮
ভাঙ্গা কলমের আঁচড় বলেছেন: ধন্যবাদ ধন্যবাদ ধন্যবাদ
৪|
১৬ ই এপ্রিল, ২০১৩ দুপুর ২:৩০
স্পাইসিস্পাই001 বলেছেন: হিমম......
আর পাবোনা শৈশব..... কিন্তু স্মৃতি গুলো ভোলার নয়....।
ধন্যবাদ .... ভাল থাকবেন.....
৫|
১৬ ই এপ্রিল, ২০১৩ দুপুর ২:৪১
ভাঙ্গা কলমের আঁচড় বলেছেন: ধন্যবাদ ভাই ![]()
৬|
১৬ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৪:১৩
শ্রাবণ জল বলেছেন: ক্লাসরুমের দেয়াল আর শিক্ষকের বেতে লেগে থাকে শৈশব-
ঢং ঢং শব্দে আঁটকা পড়ে কৈশোর,
অজস্র খামখেয়ালীতে রঙিন দিনগুলো শেষ পর্যন্ত মিলিয়ে যায়-
দুরন্ত ছেলেটাও শেষদিনে এসে আবেগে ভাসে-
আর যে ফেরা হবে না.
খুব মিস করি স্কুল লাইফ।
লেখায় ভাল লাগা।
৭|
১৬ ই এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৬:৪৯
ভাঙ্গা কলমের আঁচড় বলেছেন: ধন্যবাদ শ্রাবন জল. আজ যে থামছেনই না. অবিরাম পড়ছেন আকাশ থেকে :p
৮|
১৬ ই এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৭:০৬
হাসান মাহবুব বলেছেন: ভালো লাগলো।
৯|
১৬ ই এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৭:১৩
ভাঙ্গা কলমের আঁচড় বলেছেন: ধন্যবাদ ![]()
©somewhere in net ltd.
১|
১৬ ই এপ্রিল, ২০১৩ দুপুর ১:১১
এল এইচ, জুয়েল বলেছেন: স্কুল জীবনের স্মৃতি ......