| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
দুজনেই বসে ছিলাম-
হতাশাগ্রস্হ তরুণ-তরুণীদের মত.
ওর বিয়ের কথা হচ্ছে-
মন ভালো নেই.
হঠাত্ই দেখলাম লটারীর গাড়ি-
কিছু বোঝার আগেই দেখলাম আমরা গাড়ির সামনে.
দুজনে দুটো কিনলাম-
বেষ্ট অব লাক.
আমরা কফি খেলাম-
বিদায় জানাবার সময় পরস্পরকে ভালবাসার প্রতিঞ্জা করলাম.
কতগুলো নাম্বারের সাথে জড়িয়ে গেল কিছু স্বপ্ন-
কিছু গভীর জীবনবোধ-
আর কিছুটা ভয়.
অদম্য বাসনারা খড়কুটো আকড়ে ধরে.
লটারির টিকেটটা লুকাই মানিব্যাগের ভাঁজে-
বন্ধুরা দেখলে বড় লজ্জার ব্যাপার হবে.
ঘুম থেকে উঠতেই দেখি আজ ড্র-
পেপারটা পাশের বাসার-
ধার করে আনা-
মিলাতে বসি,
কোনটাই মেলে না.
কি মনে করে ১ম নাম্বার মেলাই-
কখ ৬৪৮৭২৩৪
কাঁপা কাঁপা হাতে মেলাই,
যেন লটারি না-
মিলাই আমার স্বপ্ন.
চোখ ঝাপসা হয়ে এলো.
আমারটা কখ ৬৪৮৭২৩......
২|
২৩ শে এপ্রিল, ২০১৩ বিকাল ৪:৫৮
ভাঙ্গা কলমের আঁচড় বলেছেন: :p ধন্যবাদ ব্রাদার :p
৩|
২৩ শে এপ্রিল, ২০১৩ বিকাল ৫:০০
বোকামন বলেছেন:
দুখানা লেখা পড়ে ফেললাম !
ভালোলাগা থাকলো.....
৪|
২৩ শে এপ্রিল, ২০১৩ বিকাল ৫:০২
ভাঙ্গা কলমের আঁচড় বলেছেন: ধন্যবাদ বোকামন ![]()
৫|
২৩ শে এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৭:৪২
সুফিয়া বলেছেন: এগিয়ে যাবার শুভকামনা থাকল।
Click This Link
৬|
২৩ শে এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৭:৪৬
ভাঙ্গা কলমের আঁচড় বলেছেন: ধন্যবাদ সুফিয়া. আবার আসবেন
৭|
২৩ শে এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৭:৫৭
স্বপনবাজ বলেছেন: অসাধারণ ! থিম টা খুব ভালো লেগেছে !
৮|
২৩ শে এপ্রিল, ২০১৩ রাত ৮:০৫
ভাঙ্গা কলমের আঁচড় বলেছেন: ধন্যবাদ স্বপনবাজ .আবার আসবেন ভাই
৯|
২৪ শে এপ্রিল, ২০১৩ রাত ২:২৪
শ্রাবণ জল বলেছেন: ভালই তো! স্বপ্ন পূরণ হওয়ার পথে!!
১০|
২৪ শে এপ্রিল, ২০১৩ সকাল ৮:১৫
তিথির অনুভূতি বলেছেন: খুব ভাল লাগল।
পরিচ্ছন্ন আর মিষ্টি পরশ মাখা কবিতাটিতে রোমান্স
টেন্স আর একসন সবই আছে ।
১১|
২৪ শে এপ্রিল, ২০১৩ সকাল ৯:৪৫
ভাঙ্গা কলমের আঁচড় বলেছেন: ধন্যবাদ শ্রাবণ ভাই আর তিথি. আবার আইবেন :p
১২|
২৫ শে এপ্রিল, ২০১৩ সকাল ১০:৫৭
শাহজাহান মুনির বলেছেন: ভালই তো! স্বপ্ন পূরণ হওয়ার পথে!!
১৩|
২৫ শে এপ্রিল, ২০১৩ সকাল ১১:২১
ভাঙ্গা কলমের আঁচড় বলেছেন: লাষ্ট নাম্বারটা .....
©somewhere in net ltd.
১|
২৩ শে এপ্রিল, ২০১৩ বিকাল ৪:৪৬
ৎঁৎঁৎঁ বলেছেন: কত? কত?? কত???
১ম ভালো লাগা রেখে গেলাম ব্রাদার!