![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
তুমি আমি,
দুর্বার,দুর্বিনত-
যেন বরফ গলা নদী.
নদী গলে, গলে যায়-
মাঠ,ঘাট,পচা বন্দরে ঠেকে,
মৃতের গন্ধ পায়.
তবু প্রেম টিকে থাকে-
হাজার-সহস্র-নিযুত বছর পরে-
নদী জমে যায়,
বরফে-বরফে জমে চারপাশ,
ভালবাসা বেঁচে থাকে.
আজো নদীতীরে বাতাস হয়,
বাতাসে জোরালো ফিসফিস বয়-
হৃদয় নিংড়ানো ঘোষণা আসে-
আবার দেখা হবে.
২| ১১ ই মে, ২০১৩ দুপুর ১২:২৭
ভাঙ্গা কলমের আঁচড় বলেছেন: তাহলে ঠিকাছে :p
©somewhere in net ltd.
১|
১১ ই মে, ২০১৩ দুপুর ১২:২২
নির্লিপ্ত স্বপ্নবাজ বলেছেন: ভাল্লাগছে