| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
দেখা করবে?
-কোথায়?
পদ্ম পাতার জলে.
-কবে?
ঘোর বর্ষনে ঢাকা এক অনন্ত সুর্যের দিনে.
লাল কার্পেটের নিস্তরঙ্গ প্রসাদ ছেড়ে-
উশৃঙ্খল নীলনদের অন্তীম প্রহরে-
তোমার সাথে দেখা হবে,
সত্য মিথ্যার ময়দানে মেশা এক অনন্ত সুর্যের দিনে.
অনন্ত সুর্যের দিনে-
গুজবে গুজবে ভেজা উষ্ণ কলোরবে,
আমি তোমাকে চিনে নেব,
তীব্র হাহাকারে ভেসে যাওয়া মরুর বাতাসে-
আমাদের মন খারাপে সেদিন সুর্য ডুববে না.
প্রতিঞ্জায় থাকবে বসে আমাদের সাথে,
পৃথিবীটা যেন শুধু দুজনের-
এক অনন্ত সুর্যের দিনে.
ভালবাসা তুমি বেঁচে থাকো-
থরথর কাঁপা অশ্লীল গলিতে-
আবছা কুয়াশার শুভ্র কাফনে-
কিংবা পবিত্রতায় ভেজা জোছনার জলে,
যতদিন না তোমার সাথে দেখা হয়-
সমাজ থেকে দুরে,
এক অনন্ত সুর্যের দিনে.
২|
০৬ ই জুন, ২০১৩ রাত ১:০৯
ভাঙ্গা কলমের আঁচড় বলেছেন: আমিও অপেক্ষা করতেছি কখন লেখাটা হাতে আসে. মাথায় ঘুরে লেখতে বসলেই গায়েব ![]()
৩|
০৬ ই জুন, ২০১৩ ভোর ৪:৩৩
বটবৃক্ষ~ বলেছেন: আমি তোমাকে চিনে নেব,
তীব্র হাহাকারে ভেসে যাওয়া মরুর বাতাসে-
আমাদের মন খারাপে সেদিন সুর্য ডুববে না.
প্রতিঞ্জায় থাকবে বসে আমাদের সাথে,
পৃথিবীটা যেন শুধু দুজনের-
খুব ভালোলাগলো.....
২য় ++++
৪|
০৬ ই জুন, ২০১৩ সকাল ১১:২৭
অপর্ণা মম্ময় বলেছেন: দুনিয়া শুধু তুমিময় হয়ে গেলো দেখি !
শুভেচ্ছা রইলো
৫|
০৬ ই জুন, ২০১৩ দুপুর ১:০৪
ভাঙ্গা কলমের আঁচড় বলেছেন: ধন্যবাদ বটবৃক্ষ ব্রাদার ![]()
৬|
০৬ ই জুন, ২০১৩ দুপুর ১:০৫
ভাঙ্গা কলমের আঁচড় বলেছেন: ধন্যবাদ অপর্ণা . আবার আসবেন ![]()
৭|
০৬ ই জুন, ২০১৩ রাত ৯:৫৭
প্রোফেসর শঙ্কু বলেছেন: এক টানে লিখেছেন বোধহয়, তাই না? দুই একটা ভুল আছে বানানে। সেটা গুরুত্বপূর্ণ নয়। আসল কথা, কবিতা ভালো।
৮|
০৬ ই জুন, ২০১৩ রাত ১১:১৪
ভাঙ্গা কলমের আঁচড় বলেছেন: ধন্যবাদ প্রফেসর. আপনি মনে হয় এর আগের কবিতা অন্ধকারে গান-৩ মিস করছেন. পারলে পড়িয়েন. আশা করি ভালো লাগবে. আর আসলে আমি মোবাইল থেকে লিখি. তাই বানান খেয়াল করতে একটু কষ্ট হয়. মোবাইলে বাংলা সাপোর্ট দেয় এটাই আশার কথা. আবার আসবেন ![]()
৯|
০৭ ই জুন, ২০১৩ রাত ১২:৪৮
বটবৃক্ষ~ বলেছেন: হাহাহা!!
ধন্যবাদ বটবৃক্ষ সিস্টার!!![]()
![]()
![]()
©somewhere in net ltd.
১|
০৬ ই জুন, ২০১৩ রাত ১:০৬
কান্ডারি অথর্ব বলেছেন:
অনন্ত সূর্যের দিনে - ২ এর অপেক্ষায় রইলাম।