| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
তবে তাই হোক.
মহাখালী ফ্লাইওভারের উশৃঙ্খল সোডিয়াম আলোতে-
জীবনানন্দ দাশ থেকে- ফ্লাইওভারে দাড়ানো অসংখ্য অখ্যাত কবিদের সিগারেটের বিষন্ন টানে-
এক অজস্র নক্ষত্রের রাতে-
কবিতার নামে হুলিয়া জারি হোক.
হুলিয়া জারি হোক সকল প্রেমিক-প্রেমিকার নামে-
যারা হলুদ সোডিয়াম রাতে রিকশায় ঘুরতে ভালবাসে.
কিংবা জারি হোক দ্বিধাহীন যুবকদের অগ্রাসী চেতনায়-
যে চেতনারা হারিয়ে গেছে-
এক হালছাড়া ক্লান্ত ভঙ্গিতে,
মিলিয়ে গেছে হলুদ সোডিয়ামকে অগ্রাসী বুনো জোছনা ভেবে-
যাকে খুঁজে পেতেই হবে.
আজ কবিতার নামে
হুলিয়া জারি হোক.
জারি হোক-
সকল জীবনবোধের বিরুদ্ধে-
যে জীবনবোধেরা এক গন্তব্যহীন ট্রেনের মত ছুটে চলে-
ছুটে চলে অসংখ্য আলোকজ্জ্বল খালি কামরা নিয়ে-
দুর্বার রাতভাঙ্গা ভঙ্গিতে-
মাইলেই পর মাইল,
অন্ধকার দিগন্ত ফুঁড়ে.
হুলিয়া নিয়ে ছুটে চলা এক পুরোন কবি
ঝকঝকে আলোকপূর্ন ট্রেনের প্লাটফর্মে এসে দাঁড়ায়,
চারপাশে নিস্তব্ধতার বিদ্রুপ ছিল-
কামরায় কেউ ছিলো না-
এক বৃষ্টিভেজা প্লাটফর্ম যেন কবির হাতে-
হুলিয়ার হাতকড়া পরায়.
২|
২০ শে জুলাই, ২০১৩ বিকাল ৫:১২
ভাঙ্গা কলমের আঁচড় বলেছেন: ধন্যবাদ শায়মা. আবার আসবেন
৩|
২০ শে জুলাই, ২০১৩ রাত ৮:০৫
আজ আমি কোথাও যাবো না বলেছেন: ++++ সুন্দর!
৪|
২০ শে জুলাই, ২০১৩ রাত ৮:১৪
মাহতাব সমুদ্র বলেছেন: ভালো লিখেছেন। শুভ কামনা
৫|
২০ শে জুলাই, ২০১৩ রাত ৯:২৯
ভাঙ্গা কলমের আঁচড় বলেছেন: ধন্যবাদ কোথাও যাব না ,মাহতাব ভাই :-)
৬|
২০ শে জুলাই, ২০১৩ রাত ১০:৩৪
হাসান মাহবুব বলেছেন: ভালা লাগসে।
৭|
২০ শে জুলাই, ২০১৩ রাত ১১:১০
ভাঙ্গা কলমের আঁচড় বলেছেন: ধন্যবাদ
৮|
২১ শে জুলাই, ২০১৩ রাত ১২:০০
কান্ডারি অথর্ব বলেছেন:
হুলিয়া জারি হোক.
জারি হোক-
সকল জীবনবোধের বিরুদ্ধে-
যে জীবনবোধেরা এক গন্তব্যহীন ট্রেনের মত ছুটে চলে-
ছুটে চলে অসংখ্য আলোকজ্জ্বল খালি কামরা নিয়ে-
দুর্বার রাতভাঙ্গা ভঙ্গিতে-
মাইলেই পর মাইল,
অন্ধকার দিগন্ত ফুঁড়ে.
হুলিয়া নিয়ে ছুটে চলা এক পুরোন কবি
ঝকঝকে আলোকপূর্ন ট্রেনের প্লাটফর্মে এসে দাঁড়ায়,
চারপাশে নিস্তব্ধতার বিদ্রুপ ছিল-
কামরায় কেউ ছিলো না-
এক বৃষ্টিভেজা প্লাটফর্ম যেন কবির হাতে-
হুলিয়ার হাতকড়া পরায়.
চমৎকার ++++ মুগ্ধ
৯|
২১ শে জুলাই, ২০১৩ রাত ১২:১৪
রোমেন রুমি বলেছেন: ভাল লাগল ।
১০|
২১ শে জুলাই, ২০১৩ রাত ১২:৫০
ভাঙ্গা কলমের আঁচড় বলেছেন: ধন্যবাদ কান্ডারী ভাই. স্বাগতম রুমি ভাই
১১|
২১ শে জুলাই, ২০১৩ রাত ২:২৮
মামুন রশিদ বলেছেন: চমৎকার ++
১২|
২১ শে জুলাই, ২০১৩ বিকাল ৩:২৫
সপ্নাতুর আহসান বলেছেন: ভাল লাগল ।
১৩|
২১ শে জুলাই, ২০১৩ বিকাল ৪:১৪
ভাঙ্গা কলমের আঁচড় বলেছেন: ধন্যবাদ আহসান ভাই
১৪|
২২ শে জুলাই, ২০১৩ রাত ১০:৩৮
মাসুম আহমদ ১৪ বলেছেন: ভাল লাগলো
১৫|
২৫ শে জুলাই, ২০১৩ রাত ২:৪৯
ভাঙ্গা কলমের আঁচড় বলেছেন: ধন্যবাদ
©somewhere in net ltd.
১|
২০ শে জুলাই, ২০১৩ দুপুর ২:১৯
শায়মা বলেছেন: +++