![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মহুয়া মাখানো পথে
ধনসা মাতি যায়
তীর ও ধনুক হাতে
বাপো তার পাহাড় চূড়ায়
মদ ও লহুর বন্যা
বহে পদ্মায় ।
আঁধার বালক কোপনি পরেছে
গাইচড়ি করে রে ধনসা
মিঠে পানিতে মুখ দ্যাখে রে ধনসা
বাঁশিতে ফুঁ দ্যায় রে ধনসা
পাশের বালক শালের ছায়ায়
গাইচরি করে রে বালক
ধনসা লাঙ্গলে যায়
ধান রোপে রে ধনসা মাতি
যোয়ানি হাতড়ায়
বিমলা কহে রে ধনসা
তোর চক্ষু নাই ?
হামার গতরে লাগে রে ধরসা
রাইতে মাঠে আয় ।
রাইতে যায় রে ধনসা
মাঠে বিমলা নাই
বিমলা নাই রে ধনসা
কাঁন্দিয়া গা জুড়ায় ।
১৭ এপ্রিল ২০১৫
আদাবর, ঢাকা।