![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সমূহ সুন্দরের সাথে থাকা
হলো না আমার ।
সমতালে হাঁটতে হাঁটতে জোনাকী ধরে রাতে
একটা কাঁচপোকার সাথে রেখে দিয়ে
আরেকটা পথে গাছের সাথে
দেখা হলে তার বাকলে হাত
জিউলির বাকলে রসে আঠা
আর কিছু পোকা কিলবিল
সজলেগুলো ঝুলছে...
কৃষ্ণচূড়া গোলাপ আমার ফুটেছে আঙিনায়
এইখানে নারী এসে নদী হয়ে যায় ।
এইখনে ঘরের চালে শালিকের বাড়ি
এইখানে মেঘ এসে হানা দেয়
এখানে পাখির মেলা
এইখানে চারবেলা
চাতরের চোখের বৃষ্টির ছায়া পড়ে যায়
এইখানে নারী...
আমার স্বপ্নে জলভাত
আর লবন পেঁয়াজের গন্ধটুকু থাক
পুকুরে স্নানে গিয়ে বাঁশের খুঁটিতে
মাছরাঙ্গা দেখি
পুকুরে সারি বেঁধে মাছের গল্পকথা
তিনটে পদ্মপাতা তুলে
ভোরের আহার যদি হয়
আমি খুশি বনে বলি ,
আলহামদুলিল্লাহ ।
রমণীর ঘরের কথা শিল্পের...
শ্রী কল্যান অভিতাভ বাবু ,
শ্রী রাম নাম শ্রীমতি সীতা দেবী কল্যানীয়াষু
বাপের সাথে কন্যার কি সহমরণ হয় না ?
দাহতেই দহে এমন কথাতে
বিশ্বাস নেই
পূজোর ফুলে বিষ পোকা
ফুলের তোড়ায় বোমা
আপন বিশ্বাস...
মন ।
তুমি আমার ঘনঘোর বরষা ।
ঘোরলাগা আঁধারিয়া মেঘে খুঁজি
কলহাস্য তোমার ভাঁজ করা কুহক ।
আমারই আপন তুমি দূরের বিজন
আপত্য স্নেহ এবং ভালোবাসা মেশানো আরকে
রেখেছি ডুবিয়ে
সারাটি জীবন ।
ভালো আছো ?...
আমার সকালের ফুল একটা কবিতা
আমি ঝরিয়ে ফেলে দিই
রোজ সকালেই
তুমি পায়ে মাড়িয়ে দিয়ে যদি যাও
এ তোমার পাপ হে গমন
পায়ের অর্ঘ্য মাড়িয়ে যেতে নেই ।
তুমি আমার ভাই হে গমন
আমি তোমার...
জোস্না কি চাঁদের মুখ দ্যাখে ?
আমি আমার মুখ কি দেখি ?
আপন চোখে আপন না দেখা আমি
তোমাকে কিভাবে দেখি ?
আমি খুব ভালো থাকতে চাই ।
আমাকে একটা আকাশ দাও
অনুবাদ করে তারা চাঁদ
পড়ে নিতে পারি
পথের দিশা দাও হে রজনী
আমি মিঠাপুর চিনি ।
পিঞ্জরে পোষা শেফার্ড কুকুর
দুপুরে ঝিমুলেই বুঝি
রাতে তার গহন গোঙানী
জানি...
অলোক , তোমার এ হাতে
আমি কেটে ফেলবো
যেহাতে তুমি রোজ রোজ
ধ্যানের ফল চুরি করো ।
তুমি সাধনের পথ ছেড়ে
এ কোথায় এলে ?
পতিত জঞ্জাল হতে
সুখাদ্যের...
মাটি কি দিলো না হামাক
রে ধনসা
তুমি কিছু কহ ।
আকাশের পাখি , জঙ্গলের
বরাহ ও সজারু
খড়গোশ পালে পাল
সবই হামার
তীরের নিশানা
যুদি না থাকে ঠিক
সেকি সাঁতালু হয় রে ধনসা
হামরা তো মাটির ছাওয়াল ।
তুমি ধনসা...
মিহি চালের মিহিন আটার
মতো করে বললে যখন
ইচ্ছে হলে এসো একবার ।
তখন আমার ইচ্ছেটা
ডাহুক হয়ে উড়ে গেলো ।
জলে যাক আর কাদায় ভাসুক
আমি মিহিদানা...
এই বাড়িতে বিকেলেই আঁধার নামে। চারিদিক কেবলি শব্দহীন। শোঁ শোঁ কিছু শব্দ। বাগানের নারকেল পাতা থেকে ভেসে আসছে। এখানে আমি থাকতে পারবো না। ঝনঝন করে কাঁচা থালার...
বিলোল চাহনী
কালো বুকে ছায়ায়
গমরঙের সামান্য নত বুক
পদ্মপুকুর ও ধানখেতে
এঁটেল মাটিতে নিত্যস্নান
খোলে তার বল্লরী বিভা
আমি তার ইবাদতে াছি
কখনও কখনও চোখের জলও
বিপ্লবী হয়ে ওঠে ।
কখনও কখনও শান্তির নামে...
বিনিদ্র রাত একাকী অফলা হয় না রে
এ জীবন ফেলে দেবারও নয়
মাতাদুগ্ধ মাতা স্নেহ অন্নপ্রাশনে
ধোয়া তার মুখ
কিভাবে ফেরাবে সে মুখ
মানুষের দিক থেকে ?
নদীদের দিক থেকে ?
এক নিরব বিররে চিরকাল
ছিলো ও আছে...
©somewhere in net ltd.