![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সমূহ সুন্দরের সাথে থাকা
হলো না আমার ।
সমতালে হাঁটতে হাঁটতে জোনাকী ধরে রাতে
একটা কাঁচপোকার সাথে রেখে দিয়ে
আরেকটা পথে গাছের সাথে
দেখা হলে তার বাকলে হাত
জিউলির বাকলে রসে আঠা
আর কিছু পোকা কিলবিল
সজলেগুলো ঝুলছে
অথচ গায়ে শোয়া পোকা
ধীরস্থির এই পথ মেয়েটা হেঁটে গেলো বেশ
শাড়ির পেছনে হালকা কষের দাগ
মিহিচালে কাঁকর বাছতে বাঁচতে
তুমি বললে , এর নাম সত্যি রাঁধনীপাগল
সাদাবক
একটা পা নেই
উড়ে গেলে দেখি
নেই
কোথায় বা ছাইগাদা
অথবা শিকারী
চাঁদের নিচ দিয়ে মেঘ উড়ে যায়
আমার বিনয়কে ডাক্তার বলে দিলো
বাইরে ভিজিট ।
কার সাথে কার দেখা হলে তবে
এসব হবে না ?
রাস্তার চা এর দোকানে টুল
ঠিক করেই বসে ভিউ ফাইন্ডারে দেখি
চায়ের ভেতর চুল
ধানের উপরে শিশির বিন্দুটি
এখন আমার চাই
মেখে নেবো চোখের পাতায় ।
ঠান্ডা হ
ঠান্ডা হ
ঠান্ডা হ ।
©somewhere in net ltd.