![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মন ।
তুমি আমার ঘনঘোর বরষা ।
ঘোরলাগা আঁধারিয়া মেঘে খুঁজি
কলহাস্য তোমার ভাঁজ করা কুহক ।
আমারই আপন তুমি দূরের বিজন
আপত্য স্নেহ এবং ভালোবাসা মেশানো আরকে
রেখেছি ডুবিয়ে
সারাটি জীবন ।
ভালো আছো ? ভালো থেকো ।
আমি বা ক্যামন ?
অন্ধজন ।
তোমার মেঘলাক্ষণে ধূয়াসা দুপুর
আমার মনে নীলাভ লন্ড্রীতে
নিপুন করে ভাঁজ হয়ে আছো
একটা পবিত্র কসম ।
খুলে দেখি তোমার নির্জন
রেখে দিলে বলো , একা একা লাগে
গ্রহণ করেছি শয্যায়
আধা আলাপন ।
অধরা বৃষ্টি ডাকে বাইরে
ভেতরে শ্রাবণ ।
©somewhere in net ltd.
১|
১২ ই মে, ২০১৫ রাত ১২:০৪
হামিদ আহসান বলেছেন: সুন্দর ...