![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
কৃষ্ণচূড়া গোলাপ আমার ফুটেছে আঙিনায়
এইখানে নারী এসে নদী হয়ে যায় ।
এইখনে ঘরের চালে শালিকের বাড়ি
এইখানে মেঘ এসে হানা দেয়
এখানে পাখির মেলা
এইখানে চারবেলা
চাতরের চোখের বৃষ্টির ছায়া পড়ে যায়
এইখানে নারী এসে নদী হয় ।
পথের প্রান্তে এসে এখানে দাঁড়ায় হেসে
সন্যাসী বাউলের দোতারায়
সুরের আবেশ ভাসে কত কথা মনে আসে
আমার ফুলভরা বিদিশায়
এখানে রমণীকুল স্নানে নেমে মশগুল সহসায়
এইখালে তুমি হাসো
তুলি তুলে মালা গাঁথো বরষা
এইখানে নারী এসে নদী হয়ে যায় ।
©somewhere in net ltd.
১|
১৬ ই মে, ২০১৫ সন্ধ্যা ৭:৪৯
কালনী নদী বলেছেন: আপনাদের সুন্দর লেখাগুলো নতুন করে বাচতে চেতনা যোগায় । খোভ ভালো লাগলো ভাইয়া ।