![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বিনিদ্র রাত একাকী অফলা হয় না রে
এ জীবন ফেলে দেবারও নয়
মাতাদুগ্ধ মাতা স্নেহ অন্নপ্রাশনে
ধোয়া তার মুখ
কিভাবে ফেরাবে সে মুখ
মানুষের দিক থেকে ?
নদীদের দিক থেকে ?
এক নিরব বিররে চিরকাল
ছিলো ও আছে আজো
আনন্দহীন আত্মজ বিভাসে
অবষন্ন নয় , পরিত্যাক্ত মৃতপাত্র
পুরাতন স্মৃতিময় কড়ি ও একাত্তর
একদা দেখেছিলো অদ্ভুত
প্রত্যহ দেখেছিলো
শিউলী ফোটা ভোর ।
বিনয়ী
অজর নয়
যাবে ।
আঁচলের তলা দিয়ে ছায়ার মতো
হেঁটে যাবে
বিলয় পতিতে ।
তবু একদিন মনে রবে
মুক্তিযুদ্ধ হয়েছিলো এইদেশে
রক্তাক্ত মুক্তযুদ্ধ ফের যদি হয়
ডাক দেবে তাকে ।
©somewhere in net ltd.