নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ভাস্কর চৌধুরী নিরঞ্জন

ভাস্কর চৌধুরী নিরঞ্জন । ঢাকায় থাকি। জন্ম চাঁপাই নবাবাগঞ্জ।

ভাস্কর চৌধুরী নিরঞ্জন › বিস্তারিত পোস্টঃ

আমার স্বপ্নে জলভাত

১৫ ই মে, ২০১৫ রাত ১১:২৮

আমার স্বপ্নে জলভাত
আর লবন পেঁয়াজের গন্ধটুকু থাক
পুকুরে স্নানে গিয়ে বাঁশের খুঁটিতে
মাছরাঙ্গা দেখি
পুকুরে সারি বেঁধে মাছের গল্পকথা
তিনটে পদ্মপাতা তুলে
ভোরের আহার যদি হয়
আমি খুশি বনে বলি ,

আলহামদুলিল্লাহ ।

রমণীর ঘরের কথা শিল্পের চে ভালো
বাচ্চার দুষ্টুকথা
পরশীর ব্যাঁকা কথা
মেনে নেয়া আমার জন্যে সোজা
মাথার উপরে জীবন নিয়ে হাঁটি
চাঁদিতে খাঁটি তেল শরিসার
যদি মেলে .

আমি বলি , সোবহানাল্লাহ ।

হাতের মুঠোতে হাল ফাল
লাঙ্গলের দাগ , রুঠা
রুঠা রোদ থেকে এসে
বটের ছায়ায় দলবেঁধে ঘুম
তালের তাড়ির হালকা নেশায়
সন্ধ্যায় হাঁটতে হাঁটতে সবকে সালাম
ঘরের উঠোনে খলার ভেতর
মুরগীর ছা
হাঁস গুলো প্যাঁক প্যাঁক রাজার
দুলালী
ঘরে ফেরে যদি ঠিক মতো

রাতঘুমের পর ফজরের আগে
যদি তাকে বাগে আনি একবার

আপন মনে বলি , আমীন আমীন ।

মন্তব্য ০ টি রেটিং +১/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.